ADVERTISEMENT
home / চোখের মেকআপ
বাঙালী মেয়েদের সুন্দর চোখের রহস্য – কাজল, আইলাইনার আর পারফেক্ট মেকআপ

বাঙালী মেয়েদের সুন্দর চোখের রহস্য – কাজল, আইলাইনার আর পারফেক্ট মেকআপ

আপনি মেকআপ করতে পছন্দ করুন বা না করুন, যে বস্তুটি আপনার কাছেও নিশ্চয়ই আছে, সেটি হল কাজল পেনসিল (top 6 kajal eyeliner pencil for bengali women)। বাঙালি মহিলার চোখের জাদুতে কবি থেকে শুরু করে বলিউডি স্টার, সক্কলে কাত। সেই কবে জীবননানন্দ লিখে গিয়েছিলেন বনলতা সেনের পাখির নীড়ের মতো চোখের কথা…এই চোখ তো আর ভাই পুরোটা উপরওয়ালার দান নয়, বা অবাঙালিরা যেটা বলে ‘উয়ো তো মছলি খাকে মিলতা হ্যায়’, সেটিও নয়, এই চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা সকলেই ব্যবহার করি কাজল কিংবা আই পেনসিল কিন্তু কোন আই পেনসিল কিংবা কাজল আমার চোখের জন্য ভাল? যাঁদের চোখ ভাসা-ভাসা তাঁরা যে কাজল ব্যবহার করবেন, যাঁদের চোখ পটোলচেরা, তাঁরাও কি সেটা ব্যবহার করতে পারেন? কোন-কোন রংয়ের আই পেনসিল বাঙালি মেয়েদের চোখে ভাল লাগবে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমরা আজ।  

মেবিলিন নিউ ইয়র্ক কলোসেল কাজল

  • এর ডিপ মিনারেল কালার সিস্টেম আপনার চোখে আনবে স্মাজ প্রুফ ইনটেন্স কালার। সারা দিন ধরে এই কাজলটি লাগিয়ে রাখলেও চোখ একটুও ক্লান্ত হবে না।
  • অ্যালো ভেরা, ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ এই কাজলটি সারা দিন আপনার চোখকে ফ্রেশ রাখবে
  • এটি চোখের ইনার লাইন এবং আউটার লাইন (top 6 kajal eyeliner pencil for bengali women), দুই লাইনেই ব্যবহার করতে পারেন।

এল ১৮ আই ড্রামা কাজল

  • ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ, ১২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকে
  • ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর্মুলা, সুতরাং চোখে লাগিয়ে ফেলুন নির্দ্বিধায়
  • টুইস্ট আপ ফর্মুলা, যেটি ওয়াটার লাইন এবং চোখের পাতা, দুই জায়গাতেই লাগানো যাবে

জেট সেট কাজল আইলাইনার – নয়্যার

  • সেমি ম্যাট ফিনিশ
  • টেকসই
  • স্মাজ ও ওয়াটারপ্রুফ
  • দারুণ কালার পে-অফ
  • চোখের ওয়াটারলাইনের জন্যও সুটেবল (top 6 kajal eyeliner pencil for bengali women)
  • এটি সব ধরনের স্কিনটোনের জন্য উপযুক্ত। সব রকম স্কিনটোনেই দারুণ লাগে।  

ল্যাকমে আইকনিক কাজল

  • এর টুইস্ট আপ এবং স্মাজ প্রুফ আপনাকে একটানা গাঢ়, লম্বা লাইন টানতে সাহায্য করবে
  • এর ওয়াটারপ্রুফ ফর্মুলা প্রায় ২২ ঘণ্টা টিকে থাকতে পারে
  • এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অর্থাৎ চোখের কোনওরকম ক্ষতি করবে না
  • শার্পনার দিয়ে শার্প করার কোনও প্রশ্ন নেই, কারণ এটি টুইস্ট করে খুলতে হয়
  • চোখের ওয়াটারলাইনে এবং চোখের পাতার উপরে, দুই জায়গাতেই ব্যবহার করা যায় এটি

কালারবার জাস্ট স্মোকি কাজল

  • এটির ম্যাট এবং স্মোকি ফিনিশ এবং ভেলভেটের মতো স্মুদ টেক্সচার একটানেই আপনার চোখের রূপ পাল্টে দেবে
  • এটি ওয়াটারপ্রুফ এবং নন-ট্রান্সফারেবল, সকালে লাগালে সন্ধে পর্যন্ত নিশ্চিন্ত (top 6 kajal eyeliner pencil for bengali women)
  • আই লাইনার, কাজল এবং আই শ্যাডো, তিনভাবেই ব্যবহার করা যেতে পারে

জেট সেট আইজ কাজল আইলাইনার – ব্লিউ

  • সেমি ম্যাট ফিনিশ
  • টেকসই
  • স্মাজ ও ওয়াটারপ্রুফ
  • দারুণ কালার পে-অফ
  • চোখের ওয়াটারলাইনের জন্যও সুটেবল
  • এটি সব ধরনের স্কিনটোনের জন্য উপযুক্ত। সব রকম স্কিনটোনেই দারুণ লাগে।  
https://bangla.popxo.com/article/various-uses-of-lip-balm-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

29 Oct 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT