আর ঠিক এক সপ্তাহ বাদে ভ্যালেন্টাইন ডে (Valentine’s Day)। যদিও প্রতিটা দিনই ভালবাসার জন্য উপযুক্ত, তবুও এই বিশেষ দিনে নিজের ভালবাসার মানুষটাকে কাছে পেতে, তাকে আপনি কতটা ভালবাসেন এবং তিনি আপনার জীবনের কতখানি গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা জানাতে তো ইচ্ছে করেই। তার সাথে প্রেমের বহিপ্রকাশ করার জন্য রয়েছে উপহার দেওয়া। অনেকেই যদিও এই ভালোবাসা দিবস সেলিব্রেট করার জন্য বেশ আগে থেকে প্ল্যান করে রাখেন, কিন্তু আপনাদের মধ্যে এরকম কেউ কেউও রয়েছেন যারা আমারই মতো, সবকিছু শেষ মুহূর্তে করতে পছন্দ করেন; কি তাইতো? এখনো উপহার কেনা তো দূরে থাক, কি উপহার কিনবেন ভালবাসার মানুষটির জন্য, সেটাই হয়ত ঠিক করে উঠতে পারেননি। চিন্তা নেই, এখানে ৫০টা উপহারের লিস্ট দিলাম, তাও আবার দামের সাথে, আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী কিনে ফেলুন ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day Gift Ideas For Him) আপনার ওনাকে দেবার জন্য।
Table of Contents
- ক্রিয়েটিভ এবং ইউনিক গিফট আইডিয়াস (Creative Valentine’s Day Gift Ideas)
- নিজের হাতে তৈরি করা গিফট আইডিয়াস (DIY Gifts For Valentine’s Day)
- রোম্যান্টিক গিফট আইডিয়াস (Romantic Gift Ideas For Valentines Day)
- প্রথম ভ্যালেন্টাইন্স ডে গিফট আইডিয়াস (First Valentine’s Day Gift Ideas)
- এমন কিছু গিফট যা আপনারা দু’জনেই ব্যাবহার করতে পারবেন (Valentine’s Day Gifts For Couples)
- কম খরচে ভ্যালেন্টাইন্স ডে গিফট আইডিয়াস (Affordable Valentine’s Day Gift Ideas)
ভ্যালেন্টাইন্স ডে-তে পাঠান সেরা প্রেমের কোটস
নিজের হাতে তৈরি করা গিফট আইডিয়াস
প্রথম ভ্যালেন্টাইন ডে গিফট আইডিয়াস
এমন কিছু গিফট যা দু’জনেই ব্যাবহার করতে পারবেন
কম খরচে ভ্যালেন্টাইন গিফট আইডিয়াস
ক্রিয়েটিভ এবং ইউনিক গিফট আইডিয়াস (Creative Valentine’s Day Gift Ideas)
আপনার প্রেমিক অথবা হাজব্যান্ড যদি শৌখিন হন, তাহলে আপনি এই গিফটগুলো থেকে আপনার পছন্দমত কিছু বেছে নিতে পারেন –
১। অ্যারোম্যাটিক বাথ বোম্ব
আপনার হাসব্যান্ড যদি স্নানের ব্যাপারে একটু খুঁতখুঁতে এবং শৌখিন হন, তাহলে ভ্যালেন্টাইন্স ডে-তে ওনাকে অ্যারোম্যাটিক বাথ বোম্ব উপহার (Valentines Day Gift Ideas For Husband) হিসেবে দিতে পারেন। নানা ফ্লেভারের এই ট্যাবলেটপগুলো ওনার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একদম পারফেক্ট। ইউক্যালিপ্টাস, ল্যাভেন্ডার, অরেঞ্জ, মিন্ট – নানা রকমের সুগন্ধে এগুলো পাওয়া যায়।
দাম (Price) – ১৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২। অ্যাভোকাডো ট্রি স্টারটার প্যাক
আপনার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড যদি খুব স্বাস্থ্যসচেতন একজন মানুষ হন, তাহলে ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) উপলক্ষ্যে এই উপহারটি (Gift) দিতে পারেন। বাড়িতেই অ্যাভোকাডো গাছ লাগানোর ব্যাবস্থা হয়ে যাবে আর আপনিও যে ওনার স্বাস্থ্য সম্বন্ধে ভাবেন, সেটাও ওনার জানা হয়ে যাবে।
