কলকাতা মানেই মিষ্টি (Dessert) আর বাঙালি মানেই তো মিষ্টিপ্রেমী। ফলে বুঝতেই পারছেন, বাঙালি আর কলকাতার সঙ্গে মিষ্টির (Dessert) সম্পর্ক চিরাচরিত। ভূরিভোজ যা-ই হোক না কেন, শেষ পাতে কিন্তু মিষ্টিটা (Dessert) চাই-ই চাই। আর সে রসগোল্লা হোক বা পান্তুয়া। পিঠে-পুলি তো আছেই! আবার কেক-পেস্ট্রি-পুডিংও দিব্যি চলতে পারে। আর কলকাতার (Kolkata) মানুষের মিষ্টিপ্রীতির কথা মাথায় রেখেই কলকাতায় (Kolkata) খুলেছে প্রচুর ক্যাফে আর বেকারি। শুধু ডেজার্ট (Dessert) সার্ভ করার জন্য। তাই এখানে রইল কলকাতার বিখ্যাত সব ডেজার্ট শপের (Dessert places) হালহদিশ।
আরো পড়ুনঃ কলকাতার কিছু সুস্বাদু কেক এর দোকান
Flurys
ডেজার্ট শপ (Dessert places) বলতেই সবার আগে Flurys-এর নামই উঠে আসবে। পার্ক স্ট্রিটের বিখ্যাত এই টি-রুম সেই ১৯২৭ সাল থেকে রয়েছে। সুইস দম্পতি মি. অ্যান্ড মিসেস J Flurys এটি প্রথম চালু করেছিলেন। এক কথায় একে কলকাতার (Kolkata) মানুষ ও খাদ্যপ্রেমীদের স্বর্গও বলা চলে! কেক, পেস্ট্রি আরও নানা ডেজার্ট (Dessert) সার্ভ করে Flurys। তবে এখানকার চকলেট ম্যুজ, ব্রাউনিজ, রাম বলস ট্রাই করার কথা বলেন ভোজনরসিকরা।
ঠিকানা- ১৮এ, পার্ক স্ট্রিট, কলকাতা- ৭০০০৭১ (এটা ছাড়াও আরও ১০টা আউটলেট রয়েছে)
ফোন নং- ০৩৩ ৪০০০ ৭৪৫৩
সময়- সকাল ৭:৩০ থেকে রাত ৯:৪৫
খরচ- ১৩৫০ টাকা (২ জনের)
প্যারিস ক্যাফে
কলকাতার ডেজার্ট শপগুলির (Dessert places) মধ্যে বিখ্যাত প্যারিস ক্যাফে। এই ক্যাফের মালিক শেফ স্নেহা সিঙঘি। প্যারিস ক্যাফেতে ঢুঁ মারলে অবশ্যই ট্রাই করবেন স্যান্ডউইচ আর তার সঙ্গে হট চকলেট, আইরিশ কফি। এদের বেস্টসেলিং কেকগুলির মধ্যে অন্যতম রেনবো কেক যার নাম দেওয়া হয়েছে Dream Come True। এ ছাড়াও দারুণ ওদের রেড ভেলভেট কেক। যেটা ২ রকমের হয়- বাটার ক্রিম আর ক্রিম চিজ।
আরও পড়ুনঃ বড়দিনের (Christmas) কেকের রেসিপি
ঠিকানা- ১/১ আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ, আইস স্কেটিং রিঙ্কের কাছে, বালিগঞ্জ (এটা ছাড়াও এদের আরও ৩টে আউটলেট রয়েছে)
ফোন নং- ৯৯০৩৯২০৩৮০
সময়- সকাল ৮:৩০ থেকে রাত ১১টা
খরচ- ১০০০ টাকা (২ জনের)
প্যারিস ক্যাফের ফেসবুক পেজের লিঙ্ক
Mrs Magpie
এই ছোট্ট কিউট ক্যাফে মিষ্টিপ্রেমীদের অত্যন্ত পছন্দের। বিশেষ করে যাঁরা ফ্যান্সি কাপকেক পছন্দ করেন। এখানে পেয়ে যাবেন, পি-নাট বাটার, সিনামন অ্যাপল, মার্শম্যালো, চেরি অ্যান্ড ক্রিম চিজ এবং আরও অনেক কিছু। পাশাপাশি পাবেন ক্যারামেল কাস্টার্ড, গ্র্যানোলা পট, ব্রাউনি- এ সবও।
ঠিকানা- ৫৭০, লেক টেরেস রোড এক্সটেনশন, কেয়াতলা, সাদার্ন অ্যাভিনিউ
ফোন নং- ৮৬৯৭৭৩১৪৯১
সময়- সকাল ৯টা থেকে রাত ১১টা
খরচ- ৫০০ টাকা (২ জনের)
মিসেস ম্যাগপাই ফেসবুক পেজের লিঙ্ক
কুকি জার
সেই ১৯৮৬ সাল থেকে কলকাতার (Kolkata) অন্যতম বিখ্যাত কুকি জার। পার্টির কেকের অর্ডার দেওয়ার জন্য এটা জনপ্রিয়। আর কোয়ালিটি অসাধারণ। এদের বেস্ট সেলিং ডেজার্টের (Dessert) মধ্যে রয়েছে- চকলেট ট্রাফল কেক, লেমন টার্ট, নাটি পিরামিড ও আরও অনেক কিছুই।
ঠিকানা- ৪২এ, রডন স্ট্রিট, ল্যুডন স্ট্রিট এলাকা (এ ছাড়াও আরও ৩টি আউটলেট রয়েছে)
ফোন নং- ০৩৩ ২২৮১ ৬৫৮৯
সময়- সকাল ৮টা থেকে রাত ১০টা
খরচ-৩৫০ টাকা (২ জনের)
পিক্যাডিলি স্কোয়ার
নিরামিষ ইউরোপিয়ান বিস্ত্রো হওয়া সত্ত্বেও মিষ্টিপ্রেমীদের কাছে দারুণ পপুলার। এদের রেসিপিগুলোতে ডিম থাকে না। তা সত্ত্বেও জিভে জল আনা স্বাদ। এমনকি ডেজার্টের (Dessert) জন্য় এরা বহু পুরস্কারও পেয়েছে। জনপ্রিয় ডেজার্টের (Dessert) মধ্যে রয়েছে বেলজিয়ান ওয়্যাফলস, প্যানকেকস আর ইটালিয়ান জিল্যাটো।
ঠিকানা- ১৫বি, শরৎ বোস রোড, এলগিন রোড
ফোন নং- ০৬২৯১৯ ০৫১৬৫
সময়- সকাল ৮টা থেকে রাত ১১টা
খরচ- ৮৮০ টাকা (২ জনের)
লিটল প্লেজারস
লিটল প্লেজারস হল বুটিক ফরাসি প্যাটিসরি। এদের সুগারক্র্যাফট কেক, ডেজার্ট, চকলেট দারুণ পপুলার। এদের কোয়ালিটি আর ক্রিয়েটিভিটি দারুণ। এদের সিগনেচার ডেজার্টের (Dessert) মধ্যে অন্যতম লেমন কেক. মল্টেন ব্রাউনি পাই, বেলজিয়ান চকলেট কেক এবং আরও অনেক কিছু।
ঠিকানা- ৮/১, ল্যুডন স্ট্রিট, ল্যুডন স্ট্রিট এরিয়া, ফার্স্ট ফ্লোরফোন নং- ০৩৩ ৩০৯৯ ০২৮৪
সময়- সকাল ১০টা থেকে রাত ৮টা
খরচ- ৩০০ টাকা (২ জনের)
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি এবং বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন