বলা হয় যে অন্যান্য অনেক কিছুর থেকে শব্দের শক্তি অনেক বেশি। কারন আপনি যদি পজিটিভ কথা (কোটস) বলেন তাহলে আপনি খুশি থাকবেন, আবার যদি আপনার সব কথাতেই অসন্তুষ্টি প্রকাশ পায়, তাহলে আপনার জীবনেও নেগেটিভিটি আসতে বাধ্য। আসলে কি বলুন তো, প্রতিটি মানুষের মধ্যে দু’ধরনের কোয়ালিটি থাকে, একটি তাকে ওপরের দিকে নিয়ে যায় এবং তাকে আমরা বলি পজিটিভ চিন্তন (Positive Quotes); আর অন্যটি তাকে নিয়ে যায় নিচের দিকে, জাকে আমরা বলি নেগেটিভ চিন্তন। পৃথিবীতে কখন কি ঘটবে, সেটা অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে, তবুও আমরা ভেবে মরি! কিছু করার নেই, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি. কিন্তু বরেণ্য এবং স্মরণীয় মনীষীরা এমন কিছু কথা (Positive Quotes In Bengali) বলে গেছেন যেগুলো মেনে চললে কিন্তু আমরা আরো একটু ভালো থাকতে পারি। চলুন না চেষ্টা করে দেখি!
আরো পড়ুনঃ প্রিয়জনকে পাঠান মনের মতন এই গুড মর্নিং মেসেজ গুলি
গৌতম বুদ্ধের ১৫টি বাণী যা জীবনে শান্তি নিয়ে আসবে
গীতার বাণী যা জীবনের সব প্রশ্নের উত্তর দেবে
মা সরদার কিছু বাণী যা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখাবে
জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগে এরকম ৫০টি পজিটিভ বানী (Everyday Life Quotes)
১। ভুল সেই করে যে চেষ্টা করে, বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁত খুজতে খুজতেই কেটে যায়।
২। যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদেরকে বলে কি হবে, কারন ভুলটা তো আমাকেই শোধরাতে হবে।
৩। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজনই ইতিহাস রচনা করতে পারেন, আর তাঁরাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পান না।
৪। গাছ লাগিয়ে তাতে জল দিলে যেমন গাছ মরে যায় সেরকমই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন, তা না হলে সম্পর্কও মরে যায়।
৫। জীবনযুদ্ধে নিজেকেই কৃষ্ণ হতে হয় আবার কখনো কখনো নিজেকেই অর্জুন হতে হয়।
৬। পৃথিবীর দুটো জিনিস আজও মাপা যায়নি – মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা।
৭। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যের প্রতি ঈর্ষা প্রকাশ করা হয় (পজিটিভ বানী)।
৮। ভগবান আমাদেরকে ব্ল্যাঙ্ক চেকের মতো করে পৃথিবীতে পাঠিয়েছেন। নিজগুণ এবং যোগ্যতার আধারে আমাদের মুল্য নির্ধারিত হয়।
৯। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অব্ধি হয়ত মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁয়ে যায়।
১০। আমরা সবাই বুঝি কম, বোঝাই বেশি; সেই জন্যই আমাদের সমস্যা বেশি।
আরও পড়ুনঃ নারী দিবসের জন্য অভিনন্দন বার্তা
১১। কথা বলার ওপরে নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবেন কিনা।
১২। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার (Positive Quotes) ফুটতে পারে না, সেরকমই একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না।
১৩। আমাদের আশা আকাঙ্ক্ষাই সব দুঃখের কারন।
১৪। অন্যের খাবার ছিনিয়ে খাওয়ার থেকে খালি পেটে থাকাটা শ্রেয়।
১৫। যে বাড়িতে মেয়ে-বৌদের হাসির আওয়াজ পাওয়া যায়, সে বাড়িতে কোনোদিন বাস্তুদোষ পাওয়া যায়না।
১৬। দোষ সবারই থাকে, কারোটা জানা যায়না, কারোটা জানা যায়।
১৭। ছোট ছোট ব্যাপারে খুশি খুঁজে পাবার চেষ্টা করুন, দুঃখ তো এমনিই চলে আসে।