দাম (Price) – ১৫০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩। উইশিং বল
উইশ করতে আমাদের মধ্যে কে না ভালবাসি, আর সেই উইশ যদি পূরণ হয়, তাহলে তো আর কথাই নেই! এই উইশিং বলে আপনার প্রেমিক (Valentines Day Gifts For Lover) তার ইচ্ছেগুলি লিখে রাখতেই পারেন।
দাম (Price) – ২০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪। নিউ ইয়র্ক টাইমস কাস্টম ফ্রন্ট পেজ পাজল
আপনার বয়ফ্রেন্ড যদি পাজল সল্ভ করতে পছন্দ করেন আর সবসময়েই বুদ্ধিতে শান দেন, তাহলে এটি আদর্শ উপহার (Valentines Day Gifts For Lover)। ভ্যালেন্টাইন্স ডে-র সন্ধ্যেবেলা আপনারা দু’জনে মিলে এই খেলাটা খেলতে পারেন, এতে একসাথে সুন্দর সময়ও কাটানো হবে।
দাম (Price) – ৩৬০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৫। লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ ল্যাম্প
সব কাপল যে একসাথে থাকে, তা নয়; অনেকেই আছেন যারা লং ডিস্ট্যান্স রিলেশনশিপে রয়েছেন। লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ ল্যাম্প একসাথে একজোড়া পাওয়া যায়। একটা আপনি রাখুন, আর একটা আপনার প্রেমিককে উপহার দিন।
দাম (Price) – ৬০০০ থেকে ১২০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৬। ডিপ সি স্যান্ড আর্ট
আপনার প্রেমিক (Boyfriend) কিম্বা বর যদি আর্ট ভালবাসেন, তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে-তে এই উপহারটি (Valentine’s Day Gift) ওনার জন্য একবারে পারফেক্ট। চোখ জুড়ানোর জন্য এই আর্ট পিসটির কোন জুরি নেই।
দাম (Price) – ৬১০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
নিজের হাতে তৈরি করা গিফট আইডিয়াস (DIY Gifts For Valentine’s Day)
কেনা উপহারের থেকে নিজের হাতে তৈরি উপহারের দাম অনেক বেশি, কারন তাতে আপনার ভালবাসার ছোঁয়া লেগে থাকে; আর ভালবাসার মানুষটিকে (Lover) নিজের হাতে তৈরি করা উপহার দেবার জন্য প্রেম-দিবসের থেকে ভালো উপলক্ষ্য আর কিই বা হতে পারে!
৭। চকলেট কাপকেক
কাপকেক খেতে ভালবাসেনা এমন মানুষ আছে বলে তো আমার জানা নেই। আপনাদের প্রেমকে আরও মধুর করতে চকোলেট কাপকেক বানিয়ে উপহার (Valentines Day Gifts For Lover) দিন ওকে।
৮। লাভ লেটারস
আজকের এই বোতামটেপার যুগে হাতে লেখা প্রেমপত্র পেলে মনে হয় আপনার প্রেমিক খুশিই হবেন।
৯। হাতে লেখা কবিতার বই
আপনি যদি কবিতা লিখতে পারেন, তাহলে নিজের হাতে লেখা কবিতা (অবশ্যই ওনার জন্য) ভ্যালেন্টাইন্স ডে-তে উপহার (Valentines Day Gift Ideas For Boyfriend) হিসেবে দেওয়াই যেতে পারে। এতে কিন্তু আপনাদের ভালবাসা অমর হয়ে থাকবে।
১০। আগামী এক বছরের ডেট নাইট প্ল্যানার
দু’জনে মিলে আগামী এক বছর কি কি করবেন, কোথায় কোথায় ডেটে যাবেন, সেটার একটা প্ল্যানার তৈরি করে ওনাকে দিন।
১১। হার্ট শেপ ব্ল্যাঙ্কেট
আপনার যদি হাতের কাজে আগ্রহ থাকে, তাহলে বাজার থেকে কাপর কিনে নিজের হাতে তৈরি হার্ট শেপের একটা ব্ল্যাঙ্কেট দিতে পারেন উপহার (Valentines Day Gift Ideas For Boyfriend) হিসেবে। এটা কিন্তু পরেও কাজে লাগবে।
১২। সারপ্রাইজ বাস্কেট
