আপনার বিয়েতে (Wedding) কোন কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ? ভালো খাবার? সেটা তো থাকতেই হবে। দারুণ শাড়ি আর ড্রেস। অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু বিয়ে (Wedding) বলে কথা। একটু নাচগান না হলে কি আর ভালো লাগে। তাই আমাদের দরকার সেরা কয়েকটা গান যেগুলো বিয়ে থেকে শুরু করে রিসেপশান পর্যন্ত বাজানো যায়। বিয়ের এতরকম ছোটখাট কাজ থাকে যে গানের লিস্ট তৈরি করার কথা মাথায় থাকে না। আর তাই গান বাছার কাজটা আপনি সবার শেষে করেন। আপনার কাজ কিছুটা কমিয়ে দিতে হাজির হয়েছি আমরা। বেছে বেছে দারুণ কয়েকটা গান আমরা নিয়ে এসেছি আপনার বিয়ের জন্য। একবার শুধু গানগুলো বাজানোর অপেক্ষা। তারপর দেখবেন প্রত্যেকে নাচতে শুরু করে দিয়েছে।
আরো পড়ুনঃ সর্বকালের সেরা কয়েকটি বাংলা গান
বর বউয়ের যৌথ পারফরমেন্সের জন্য
মেহেন্দি বলতেই আপনার মাথাতে দুটো গানের কথা আসবেই। এক হচ্ছে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের সেই বিখ্যাত গান, “মেহেন্দি লাগাকে রাখ না” আর জুবেইদার সেই মিষ্টি গান, “মেহেন্দি হ্যায় রচনেওয়ালি”। কি তাই তো? এই দুটোই ভাবছেন তো? আমাদের কাছে আরও ভালো প্ল্যান আছে। আমরা বলছিনা এই গানদুটো ভালো না। কিন্তু এক গানগুলো এতবার এতগুলো বিয়ের অনুষ্ঠানে বাজানো হয়েছে যে এই দুটো গান বাজালে আর কারো ভালো লাগবে না। আপাতত এই গানদুটো না বাজিয়ে এমন কিছু গান বাজান যা নতুন, এবং যে গানগুলো সাম্প্রতিক সময়ে প্লেলিস্টে ধামাকা করে দিয়েছে।
সোনাক্ষি সিনহাকে এক অন্য অবতারে দেখা গেছে এই গানে। আপনিও দেখিয়ে দিন আপনার সুপার সোয়াগ। দেখবেন সবাই মনে রাখবে আপনার এই নাচ।
এই মেহেন্দির গানগুলো আপনার জন্য একদম আদর্শ হবে। আপনার সঙ্গে আপনার প্রিয় বন্ধু আর বান্ধবীদেরও ডান্স ফ্লোরে আসতে বাধ্য করবে। উর্বশী রাউতেলাকে দেখুন আর তার নাচের স্টেপগুলো অনুসরণ করুন। আপনার স্টার অফ দা নাইট হওয়া কেউ আটকাতে পারবে না।
এমন একটা ভাংরা গান বিয়ের গানের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই গানটা শুনলেই আপনি নাচতে শুরু করবেন। নাচের জুতো পায়ে গলিয়ে নিন আর দারুণ মজা আর আনন্দ করতে করতে নাচতে থাকুন।
সম্প্রতি এই গান যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না। তাই এই গান কেনই বা বাদ দেবেন বিয়ের গানের তালিকা থেকে? এই গানটি আবার রিক্রিয়েট করেছে টনি কক্কর। আর এই পেপি গানের সঙ্গে কোমর না দুলিয়ে থাকা জাস্ট অসম্ভব।
বিয়ের মূল আকর্ষণ হল দুই তারকা। বর ও কনে। তাই তারা যদি আনন্দ না পায় তাহলে আপনার আর আমার ধেই ধেই করে নেচে কি লাভ? একটা কাপল ডান্স না হলে কি আর মজা হয়? আপনি আপনার হবু বর বা বউয়ের সঙ্গে রোম্যান্টিক গানের সঙ্গে নাচতে পারেন। আবার দারুণ এনার্জি আছে এমন গানের সঙ্গেও ডান্স ফ্লোর পুরো কাঁপিয়ে দিয়েও নাচতে পারেন। দুই রকমের গানই আছে আমাদের ঝুলিতে। একবার উঁকি মেরে দেখে নিন।
বাদশার র্যাপ আর আকর্ষণীয় কণ্ঠস্বরে গাওয়া এই গান আজকের প্রজন্মের বর বউয়ের ফেভারিট গান। আমরা জানি এই গানটা আপনারও খুব পছন্দের। কেমন করে নাছবেন, তার স্টেপসগুলো ভেবে রেখেছেন তো?
কোনও বিয়েই হানি সিংয়ের গান ছাড়া সম্পূর্ণ হয় না। এর যে পুরনো ভারসান যেটা সুখবির গেয়েছিল সেটাও খুব জনপ্রিয় হয়েছে। হানি সিং এই গানটাই নতুন করে গেয়েছেন নিজের স্টাইলে। আর হানি সিং যখন কোনও গানে নিজের স্টাইল যোগ করেন তখন সেটা যে কি পরিমাণ ভালো হয় তার প্রমাণ তো আপনি আগেই পেয়েছেন তাই না?
