বিনোদন

ঘরের মেয়ে নুসরত জাহানের বিয়েতে স্পেশ্যাল উপহারের পরিকল্পনায় বসিরহাটবাসীরা!

Doyel Banerjee  |  May 31, 2019
ঘরের মেয়ে  নুসরত জাহানের বিয়েতে স্পেশ্যাল উপহারের পরিকল্পনায় বসিরহাটবাসীরা!

আর কিছুদিনের মধ্যেই ঘরের মেয়ে নুসরত জাহানের (Nusrat Jahan) বিয়ে (marriage)। আর তাই জোর কদমে তোড়জোর শুরু করে দিয়েছে বসিরহাট (Basirhat)। কারণ, সম্প্রতি লোকসভা ভোটে এখান থেকেই বিজয়িনী হয়েছেন। গ্ল্যামারাস নায়িকা ভোটের প্রচারের সময় সত্যিই ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। সাদামাটা পোশাকে বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে তাঁকে। পাড়ার চায়ের দোকানে চা খেয়েছেন, ওই অঞ্চলের সকলের সঙ্গে আপন জনের মতো কথা বলেছেন। বসিরহাট অঞ্চলের লোকজন নুসরতের এই ব্যবহারে মুগ্ধ। তাই তাঁকে শুধু ভোটে জিতিয়ে দিয়েই নিজেদের কর্তব্য সারছেন তাঁরা। যখন জানতে পারা গেছে আগামী ১৯শে জুন ইস্তানবুলে নুসরতের বিয়ে, তখনই অঞ্চলের মানুষ সিদ্ধান্ত নেন, নুসরতকে তাঁরা উপহার (gift) দেবেনই। 

নিজের কেরিয়ার সামলেও ভোটে জিতেছেন নায়িকা। আর তার পরেও বিয়ে করে সংসারী হতে চাইছেন, এই ব্যাপারটায় রীতিমতো গদগদ বসিরহাট অঞ্চলের মানুষ। এখানকার ২৮ বছরের গৃহবধূ নাসিরা নুসরতের ভক্ত। তিনি জানিয়েছেন, নুসরতের বিয়ে করার সিদ্ধান্তে তিনি খুশি। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটে জেতার পরেই আজমের শরিফ গিয়েছিলেন নুসরত। তাঁর এই পদক্ষেপও সকলের ভাল লেগেছে। 

বসিরহাটের মাজুমপুর অঞ্চলে আব্দুল খালেক মোল্লার বাড়ি এখন বিখ্যাত। কারণ, এখানেই কিছুদিন আগে মুড়ি আর সেদ্ধ ছোলা খেয়ে গেছেন নুসরত। আব্দুল বললেন, “আমাদের পক্ষে তো আর ইস্তানবুল যাওয়া সম্ভব নয়। তবে তার মানে এই নয় যে কোনও উপহার এখান থেকে যাবে না। আমরা প্রথমে বোনকে সোনার গয়না দেব বলে ভেবেছিলাম। পরে বাকি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়, নুসরতকে দেওয়া হবে একটি অত্যন্ত দামি সিল্কের শাড়ি।” আব্দুল খালেকের ১১ বছরের মেয়ে অনিশা পারভিন খুব উত্তেজিত নুসরতের বিয়ে নিয়ে। আনিশা আশা করে আছে, ইস্তানবুল না হলেও কলকাতায় নেমন্তন্ন পেলে সে অন্তত এই সুযোগ মিস করবে না। 

বসিরহাটের তরুণ প্রজন্ম যাঁরা, অর্থাৎ কলেজ পড়ুয়ারাও নুসরতে ভোটে জেতায় খুশি। তাঁরা চাইছেন দায়িত্ব নেওয়ার পর এই অঞ্চলের যেন আরও উন্নতি সাধন করেন নায়িকা। অনেক ছাত্র আশা রাখছেন নুসরতের বিয়ে শুধু তাঁর ব্যক্তিগত জীবন নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠবে আগামী প্রজন্মের কাছে। 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From বিনোদন