আপনার ভালবাসার মানুষটি যে জিনিশগুলো পছন্দ করেন, সেগুলো একটা সুন্দর বাস্কেটে ভরে সুন্দর করে র্যাপ করে ওনাকে এই ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) গিফট করতে পারেন। এতে উনিও বুঝবেন যে আপনি ওনাকে কতটা ভালো করে চেনেন।
রোম্যান্টিক গিফট আইডিয়াস (Romantic Gift Ideas For Valentines Day)
ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) মানেই কিন্তু “বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা”… তাই আপনাদের মধ্যেকার রোম্যান্স আরও বাড়িয়ে তুলতে এই গিফটগুলো (Gift) দিতে পারেন আপনার বয়ফ্রেন্ড (Boyfriend) বা হাজব্যান্ড কে।
১৩। রিং হোল্ডার
আপনার বরের (Husband) যদি ছোটখাটো জিনিস যেমন আংটি হারিয়ে ফেলার স্বভাব থাকে, তাহলে এই সুন্দর দেখতে রিং হোল্ডারটি কিন্তু ওনাকে দিতে পারেন।
দাম (Price) – ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
১৪। হিজ অ্যান্ড হার বেডশিট
বিছানাতে কোনটা কার সাইড, সেটা নিয়ে ঝামেলা লেগে থাকলে, এই বেডশিটটা একেবারে উপযুক্ত। আর যদি সে সমস্যা নাও থাকে, তাহলেও কিন্তু বেশ মজা করার জন্য এই উপহারটা আপনি দিতেই পারেন।
দাম (Price) – ৩০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
১৫। লাভ বেলুন
আপনার প্রেমিক (Lover) কিম্বা হাজব্যান্ড যদি ছিমছাম থাকতে পছন্দ করেন তাহলে তার জন্য বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতে পারেন। ডেকোরেশনের জন্য কিনে নিন লাভ বেলুন।
দাম (Price) – ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
১৬। হার্ট শেপ কফি মগ
কেউ চা পছন্দ করেন আবার কেউ কফি। তা আপনার উনি যদি কফি পারসন হন, তাহলে ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) উপলক্ষ্যে হার্ট শেপ কফি মগ উপহার দিতে পারেন। যখনি কফি মগে চুমুক দেবেন, আপনার কথাই মনে পড়বে।
দাম (Price) – ১৫০০ থেকে ১৭০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
১৭। শেভিং সেট
এটা প্রতিটি ছেলের প্রয়োজন। আপনার প্রেমিক (Boyfriend) ঠিক কীরকম জিনিস পছন্দ করেন, তা নিশ্চই আপনার জানা। তাহলে একটা ভালো দেখে শেভিং সেট আপনি উপহার (Gift) দিতেই পারেন।
দাম (Price) – ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
১৮। ‘ডোন্টস ফর হাজব্যান্ডস’
অনেক তো আদর্শ বউ হয়ে ওঠার কথা শুনেছেন, এবারের ভ্যালেন্টাইন্স ডে-তে বরকে ‘ডোন্টস ফর হাজব্যান্ডস’, এই গাইডবুকটি দিন উপহারে।
দাম (Price) – ৪০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
প্রথম ভ্যালেন্টাইন্স ডে গিফট আইডিয়াস (First Valentine’s Day Gift Ideas)
আরে বাহ! নতুন নতুন প্রেম এসেছে জীবনে? তা বেশ ভালো কথা। তো, ঠিক করেছেন প্রথমবার প্রেমিককে কি উপহার দেবেন ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day)? জীবনের ‘প্রথম’ সবকিছুই খুব স্পেশ্যাল হয়, তাই প্রথম প্রথম ভ্যালেন্টাইন্স ডে-ও স্পেশ্যাল হওয়া উচিত। রইল কিছু গিফটিং আইডিয়াস –
১৯। নিয়ন লাভ লাইট
লাভ (love) লাইফ ঝলমলে করে তুলতে নিয়ন লাভ লাইট একটা ভালো উপহার (gift)। যদিও ব্যাপারটা একটু চকমকে, তবুও, চকমকেই তো ভালো, তাই না?