এই গানটা একটু স্লো। কিন্তু দারুণ গান আর খুব মজার গান। হবু বর এই গানতা গাইতেই পারেন তার হবু গিন্নির জন্য যে তুমি আমার রানি হয়ে আমার বাড়িতে এলে আমি তোমার জন্য তাজমহল তৈরি করে দেব! কি মিষ্টি তাই না?
রোম্যান্টিক আর স্লো মুডের গান। কিন্তু ভীষণ ভালো এই গান। বর বউ যদি বেশি লম্ফঝম্প করতে না চায় তাহলে হাল্কা কাপল ডান্সের জন্য এই গান আদর্শ। সত্যি বলতে কি হবু বরের সঙ্গে এই গানের আমেজে হারিয়ে যাওয়ার মজাই আলাদা।
যারা একটু আবেগপ্রবণ তাদের এই গান বেশ পছন্দ হবে। যদিও ধুম ধারাক্কা গানের তালিকায় এটা একটু ধীর লয়ের। তবু যার সঙ্গে সারা জীবন কাটাতে যাচ্ছেন তার সঙ্গে এই মৃদু মধুর গান বেশ ভালোই লাগবে।
ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এই গান তৈরি হয়েছে। এর সাথে আপনি কাপল ডান্স করুন আবার কনে একাও তার প্রিয়জনের প্রতি আবেগ দেখানোর জন্য এই গানের তালে তালে নাচতে পারেন। কনটেমপোরারি ডান্স স্টাইল নাচ এই গানের সঙ্গে খুব ভালো লাগবে।
ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিতে চান? তাহলে বিয়েবাড়ির গানের তালিকায় অবশ্যই রাখবেন এই গানটি। আর মজার কথা কি জানেন, রস্কে কমরের সঙ্গে আদতে কোমরের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আসলে এর মানে হল চাঁদের মতো প্রেমিকা।
এই গানের কথায় আছে জাদু। যে সব কাপল ধীর লয়ের গান পছন্দ করেন তারা এটা বেছে নিতে পারেন অনায়াসে।
শানদার ছবির গুলাবো গানটা যত বেশি জনপ্রিয়, ততটা এই গান নয়। তবে সময় পেলে একবার এই গানটা শুনে দেখবেন। একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে করবে আর এই গানটা আপনি বিয়ের গানের তালিকায় না রেখে পারবেন না।
বন্ধু বান্ধবদের ছাড়া বিয়েবাড়িতে কোনও প্রাণ থাকে না। আপনার সবচেয়ে কাচের বান্ধবীরা তো সেই কবে থেকে হা পিত্যেশ করে বসে আছে আপনার বিয়েতে প্রাণ খুলে নাচবেন বলে। তাদের নিরাশ করা কি ঠিক হবে বলুন? তারা যাতে জমিয়ে নাচতে পারে তার জন্য আমরা এই গানগুলো নিয়ে এসেছি।
মিষ্টি মিষ্টি সুন্দরী মেয়েরা তাদের সবচেয়ে সুন্দর লেহেঙ্গা পরে আসবে আর ক্যাটরিনা কাইফের মতো নাচবে এর চেয়ে ভালো দৃশ্য কি কোনও বিয়েবাড়িতে হতে পারে? একদম পিকচার পারফেক্ট যাকে বলে।
কিছুটা লটকা আর কিছুটা ঝটকা, আর এই দুটো মিলিয়ে তৈরি হবে দারুণ কম্বিনেশান। আর এই গানের যা বিট একবার চালিয়ে দিলে সবাই নাচতে চলে আসবে দৌড়ে দৌড়ে। তখন কে কার বান্ধবী আর কে কার কাকিমা সেটা আলাদা করা যাবে না।
খুব মিষ্টি সুর এই গানটার। প্লাস একটা মারাঠি টাচ একে আরও পেপি করে তুলেছে। কিন্তু ই গান আপনাকে নাচিয়ে ছাড়বে।
আপনি আপনার বিয়ে নিয়ে যতটা এক্সাইটেড ততটা আপনার বোনও এক্সাইটেড থাকেন। আপনি যেমন ভাববেন বিয়ের দিন বা রিসেপশানের দিন কি পরবেন তিনিও তাই ভাবেন। আপনার শপিংয়ের সঙ্গী, আপনার ছোটবেলার সাথি আপনার আদরের বোনকে কি বাদ দেওয়া যায়। আর তিনি হচ্ছেন আপনার স্বামীর আধি ঘরবালি। তাই তাকে তো একটু ফুটেজ দিতেই হবে।
সেই সুইটহার্টের জন্য যে আবার আপনার প্রিয় বান্ধবীও বটে।
এই গানটা হচ্ছে এমন গান যেটা এখন সবার প্লেলিস্টে বাজছে। তাই বিয়ের অনুষ্ঠানে এরকম সুপারহিট গান রাখতেই হবে।
সবাইকে দেখিয়ে দিন, আপনি কত ভালো নাচতে পারেন।
এই গানটা খু-উ-উ-ব সুন্দর।
এই গানটা হল আউট অ্যান্ড আউট নাচের গান। কনের বোনের দারুণ লাগবে এই গান।
যে নাচুক আর না নাচুক, এটা আপনার দিন, আপনার বিয়ে। তাই আপনার নাচ সবার চেয়ে আলাদা হওয়া উচিৎ। আপনি যখন একা নাচবেন, সবার নজর যেন আপনার দিকে থাকে। ভুলে যাবেন না, যে মানুষটির সঙ্গে আপনি সারা জীবন থাকবেন সেও কিন্তু দর্শকের আসনে থাকবে!
