বাংলার নতুন বছর। বাঙালিদের কাছে তো স্পেশ্যাল হবেই। বছরের প্রথম দিনটা আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। কখনও তা মেসেজে, কখনও হোয়াটস্অ্যাপ করে। কখনও বা একে অপরের বাড়ি যাই আমরা। একসঙ্গে খাওয়াদাওয়া, আনন্দ করে বছরটা শুরু করেন বাঙালিরা। এই দিনে হ্যাপি নিউ ইয়ার বলে উইশ (Bengali New Year) করলে বিষয়টা কেমন ক্লিশে ঠেকে। অনেকেই হয়তো ভাববেন, বাঙালি হয়েও বাংলাটা ঠিক জানে না। তাই শুভ নববর্ষ বলাটা অভ্যেস করতে হবে বৈকি! পহেলা বৈশাখের কবিতাও পাঠাতে পারেন। আবার পহেলা বৈশাখের মেসেজও (Bengali New Year Wishes) কিন্তু খুব অন্যরকম। বাংলা কোটেশন পাঠাতে পারেন নতুন বছরের মেসেজ হিসেবে। পহেলা বৈশাখ বা নববর্ষের শুভেচ্ছা বার্তার কিছু নমুনা দেওয়া হল আজকের এই প্রতিবেদনে –
বন্ধুদের জন্য নববর্ষের শুভেচ্ছা বার্তা (Bengali New Year Wishes For Friends)
১| একটু আলো, একটু আধার! বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাঁতার। কিছু দুঃখ, কিছু সুখ! সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! হ্যাপি নিউ ইয়ার (Bengali New Year Wishes) না বলে বরং আজ বলুন শুভ নববর্ষ।
২| চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেশে, সেই সূর্যের রঙিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! নতুন বছরের শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ (Subho Nababarsha)
৩| বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙামাটির পথটি জুড়ে। নববর্ষের শুভেচ্ছা বার্তা নিন। হ্যাপি নিউ ইয়ার আজ আর বলবেন না।
৪| বন্ধু তোমার ভালবাসার জানালা খোলা রেখো, মনের আকাশ মেঘলা হলে আমায় কিন্তু ডেকো, ঝড় বৃষ্টি কাটিয়ে আবার দেখাবো আলোর হাসি, আমি আছি, থাকবো যেন তোমার পাশাপাশি। নববর্ষের শুভেচ্ছা বাণী গ্রহণ করুন (Bengali New Year Wishes), শুভ নববর্ষ।
৫| পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা বার্তা নিন।
৬| পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙালির প্রাণ… নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা বাণী গ্রহণ করুন।
৭| নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভালো। শুভ নববর্ষ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
৮| কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ (Subho Nababarsha)।
৯| নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান,নতুন সকাল নতুন আলো,নতুন দিন হোক ভাল। শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা বার্তা নিন।
১০| দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই। নতুন বছরের শুভেচ্ছা বার্তা গ্রহন করুন (Bangla Noboborsho)।
১১| নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর ,নতুন কিছু ভালো। শুভ নববর্ষ (Bengali New Year Wishes)।
১২| নতুন কিছু কথা ,নতুন কিছু আশা ,নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা। শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা বাণী গ্রহণ করুন।
১৩| বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেলো হাওয়ার সাথে ভেসে, নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব-ই ভালো থেকো। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
১৪| পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ। শুভ নববর্ষ (Happy New Year In Bengali)।
১৫| পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর বিনোদনময়! এই কামনায় তোমাদের জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা! শুভ নববর্ষ।
আরও পড়ুনঃ নববর্ষে কেমন হবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট?
পরিবারের জন্য নববর্ষের শুভেচ্ছা বাণী (Bengali New Year Greetings For Family)
১| ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় শুভ নববর্ষ (Bengali New Year Greetings)। বাংলা নববর্ষের শুভেচ্ছা নিন। আজ পহেলা বৈশাখ। সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা পাঠান।
২| নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি। বাংলা নববর্ষের শুভেচ্ছা নিন। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা পাঠান।
৩| পুরনো দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের শুভেচ্ছা নিন (Bangla New Year SMS)।
৪| আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরণ্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই…শুভ নববর্ষ।
৫| তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ (Bangla New Year)। রইল পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন, শুভ নববর্ষ।
৬| দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের শুভেচ্ছা নিন। আজ পহেলা বৈশাখ। সকলকে শুভ বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের শুভেচ্ছা পাঠান। ভাল কাটুক বাংলা শুভ নববর্ষ (Happy New Year Bangla SMS)।
৭| এ বছর পূর্ণ হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ নববর্ষ।
৮| নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভালো। আজ পহেলা বৈশাখ। তাই সকলকে শুভ নববর্ষ বা পহেলা বৈশাখের শুভেচ্ছা পাঠান।
৯| কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ (Bengali New Year Greetings)।
১০| উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মাতবে মন আনন্দধারায় সবাই হবে বাঁধনহারা। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের শুভেচ্ছা নিন।
১১| দিনটি হোক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ পয়লা বৈশাখ। সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা (Bangla New Year SMS)।
১২| এই বছরটা যেন খুব ভাল কাটে সকলের, এই কামনা করি। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের শুভেচ্ছা নিন। আজ পহেলা বৈশাখ। সকলকে শুভ বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের শুভেচ্ছা পাঠান।
১৩| সকলে সুস্থ থেকো, ভাল থেকো। বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই নতুন বছর। শুভ নববর্ষ।
১৪| আগের বছর যা না পাওয়া ছিল এ বছর সব পূর্ণ হোক (Happy New Year In Bengali)। ভাল কাটুক নতুন বছর। শুভ নববর্ষ (Bangla Noboborsho)। বাংলা নববর্ষের শুভেচ্ছা নিন।
১৫| পুরনো সব বছরের মতো নতুন বছর গুলোও যাতে আমরা খুব আনন্দ করে কাটাতে পারি সেই চেষ্টা করব। শুভ নববর্ষ।
বাংলা নতুন বছরের মেসেজ (Bengali New Year Message)
১| পুরনো দিনের সব গ্লানি, সব কষ্ট-হাহাকার ভুলে গিয়ে চলুন নতুন বছরের সূর্যকে আহ্বান করি নতুন রূপে। সবার কল্যাণ হোক, শুভ হোক। শুভ নববর্ষ।
২| এই বিশেষ দিনটি আপনি আপনার পরিবারে সাথে কাটান, আপনার আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে। পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা বা নতুন বছরের শুভেচ্ছা মেসেজ প্রিয়জনেদের পাঠান। এমনকি বাংলা কোটেশনও নতুন বছরের মেসেজ হিসেবে পাঠাতে পারেন।
৩| এই বিশেষ দিনটি আমাদের সকলের জন্য সাফল্য আর মঙ্গল বয়ে আনুক – কল্যাণ হোক এ, দেশের – এ,দেশের প্রতিটি মানুষের। শুভ নববর্ষ।
৪| বাংলার প্রকৃতি, বাংলার ইতিহাস, বাংলা নববর্ষ (Bengali New Year Quotes), স্বাধীনভাবে বেঁচে থাকা বীর বাঙালির গর্ব, নতুন আশা বুকে নিয়ে কাটাবো এ জীবন। নতুন বছরের শুভেচ্ছা মেসেজ প্রিয়জনেদের পাঠিয়ে দিন। আবার পহেলা বৈশাখের কবিতা, পহেলা বৈশাখের মেসেজ এমনকি বাংলা কোটেশনও নতুন বছরের মেসেজ হিসেবে পাঠাতে পারেন।
৫| এই বাংলায় জন্ম নিয়ে, হয়েছি ওগো আজ ধন্য, নববর্ষ এসেছে আমাদের, সবার সুখের জন্য। শুভ নববর্ষ।
৬| শুভ হোক জীবন, শুভ হোক পথ চলা, সত্য সুন্দর আর আনন্দ ছুঁয়ে যাক নতুন বছরে। পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা (Happy New Year Bangla SMS)।
৭| নতুন দিনের প্রত্যয়ে সম্ভাবনার আলো জ্বালায় সকলের হৃদয়ে। সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা।
৮| বৈশাখ নিয়ে আসে, মানুষে মানুষে প্রীতি মিলন। নববর্ষের শুভবাণী, শুভ সম্ভাষণ। শুভ নববর্ষ।
৯| নতুন করে সুখের স্বপ্ন দেখে দেশের মানুষ, ভালো করে বাঁচার আশায় ভরে তোলে বুক। মাঠে মাঠে সোনা ফলে ভরে কিষানের মন। শুভ নববর্ষ।
১০| বিদায়ী বছরে পেয়েছি অনেক, নতুন বছরে পেতে চাই, হাসি খুশি আর আনন্দে, সুন্দর বাংলা গড়বো এবার। শুভ নববর্ষ (Bangla Noboborsho SMS)।
১১| ফিরে এলো নতুন বছর, মনে পড়ে যায় সেই বসন্ত, ভুলে গেছি যত যত দুঃখ কষ্ট, বৈশাখ আমাদের অহংকার। শুভ নববর্ষ।
১২| রাখাল বাজায় বাঁশি, বুক ভরে নেয় নবান্নের ঘ্রান, এইতো আমার সুখের স্বর্গ স্বর্ণালী আবেশ। শুভ নববর্ষ (Bengali New Year SMS)।
১৩| পুরনো সব ভুলে নতুনের জয়গান এখন সবার মুখে মুখে। যা কিছু ভাল সবসময় তার সঙ্গে যা কিছু মন্দ তা বর্জন করি। নতুন বছরের অনেক শুভেচ্ছা (Shubho Noboborsho)।
১৪| বাংলা নববর্ষ আবহমান বাংলার প্রাণের উৎসব। আসুন আমরা মিলিত হই উৎসবের আনন্দে। শুভ নববর্ষ।
১৫| উৎসবের রঙে রঙিন হোক আমাদের বাংলা নববর্ষ। বৈশাখী ফ্যাশনে হৃদয় ছুঁয়ে যাক সবার মন। নতুন বছরের রইল প্রীতি ও শুভেচ্ছা (Shuvo Noboborsho SMS)।
হোয়াটস্অ্যাপে আপলোড করার নববর্ষের স্ট্যাটাস (Bengali New Year Whatsapp Status)
১| আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর! নতুন বছরের বার্তা তথা বৈশাখের শুভেচ্ছা বার্তা (Bangla New Year Wishes) পাঠান আপনার প্রিয়জনকে।
২| তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে। আমি দিইনি। তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি। তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে। তারা তিনজন হল, সুখ, শান্তি, সমৃদ্ধি। নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।
৩| নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু। যা হয় না যেন শেষ, নববর্ষের শুভেচ্ছার সঙ্গে পাঠালাম তোমায় এই এস এম এস! শুভ নববর্ষ।
৪| নববর্ষে (Bengali New Year Message)নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ।
৫| মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ (Bangla New Year SMS)।
৬| ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে শুভ নববর্ষ।
৭| দিন যদি চলে যায় দিগন্তের শেষে, রাত যদি চলে যায় তারার দেশে, ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। শুভ নববর্ষ (Bangla Noboborsho SMS)।
৮| পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ। শুভ নববর্ষ।
৯| সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ।
১০| তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার,তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ ইয়ার। বাই বলে শেষ করছি পুরোনো বছরের আশা,নতুন বছরের নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা। নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা (Bengali New Year SMS)।
১১| বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাশফুল ! তাই তোমায় Wish করতে মন হল ব্যাকুল ! শুভ নববর্ষ।
১২| উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দ ধারায় সবাই হবে বাঁধন হারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ (Bengali New Year Quotes)।
১৩| ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা। নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা বার্তা এখন সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠাতে ভালবাসেন। নতুন বছরের এসএমএস, নতুন বছরের বার্তা তথা বৈশাখের শুভেচ্ছা বার্তা পাঠান প্রিয়জনকে।
১৪| বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় শুভ নববর্ষ (Bangla New Year SMS)।
১৫| নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ (Bangla New Year)।
পহেলা বৈশাখের কবিতা (Bengali New Year SMS)
১| আবার আসলো বৈশাখ মাস , চৈতের অসবানে!
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রাণে।
মনের যত গ্লানি ভুলে, জীবন গড় নতুন ভাবে।
নতুন নতুন স্বপ্ন দেখ, নববর্ষের টানে (পহেলা বৈশাখের শুভেচ্ছা)।
২| রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চল না।
এমন দিনে কেউ করো না ছলনা।
৩| হে ভৈরব, হে রুদ্র বৈশাখ,
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তপ:ক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক-
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ
৪| জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নিশিখা
লেহি লেহি বিরাট অম্বর-
নিখিলের পরিত্যক্ত মৃতস্ত‚প বিগত বৎসর করি ভস্মসার- চিতা জ্বলে সম্মুখে তোমার।
৫| এসো এসো, এসো হে বৈশাখ।
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।
৬| যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
৭| এসেছে বৈশাখ তোমাদের দ্বারে দিও না ফিরিয়ে খালি হাতে তারে ভুলে যেও যত যাতনা দিয়েছি তোমারে পাঠালাম শুভেচ্ছা অঞ্জলি পেতে রেখে দিও স্মরণে হৃদয়ের তরে।
৮| নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির জোয়ার পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার শিহরণে উঠুক কেঁপে হৃদয় আবার (পহেলা বৈশাখের শুভেচ্ছা)।
৯| বোশেখ তুমি আবার এলে রঙ ছিটিয়ে
নূতন গল্প এনেছো কি এবার কিছু আমার তরে?
আমি তো সেই আগের মতই ঠায় দাঁড়িয়ে
তোমার পথে অপেক্ষাতে কাটিয়ে দিলাম ঘুরে ফিরে।
১০| প্রতিবছর তোমার কাছে দু’হাত পাতি
নতুন দিনের গল্প খুঁজি লালহলুদের রঙের ছায়ায় ,
কোঁচড় ভরে মোম জ্বালিয়ে রাখি আমি (পহেলা বৈশাখের মেসেজ)
পান্তা ইলিশ লংকা পেঁয়াজ সাজিয়ে রাখি মাটির থালায়
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
২০২০ শুরু করুন আমাদের দারুণ দারুণ প্ল্যানার আর স্টেটমেন্ট সোয়েটশার্ট দিয়ে। এগুলো সবকটাই আপনারই মতো একশ শতাংশ মজার এবং অসাধারণ! ওহ হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও। দেরি কিসের আর, এখনই POPxo.com/shop থেকে কেনাকাটা সেরে ফেলুন আর নিজেকে আরেকটু পপ আপ করে ফেলুন!
Image Source: Shutterstock