১৮। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো, দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ নাও পেতে পারেন (পজিটিভ বানী)।
১৯। যে পিতা কন্যাদান করেন, তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না।
২০। হীরে খুঁজতে চাইলে অন্ধকার প্রয়োজন, কারন আলোতে তো কাঁচের টুকরোও ঝকমক করে।
২১। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলেন যাতে আমরা সেই স্বপ্নপূরণ করতে পারি।
২২। পরপর ব্যর্থ হলেও হতাশ হবেন না, কখনো কখনো চাবির গোছায় থাকা শেষ চাবিটিও তালা খুলতে সাহায্য করে।
২৩। যে কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে, সেই কথাগুলিই (Quotes) কিন্তু পরে গিয়ে লজ্জা দেয়।
২৪। সবাই এখানে ভালোমানুষির মুখোশ পরে আছে। কে সত্যিকারের ভালো আর কে নয়, সেটা খোঁজা আপনার দায়িত্ব।
২৫। যারা আপনাকে হিংসা করে তাদের ওপরে কখনো রাগ করবেন না, কারন তাঁরাই একমাত্র বোঝেন যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে।
২৬। দুঃখ কিসের, প্রান খুলে হাসুন। সবার জীবনেই সমস্যা আছে। ভাল-খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবনের মানেই তো হল কখনো রোদ, কখনো বৃষ্টি।
২৭। পারলে জলের মতো হোয়ো, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও। পাথরের মতো অন্যের রাস্তা আটকে রেখোনা।
২৮। কেউ যদি তোমার দিকে ইট ছোড়ে সেটা দিয়ে বাড়ি বানিয়ো। তাহলেই তুমি সফল বলে পরিচিতি পাবে।
২৯। সমুদ্রে যেমন সব সময় ঝড় ওঠেনা, অনেকসময়েই সমুদ্র শান্ত থাকে; ঠিক সেরকমই সব দিন সবার খারাপ যায়না, কোন না কোনদিন ভালো যায়েই।
৩০। ভগবানের ওপরে ভরসা করে থাকলে, তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন (Positive Quotes); আর যদি নিজের ওপর ভরসা করেন, তাহলে আপনি যা চাইবেন ভগবান সেটাই লিখবেন।
৩১। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনই ছোট মনে হয়না।
৩২। যখন আপনি ভেতর থেকে একেবারে ভেঙ্গে পড়েছেন কিন্তু তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন, পৃথিবীর কোন শক্তি নেই যে আপনার মুখের হাসি কাড়তে পারে।
৩৩। নিজেকে একবার অন্যের জায়গায় বসিয়ে দেখুন, দেখবেন আপনি অন্যদেরকে যতটা খারাপ ভাবেন তারা ঠিক ততটা খারাপ না (পজিটিভ বানী)।
৩৪। একজন পিতা নিমগাছের মতো হন। হ্যাঁ নিমের পাতা হয়ত তেতো কিন্তু ছায়া সবসময়েই ঠাণ্ডা… ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়ত কখনো কখনো শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনিই সবসময়ে তোমার মাথায় ছাতা ধরে থাকেন।
৩৫। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলেন তারা মধুও বিক্রি করতে পারেন না, কিন্তু মিষ্টি মিষ্টি করে কথা বলে কেউ কেউ লঙ্কাও বেচে দেন।
৩৬। যে বা যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন, যে বা যা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না।
৩৭। বাড়ির দলিল খুব সাবধানে রাখে, কিন্তু মা-বাবার ওষুধের প্রেসক্রিপশনটা কোথায় যেন হারিয়ে ফেল।
৩৮। হাসি একটা অদ্ভুত জিনিস। যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায়, আর যে উপহার দেয় তার কিছুই ক্ষতি হয়না।
৩৯। সময় কখন কাকে কোন পরিস্থিতিতে এনে দাড় করায় কে বলতে পারে! এমনকি ভগবান রামচন্দ্রও তো জানতেন যে পরদিন তিনি সিনহাসন পাবেন, কিন্তু কি পেলেন? বনবাস!
