আপনি মেকআপ করতে পছন্দ করুন বা না করুন, যে বস্তুটি আপনার কাছেও নিশ্চয়ই আছে, সেটি হল কাজল পেনসিল। বাঙালি মহিলার চোখের জাদুতে কবি থেকে শুরু করে বলিউডি স্টার, সক্কলে কাত। সেই কবে জীবননানন্দ লিখে গিয়েছিলেন বনলতা সেনের পাখির নীড়ের মতো চোখের কথা…এই চোখ তো আর ভাই পুরোটা উপরওয়ালার দান নয়, বা অবাঙালিরা যেটা বলে ‘উয়ো তো মছলি খাকে মিলতা হ্যায়’, সেটিও নয়, এই চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা সকলেই ব্যবহার করি কাজল (Kajal) কিংবা আই পেনসিল (eye pencil)। কিন্তু কোন আই পেনসিল কিংবা কাজল আমার চোখের জন্য ভাল? যাঁদের চোখ ভাসা-ভাসা তাঁরা যে কাজল ব্যবহার করবেন, যাঁদের চোখ পটোলচেরা, তাঁরাও কি সেটা ব্যবহার করতে পারেন? কোন-কোন রংয়ের আই পেনসিল বাঙালি মেয়েদের (Bengali women) চোখে ভাল লাগবে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমরা আজ।
আই পেনসিল কিংবা কাজল কিনতে যাওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি…
কাজল কিংবা আই পেনসিল, যেটিই ব্যবহার করুন না কেন, তার অ্যাপ্লিকেশন পদ্ধতিটি একবার দেখে নিন। এটি সাধারণত প্রোডাক্টের উপরেই লেখা থাকে। যেটি ব্যবহার করতে আপনার সুবিধে, সেটিই কিনুন।
গায়ের রংয়ের উপর আই পেনসিলের কালার নির্ভর করে না। আপনি শ্যামবর্ণাই হোন কিংবা দুধে-আলতা, আপনার ইচ্ছে মতো যা খুশি রং কিনুন।
যাঁরা কর্মরতা, তাঁরা লং লাস্টিং আই পেনসিল কিনবেন। এগুলি সকালে লাগালে সন্ধে পর্যন্ত আপনার চোখে থাকবে।
বর্ষাকালের জন্য ওয়াটারপ্রুফ আই পেনসিল কিনতে পারেন।
যাঁরা ন্যাচারাল জিনিস পছন্দ করেন, তাঁরা অরগ্যানিক কোহল পেনসিল কিনুন।
মোটামুটি কয়েকটা বেসিক শেডের আই পেনসিল কিংবা কাজল আমাদের সকলের থাকা উচিত। কালো, খয়েরি, গাঢ় নীল, বটল গ্রিন, নুড শেড, এই কয়েকটি রং কিনে রাখুন।
বাঙালি মহিলাদের ব্যবহারের জন্য সেরা ১০টি আই পেনসিল বা কাজল
ওই যে, লেখার শুরুতেই বলেছিলাম না, সবটুকু উপরওয়ালার হাতে নেই! আপনার চোখদু’টিকে আরও আকর্ষক করে তুলতে বাজার খুঁজে আমরা বের করেছি সেরা ১০টি আই পেনসিল-কাজলের সম্ভার। আপনার কাজ তার মধ্যে থেকে একটি বেছে নেওয়া নিজের পকেট এবং পছন্দ অনুযায়ী…
টু ইন ওয়ান কোহল কাম লাইনার, এই পেনসিলটি একবার টেনে দিলেই কেল্লা ফতে! এটি ১০০ শতাংশ স্মাজ প্রুফও বটে।
হাইড্রোজেনারেটেড ক্যাস্টর অয়েল এই কাজলে মেশানো আছে, যা সারা দিন আপনার চোখকে আর্দ্র রাখবে। এতে আছে রাইস ওয়্যাক্স এবং ভিটামিন ই, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই পেনসিলটি ঢোকানো আছে একটি পিভিসি-ফ্রি ব্যারেলে।
যে-কোনও ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন, যাঁরা কন্ট্যাক্ট লেন্স পরেন, তাঁদের জন্যও উপযুক্ত।
আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!