Natural Care

প্রাচীন ভারতের ২০টি বিউটি টিপস, যা ত্বক-চুল ঝলমলে করতে দৈনন্দিন রূপচর্চায় কাজে আসে আজও!

Parama Sen  |  Jan 30, 2020
প্রাচীন ভারতের ২০টি বিউটি টিপস, যা ত্বক-চুল ঝলমলে করতে দৈনন্দিন রূপচর্চায় কাজে আসে আজও!

যতই চিন-কোরিয়া-জাপান-ইজিপ্ট বলে আদিখ্যেতা করুন না কেন, রূপচর্চায় আমাদের ভারতও কিছু কম যায় না! গুনে-গুনে এতগুলো বিশ্বসুন্দরীর জন্ম দিয়ে দিলুম আমরা, সেখানে চিনা-জাপানিরা ক’টা দিয়েছে শুনি? আর এত কিছু তো আর এমনি-এমনি হয়নি, বিদেশি কোম্পানির রুজ-পমেটম মেখে হয়নি, হয়েছে প্রাচীন ভারতীয় (ancient India) কিছু রূপচর্চার রহস্য (beauty secrets) মেনে। আমাদের দেশের আয়ুর্বেদ, পুরনো জড়িবুটি দিয়ে তৈরি নানা রূপটান যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তা হলেই দাগছোপহীন, ঝলমলে ত্বকের অধিকারিণী হওয়া সম্ভব। আর এই সঠিকভাবে ব্যবহারের রহস্যই আমরা ফাঁস করছি এই প্রতিবেদনে। এখানে ১০টি উপাদানের ২০টি বিউটি টিপসের কথা বলব আমরা, যেগুলি আমাদের খুবই পরিচিত, কিন্তু ত্বকের নানা সমস্যা সমাধানে প্রাচীনকাল থেকে কীভাবে ব্যবহৃত হয়ে আসছে এগুলি এবং আপনারাই বা কীভাবে সেগুলিকে নিজেদের রূপ রুটিনের অবিচ্ছেদ্য অঙ্গ করে ফেলতে পারেন, জেনে নিন এখানে… 

১. মুলতানি মাটি

Shutterstock

যাঁরা একটুআধটুও রূপচর্চা করেন, তাঁরা সকলেই মুলতানি মাটির নাম শুনেছেন। সস্তা অথচ গুণে ভরপুর এই উপাদানটি আমাদের দেশে রূপচর্চার জন্য নানা ভাবে ব্যবহার করা হয়। এটি প্রাকৃতিক স্ক্রাবার এবং ক্লেনজার, আবার ফেস প্যাকের ক্যারিয়ার হিসেবেও এর ব্যবহার আছে। কিন্তু জানেন কি, ব্রণজনিত দাগ এবং কালো স্পট দূর করতে মুলতানি মাটি ব্যবহার করতেন প্রাচীন ভারতীয় সুন্দররীরা? 

২. টক দই

Shutterstock

এই উপাদানটিও অনেক ঘরোয়া রূপটান তৈরিতে এবং ঘরোয়া চিকিৎসায় কাজে লাগানো হয় আমাদের দেশে। টক দই আসলে জিঙ্কে ভরপুর, যা ত্বকের অনেক সমস্যায় কাজে আসে।

আরও পড়ুন: ত্বক কোমল রাখতে বা অ্যাকনে দূর করতে বহুকাল ধরেই চলে আসছে ক্যালেন্ডুলার ব্যবহার

৩. চন্দন গুঁড়ো অথবা বাটা

Shutterstock

নানা ধরনের ফেস প্যাক থেকে শুরু করে মুখের দাগছোপ দূর করতে চন্দনবাটার ব্যবহারও অনেকদিন ধরেই চলে আসছে। সাদা এবং লাল, দুই ধরনের চন্দনই রূপচর্চার কাজে লাগে। চন্দনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কথা তো সকলেই জানেন। এর পাশাপাশি এটি শরীরের রক্ত সঞ্চালনও স্বাভাবিক রাখে, ফলে দূষিত রক্ত বেশিক্ষণ শরীরে থেকে ত্বকের বারোটা বাজাতে পারে না।

৪. মধু

pixabay

মধু খেতে ভাল, লাগাতে ভাল, পকেটের পক্ষেও ভাল। অবশ্য আজকাল বাজারে নানা কোয়ালিটির মধু পাওয়া যায়, যেগুলির মধ্যে খাঁটি মধু কোনটা, সেই সম্পর্কে আগে থেকে জেনেবুঝে নেবেন। মধু ত্বককে আর্দ্র রাখে দীর্ঘক্ষণ। এটি ফেস প্যাকের ক্যারিয়ার হিসেবেও ভাল কাজ করে।

৫. বেসন

Shutterstock

এই বেসন হচ্ছে এমন একটি উপাদান, যা দিয়ে ত্বকের বিভিন্ম সমস্যার সমাধান করা সম্ভব। ত্বক উজ্জ্বল (glowing skin) করতে, ট্যান দূর করতে, ত্বকে জমা মরা কোষ দূর করতেও বেসনের জু়ড়ি মেলা ভার। দেখে নিন, প্রাচীন ভারতে আরও কী-কী ভাবে এই উপাদানটিকে কাজে লাগানো হত রূপচর্চায়…

আরও পড়ুন: জেনে নিন, নানা ধরনের অ্যাকনে বা ব্রণ কেন হয় এবং তাদের ঘরোয়া সমাধানই বা কী

৬. আমলকী

pixabay

আমলকী, রিঠা, শিকাকাই, চুলের যত্নে এই তিনটি ভারতীয় উপাদানের কথা আমরা সকলেই জানি। তার মধ্যে আমলা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এটিই আসল ক্যারিয়ার। আমলকী ভিটামিন সি-এর গুণে ভরপুর, যা চুলের নানা সমস্যার চটজলদি সমাধান করতে সক্ষম।

৭. তুলসি পাতা

pixabay

ভগবান নারায়ণের সঙ্গে তুলসির বিয়েও হয়েছিল। তাই তুলসি পবিত্র। তুলসি পাতা পুজোয় লাগে। কিন্তু রূপচর্চাতেও প্রাচীনকালে তুলসিপাতা ব্যবহার করা হত। এই অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ এবং অ্যাস্ট্রিনজেন্ট ত্বকের নানা সমস্যা দূর করতে কাজে আসে।

৮. জাফরান

pixabay

সত্যি কথা বলতে গেলে, এটি একটি লাক্সারি জড়িবুটি। কারণ, জাফরান বেশ মহার্ঘ্য। তবে একটি লাগেও এক চিমটি। কারও ত্বক ঝলমলে করে তুলতে জাফরান এতটাই উপকারী যে একটু বেশি পয়সা খরচ করেও এটি ছোট এক শিশি কিনে বাড়িতে রেখে দিন।

৯. হলুদ

pixabay

হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের কথা আমরা অনেকেই জানি। কিন্তু জানেন কি, প্রাচীন ভারতে ফাটা গোড়ালি সারাতে, বলিরেখা কমাতে ও স্ট্রেচ মার্কস দূর করতেও ব্যবহার করা হত এটি?

১০. নিমপাতা

Shutterstock

নিমপাতা খেতে তেতো হতে পারে, কিন্তু আপনার ত্বকের দেখভালে এটি অমৃতের মতো কাজ করে! যদি কোনওভাবে নিমপাতাটি রোজ ত্বকের দেখভালে কাজে লাগাতে পারেন, তা হলে ত্বক নিয়ে আপনার আর কোনও সমস্যাই থাকবে না।

https://bangla.popxo.com/article/rice-flour-face-pack-for-skin-care-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From Natural Care