৪০। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচায় পরাধীন।
৪১। এক মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয়না। কিন্তু কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়ত জীবনটাই বদলে যেতে পারে।
৪২। কাউকে দানে কখনো দুঃখ দিওনা, কারন দান করা জিনিস একদিন দশগুন হয়ে তোমার কাছেই ফেরত আসবে।
৪৩। আগুনে পুড়লে কেউ ছাই হয় আবার কেউ বা সোনা হয়।
৪৪। যে অন্যকে আনন্দ দেয়, ভগবান তার জীবন থেকে কোনোদিন আনন্দ কেড়ে নেন না।
৪৫। সত্যের পথে চলাটা ভালো, কম্পিটিশন কম।
৪৬। সবসময়ে যে প্রদীপের আলোতেই ঘর আলোকিত হয় তা না, বাড়ির মেয়েরাও কিন্তু ঘর আলোকিত করে।
৪৭। জল যদি মর্যাদা ভাঙ্গে তাহলে বিনাশ হয় কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙ্গে তাহলে সর্বনাশ হয়।
৪৮। তার জীবনই সার্থক যার মৃত্যুর পরেও সারা বিশ্ব তাকে মনে রাখে।
৪৯। আমাদের চোখ দুটো আর মুখ একটা কেন জানেন? যাতে আমরা একটা কথা বললে অন্তত দুটো কথা শুনি।
৫০। মন লাগানোর থেকে গাছ লাগানো ভালো, অন্তত অক্সিজেন আর ছায়া দেবে।
আরও পড়ুনঃ জীবনে ভালো থাকার পাসওয়ার্ড
গৌতম বুদ্ধের ১৫টি বাণী যা জীবনে শান্তি নিয়ে আসবে (Gautam Buddha Quotes On Life)
১। তুমি রাগী বলে তুমি শাস্তি পাওনা, তোমার রাগ তোমাকে শাস্তি দেয়।
২। তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন (Quotes), যার কাছে কিছুই নেই, তাকে সেখান থেকে কিছু হলেও দাও।
৩। যার শুরু আছে, তার শেষও আছে।
৪। তুমি যেটা চিন্তা করো, তুমি সেরকম আচরণ করো; তুমি যেরকম অনুভব করো, সেরকম কিছুই আকর্ষণ করো; তুমি যেরকম কল্পনা করো, সেরকম জিনিস তৈরী করো (Positive Life Quotes)।
৫। সত্যের পথ বড় কঠিন, সেখানে কেউই তোমার সঙ্গে থাকবে না, তোমাকে একই পথ চলতে হবে।
৬। বিন্দু বিন্দু জলে যেমন সাগর পূর্ণ হয় তেমনি একজন বিদ্বান ব্যক্তিও সব জায়গা থেকে অল্প অল্প জ্ঞান অর্জন করেই বিদ্বান হন।
৭। প্রতিদিনই একটা নতুন দিন।
৮। হাজারটা ফাঁকা কথার থেকে একটা কাজের কথা অনেক ভালো।
৯। সুখী হবার কোনো পথ নেই, সুখ নিজেই একটা পথ।
১০। যদি মনে হয় কোনো কাজ করা উচিত, সেটা মন-প্রাণ দিয়ে করো।
১১। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেষ করতে হয়।
১২। তিনটি জিনিস বেশিক্ষন লুকিয়ে রাখা যায়না – সূর্য, চন্দ্র আর সত্য।
১৩। শরীরকে সুস্থ রাখাটা আমাদেরই দায়িত্ব, তা না হলে মন সুস্থ থাকবে না।
১৪। মোক্ষলাভের জন্য অন্য কারও উপরে ভরসা করোনা, নিজের মোক্ষ নিজের কাছে।
১৫। যে ব্যাক্তি দশজনের সাথে সম্পর্ক রাখে তার দশরকমের সমস্যা, কিন্তু যে ব্যাক্তি নিজের কাজেই ব্যাস্ত থাকে তার সমস্যা কম।
আরো পড়ুনঃ গান্ধীজির কয়েকটি অনুপ্রেরনামূলক কোটস
গীতার বাণী যা জীবনের সব প্রশ্নের উত্তর দেবে (Bhagavad Gita Quotes)
১। অসৎ পথে চললে পরিনাম খারাপই হবে।
২। রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়, কিছু দেয়না।
৩। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে।
৪। কর্ম করে যাও, ফলের চিন্তা করোনা।
৫। যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড়ো শত্রূ।
৬। কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন।
৭। এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায়না।
৮। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন।
৯। নিজের প্রতি বিশ্বাস হারাবেনা।
১০। মৃত্যু তো নিশ্চিত, তাহলে শোক করছো কেন?
মা সরদার কিছু বাণী যা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখাবে (Maa Sarada Devi Quotes)
১। ভালোবাসায় (Love) সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কোনো কিছু করানো যায় না।
২। সৎসঙ্গে মেশো, ভাল হতে চেষ্টা কর, ক্রমে সব হবে।
৩। দয়া যার শরীরে নাই, সে কি মানুষ? সে তো পশু। আমি কখনও কখনও দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে।
৪। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, মা, আমার ভালবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে।
৫। যেমন ফুল নাড়তে-চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত্তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।
৬। যদি শান্তি চাও, মা, কারো দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার ক’রে নিতে শেখ, কেউ পর নয়, মা; জগৎ তোমার (Positive Quotes)।
৭। কাজ করা চাই বইকি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়।
৮। আমি সতেরও মা, অসতেরও মা (Positive Life Quotes)।
৯। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কি করে যে তাকে ভাল করতে হবে, তা বলতে পারে কজনে?
১০। যত বড় মহাপুরুষই হোক, দেহধারণ ক’রে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওঁরা যান হেসে হেসে–মৃত্যুটা যেন খেলা।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
আপনাকে জীবনে Motivation দেবে গীতার এই বাণীগুলি
মেয়েকে পাঠান কন্যা দিবসের সেরা কোটস এবং শুভেচ্ছা বার্তা
আধ্যাত্মিক কোটস ও স্ট্যাটাস যা মনে শান্তি আনবে