দাম (Price) – ১০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২০। এলি স্টুল
দাম (Price) – ৮০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২১। নেটফ্লিক্স অ্যান্ড চিল মোজা
দাম (Price) – ২০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২২। মেন গ্রুমিং কিট
দাম (Price) – ৩০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২৩। নটিকা পারফিউম
দাম (Price) – ২০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২৪। ফাস্টট্র্যাক ঘড়ি
দাম (Price) – ১০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
এমন কিছু গিফট যা আপনারা দু’জনেই ব্যাবহার করতে পারবেন (Valentine’s Day Gifts For Couples)
২৫। ডুয়াল আম্ব্রেলা
দাম (Price) – ১৫০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২৬। ‘দ্য রিয়েল বস’ বেডশিট
দাম (Price) – ৫০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২৭। মুভি নাইট সেট
দাম (Price) – ১৫০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২৮। মিল্ক চকলেট চিলিস
দাম (Price) – ৭০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
২৯। ব্লুটুথ স্পিকার
দাম (Price) – ৯০০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩০। ছোট্ট একটা রোড ট্রিপ
ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) ছোট্ট একটা রোড ট্রিপ করে আসতে পারেন দু’জনে মিলে। একটু অন্যরকম ভাবে না হয় সেলিব্রেট করলেন দিনটা।
কম খরচে ভ্যালেন্টাইন্স ডে গিফট আইডিয়াস (Affordable Valentine’s Day Gift Ideas)
২০০ টাকার নিচে ভ্যালেন্টাইন্স গিফট (Valentine’s Day Gifts Under Rs/- 200)
৩১। হেয়ার ক্রিম
দাম (Price) – ১৮০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩২। ফোন কভার
দাম (Price) – ১৮০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩৩। পার্কার পেন ও সুইস নাইফ সেট
দাম (Price) – ২০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩৪। সেলফ মোটিভেটিং বই
দাম (Price) – ১৭৪ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩৫। ফিটনেস ব্যান্ড
দাম (Price) – ১৬০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩০০ টাকার নিচে ভ্যালেন্টাইন্স গিফট (Valentine’s Day Gifts Under Rs/- 300)
৩৬। বিয়ার্ড শেপার
দাম (Price) – ২৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩৭। হার্ট শেপ মিউসিক স্প্লিটার
দাম (Price) – ২৫০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩৮। লাগেজ ট্যাগ
দাম (Price) – ২৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৩৯। ব্রুচ
দাম (Price) – ২৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪০। সেলফ ম্যাসাজার
দাম (Price) – ২৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪১। দ্য আল্টিমেট পকেট টুল
দাম (Price) – ২৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৬০০ টাকার নিচে ভ্যালেন্টাইন্স গিফট (Valentine’s Day Gifts Under Rs/- 600)
৪২। ‘নো ভ্যাকেশন ব্লু’ ফোন কভার
দাম (Price) – ৪৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪৩। হার্ট চেঞ্জিং লাভ মগ
দাম (Price) – ৫৬৫ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪৪। বিয়ার্ড ক্যাচার
দাম (Price) – ৫০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪৫। ক্যালেন্ডার ওয়াল স্টিকার
দাম (Price) – ৫০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪৬। সুপারহিরো অ্যাপ্রন
দাম (Price) – ৫৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪৭। হার্ট শেপ গ্লাস আর চামচের সেট
দাম (Price) – ৫৯৯ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
১০০০ টাকার নিচে ভ্যালেন্টাইন্স গিফট (Valentine’s Day Gifts Under Rs/- 1000)
৪৮। ন্যাপ পিলো
দাম (Price) – ৯০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৪৯। টাই
দাম (Price) – ৮০০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
৫০। কাফ্লিঙ্কস
দাম (Price) – ৮৫০ টাকার মধ্যে।
এখান থেকে কিনতে পারেন।
এতকিছু গিফট দেবার সাথে কিন্তু বলতে ভুলবেন না যে আপনি ওকে কতটা ভালবাসেন। আপনাদের ভালবাসা দিন দিন আরও গভীর হোক, POPxo Bangla-র তরফ থেকে সেই শুভেচ্ছাই রইল!
ছবি সৌজন্যে: Prezzybox, Bigsmall.in, Uncommon Goods, Nykaa, Amazon, Flipkart, YouTube
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
হিন্দিতে সেরা ভালোবাসা দিবস উপহার