বিনা কারণে কান্না পাওয়া (the cry baby mode on), কোনো কারণ ছাড়াই খিদে পাওয়া (food is bae), বিনা কারণে মেজাজ সারাক্ষন গরম হওয়া, নিজেকে পৃথিবীর সব থেকে দুর্ভাগা মনে করা এবং তার সাথে পেতে, কোমরে এবং পায়ে ব্যাথা – হ্যাঁ! একদম ঠিক ধরেছেন, আমি সেই সময়ের কথা বলছি যখন মেয়েদের মনে হয় এর থেকে কিছুক্ষনের জন্য ভ্যানিশ হয়ে গেলে বোধ হয় শান্তি পাওয়া যেত! আমাদের সব থেকে বড় শত্রু PMS (Pre Menstrual Syndrome)-এর কথাই আমি বলছি. কিন্তু “কুছ পরোয়া নেহি”, আমরা মেয়েরা এই বিচ্ছিরি PMS কে ঠিকই কব্জা করতে পারি! আর আপনার যদি এখন এই সমস্যা চলে, তাহলে এই সেরার সেরা বাংলা মিম গুলো আপনারই জন্য!
আরও পড়ুনঃ PCOS এর লক্ষণ ও চিকিৎসা
১. জাস্ট যখন পিরিয়ড (period) শুরু হয় (That Golden Moment! Uh!)
২. যখন কেউ বলে, “তোমার কি পিরিয়ড (period) চলছে না হলে এরকম খেপে কেন আছো?” তখন আমাদের রিয়াকশন (reaction)(See My Reaction Please)
৩. খাবো খাবো, এই তো খেলাম, আবার খিদে পেয়েছে (food, where’s food)
৪. যখন আমাদের শরীরের ভেতরে কয়েকশত বিশ্বযুদ্ধ চলছে কিন্তু অন্য কেউ জাস্ট নিজের হাঁচির জন্য চিন্তিত (Oh I see!)
৫. এই যে ছেলেরা, এটাতোমাদের জন্য (Boys, pay attention!)
৬. যখন কেউ PMS related বোকা বোকা একটা জোক শোনায় আর ঠিক বুঝে উঠতে পারি না যে তাকে ঠিক কি ভাবে মার্ডার (murder) করা উচিত; আস্তে আস্তে আগুনে সেঁকে (barbeque) নাকি জলে ডুবিয়ে! (I can’t decide, seriously!)
৭. পিরিয়ড চলাকালীন আমার মাথায় যা যা ঘোরে (hmmm)
৮. হ্যালো বয়ফ্রেন্ড! (Hello Boyfriend)
৯. আমাকে কি আদৌ কেউ ভালোবাসে? মনে তো হয় না (Nobody Loves Me! Why!!!)
১০. অফিসে হঠাৎ করে যখন শরীরটা খারাপ লাগে, মনে হয় বাড়ি চলে যাই! কিন্তু যেতেও পারি না আবার কষ্ট চাপিতেও পারি না… (I want to Die for awhile)
১১. ডিয়ার হাসব্যান্ড, এটুকু মনে রাখা কি খুব কঠিন? (Is it that tough? Really!)
১২. আচ্ছা, তুমি বেশি জানো? তোমার ইউটেরাস আছে? তোমার পিরিয়ড হয়? তোমার কি কোনো রকম কষ্ট হয়? হয় না তো, তাহলে চুপ থাকো! (Don’t, Just Don’t)
১৩. কিছুক্ষনের জন্য মরা যায়? মানে এই ধরো ৪-৫ দিনের জন্য? (I am Suicidal)
১৪. বড়োরা বলে গেছেন (They said so)
১৫. মাথা খারাপ হয়ে গেলো! আমি কি ওকে ভালোবাসি? না না আমি ওকে একটুও ভালোবাসি না (Confusion Reloaded)
১৬. যখন কেউ জিজ্ঞেস করে, আমি কেমন আছি; আর আমার তখন পিরিয়ড চলছে (Ah! I am great!)
১৭. PMS এ আমার রোজ নামচা (A Typical Day During my PMS)
১৮. আমি নিজের ডাক্তারিতে নিজেই অবাক হয়ে যাই!(I am so analytical! WOW!)
১৯. PMS এর পসিটিভ দিকটাই দেখি আমরা (We stay positive, even during PMS and Period)
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!