দারুণ মজার গান। হবু বরকে ইম্প্রেস করার জন্য পারফেক্ট।
এই গানের একটা ফিল গুড ব্যাপার আছে। এই গানটা বিয়ের লিস্টে রাখবেন কিন্তু।
একদম নিউ এজ ওয়েডিং সং। দর্শকদের বলুন এই গানে আপনি পারফর্ম করলে হাতে টিস্যু পেপার রাখতে। চোখের জল আটকে রাখা দায় হবে যে।
অন্তর ছুঁয়ে যাওয়া এই রোম্যান্টিক গানে কনে যখন প্রাণ ঢেলে নাচবেন তখন তার থেকে চোখ সরানো যাবে না।
তালিকার মধ্যে সবচেয়ে রোম্যান্টিক গান।
এই গান কি বলে জানেন তো? মনের মানুষের কাছে এরকম আবদার করুন আর নাচতে থাকুন এই গানের সঙ্গে।
এই পাঞ্জাবি গান পুরো অনুষ্ঠান এক সুত্রে বেঁধে দেবে। আপনিও এই গানের হ্যাংওভার থেকে বেরোতে পারবেন না।
মিষ্টি কনেদের জন্য সেরা গান ।
এই গানে কনে একা নাচতে শুরু করবেন ঠিকই কিন্তু দেখবেন গুটিগুটি পায়ে একজন দুজন করে কনের সঙ্গে নাচতে শুরু করবেন।
এই গানটা শুনলে বুঝতে পারবেন এটা কনেদের কেন এত ফেভারিট।
বিয়ের আনন্দে পাঞ্জাবি তড়কা লাগাতে চাইলে এটাই হচ্ছে সেরা গান।
ককটেল পার্টিতে সবাই রিল্যাক্স করে, আর চায় ভালো ভালো গান বাজতে থাক। তার সঙ্গে অবশ্যই ভালো খাবার থাকতে হবে। সব মিলিয়ে দারুণ মুড জমিয়ে দিতে এমন কিছু গান দরকার যা শুনলে ডান্স ফ্লোরে আসা কেউ আটকাতে পারবে না।
একটু অন্য ধরণের এই পেপি গান শুনলে আপনিও ময়ুরের মতো নেচে উঠবেন।
এই গানটা সবার প্রিয় গান। তাই আপনি কেন খামোখা এই গান বাদ দেবেন।
পার্টি যখন চলছে তখন এই সুপারহিট পার্টি সং কি ভোলা যায়।
বাড়ির সবাই মিলে নাচার জন্য এই গান রাখতেই হবে লিস্টে।
এই গান মুক্তি পাওয়ার পরই সব বিয়েবাড়ির জান হয়ে গেছে।
মিষ্টি সুর আর দারুণ লিরিক, দুই মিলিয়ে এই গান জাস্ট ফাটাফাটি।
তিন বছর হয়ে গেছে এই গান মুক্তি পেয়েছে, এখনও দারুণ ফেভারিট এই গান। পেপি অ্যান্ড ক্যাচি, তরুন প্রজন্মের এই খুব পছন্দের এই গান।
এই ছবির মেহেরা পরিবারের মতো আপনিও পুরো পরিবারকে ডান্স ফ্লোরে নিয়ে আসুন।
এত ফাস্ট এই গান, এর সঙ্গে নাচ করার দারুণ মজা।
বিয়ে হয়ে গেছে, টেনশানও চলে গেছে। এবার আপনার মনের যে খুশি তাকে বাইরে বের করে আনুন। সবাইকে বলুন সাতপাকে বাঁধা পড়ে আপনি কত খুশি। বেছে নিন এই গানগুলো।
মনে আছে এই গানের সঙ্গে ক্যাটরিনার দুর্দান্ত কোমর দোলানো। একটু কপি করে নিন এই স্টেপ।
গানটা অন্যরকম, কিন্তু মিষ্টি রোম্যান্টিক। এই গানের সঙ্গে কাপল ডান্স খুব জমবে।
দুর্দান্ত কমপোজিশান। আর এই গানের তালের সঙ্গে নাচতেও ভালো লাগে।
হবু বর যদি রণবীর সিং হয় তাহলে আপনি কম কিসে? আপনিও বানী কাপুরের মতো মঞ্চ কাঁপিয়ে দিন এই গানে।
দারুণ মিষ্টি আর রোম্যান্টিক গান। নিজের ভালোবাসা ব্যক্ত করার জন্য আদর্শ এই গান।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!