বাঙালি হল গান অন্ত প্রাণ। বাংলার গ্রাম-গঞ্জ থেকে শুরু করে আধুনিক শহরের অলি গলি সর্বত্র ভেসে বেড়ায় সুর। বাঙালি বিয়েবাড়ির বাসর ঘর সম্পূর্ণ হয় না গান ছাড়া। আর শুধু বাসর কেন, এখানে বিয়ের গান, ধান কাটার গান, ধান তোলার গান, দুঃখের গান ,আনন্দের গান, প্রত্যেকটা ঋতুর গান, সব পাবেন। এই শহরে এমন মানুষ এখনও আছেন যারা প্রতি বছর সাড়ম্বরে পালন করেন কিশোরকুমারের জন্মদিন! কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর বা কিন্নরকণ্ঠী আশা ভোঁসলে এই শহরে দেবী জ্ঞানে পূজিতা হন। গান বাঙালির মননে, গান বাঙালির রক্তে। আর তাই আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি বাংলা গান, যা বাঙালির প্রাণের গান, যে গান যুগ যুগ ধরে চলে আসছে।
আরো পড়ুনঃ কয়েকটি জনপ্রিয় দেশাত্মবোধক গান
জনপ্রিয় কয়েকটি বাংলা সিনেমার গান
ভাল বাংলা গানের কথা বলতেই প্রথমে মনে পড়ে সিনেমার গানের কথা। স্বর্ণযুগের গান বলতেও অনেকেই বাংলা ছবির গানের উল্লেখ করেন। রইল সেরকমই কয়েকটি সেরা বাংলা গান, যা বাংলা ছবিতে ব্যবহৃত হয়েছে।
আরো পড়ুনঃ সেরা বাঙালি নায়িকাদের তালিকা
পাঁচের দশকে কয়েকটি জনপ্রিয় বাংলা ছবির গান
১| আমার এই যৌবন চম্পা চামেলি বনে, অকারণে উচ্ছল বিনীত
ছবির নাম: সাড়ে চুয়াত্তর
গায়ক: শ্যামল মিত্র, পান্নালাল ভট্টাচার্য
২| গানে মোর ইন্দ্রধনু
ছবির নাম : অগ্নিপরীক্ষা
গায়িকা : সন্ধ্যা মুখোপাধ্যায়
৩| ঘুম-ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা এই মাধবী রাত
ছবির নাম: সবার উপরে
গায়িকা: সন্ধ্যা মুখোপাধ্যায়
৪| নিশি রাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে
ছবির নাম : পৃথিবী আমারে চায়
গায়িকা : গীতা দত্ত
৫| আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর তেরো নদীর পারে
ছবির নামঃ সাগরিকা
গায়কঃ শ্যামল মিত্র
৬| নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
ছবির নাম : ইন্দ্রাণী
গায়িকা/গায়ক: হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্ত
৭| সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো
ছবির নাম : ইন্দ্রাণী
গায়ক :হেমন্ত মুখোপাধ্যায়
৮| এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে
ছবির নাম : লুকোচুরি
গায়ক : কিশোর কুমার ও গীতা দত্ত
৯| শুধু একটুখানি চাওয়া
ছবির নাম : লুকোচুরি
গায়ক : কিশোর কুমার
১০| শুধু আঁধার ধু ধু আঁধার
ছবির নাম : অবাক পৃথিবী
গায়ক : হেমন্ত মুখোপাধ্যায়
সাত। আট ও নয়ের দশকের কয়েকটি জনপ্রিয় বাংলা ছবির গান
১| বাজে গো বীণা
ছবির নাম : মর্জিনা আবদাল্লা
গায়ক : মান্না দে
২| এবার মলে সুতো হব
ছবির নাম : মৌচাক
গায়ক : মান্না দে
৩| আলো আর আলো দিয়ে
ছবির নাম : স্বয়ংসিদ্ধা
গায়িকা :আশা ভোঁসলে
৪| বেশ করেছি প্রেম করেছি
ছবির নাম : মৌচাক
গায়িকা : আশা ভোঁসলে
৫| এক চড়েতেই ঠাণ্ডা
ছবির নাম : বসন্ত বিলাপ
গায়িকা : আরতি মুখোপাধ্যায়
৬| তুমি সূর্য তুমি চন্দ্র
ছবির নাম : বাবা তারকনাথ
গায়িকা : আশা ভোঁসলে, অমর রায়, চিত্তপ্রিয় মুখোপাধ্যায়
৭| পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায়
ছবির নাম : গুরুদক্ষিণা
গায়ক : মহম্মদ আজিজ
৮| জানা অজানা পথে চলেছি
ছবির নাম : ত্রয়ী
গায়ক/ গায়িকা : আশা ভোঁসলে ও কিশোর কুমার
৯| গা ছমছম কী হয় কী হয়
ছবির নাম : দেবীবরণ
গায়িকা : আশা ভোঁসলে
১০| বলো বোলো তুমি মোরে
ছবির নাম : আগুন
গায়িকা : আশা ভোঁসলে ও শৈলেন্দ্র সিং
১১| আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার
ছবির নামঃ
গায়কঃ কিশোর কুমার
১২| আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনার রঙ ভরে
ছবির নাম : গুরুদক্ষিণা
গায়িকা : আশা ভোঁসলে
১৩| বেশি কী বলি, যখন বলি
ছবির নাম : আশা ভালবাসা
গায়ক : বাপি লাহিড়ী ও আশা ভোঁসলে
১৪| আর কি তোমায় ছাড়ছি
ছবির নাম : অপরূপা
গায়ক/গায়িকা : আশা ভোঁসলে ও আর ডি বর্মণ
১৫| আর কত রাত একা থাকব
ছবির নাম : চোখের আলোয়
গায়িকা : আশা ভোঁসলে
আরো পড়ুনঃ বিয়ের সবরকম আচার অনুষ্ঠানের জন্য সেরা বলিউড গান
জনপ্রিয় গায়কের কণ্ঠে কয়েকটি সেরা বাংলা গান
১| মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে (মান্না দে)
২| হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য (মান্না দে)
৩| বড় একা লাগে এই আঁধারে (মান্না দে)
৪| পথ হারাবো বলেই এবার পথে নেমেছি (হেমন্ত মুখোপাধ্যায়)
৫| ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে (হেমন্ত মুখোপাধ্যায়)
৬| গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি (শ্যামল মিত্র)
৭| জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব কিতাব (শ্যামল মিত্র)
৮| দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বঁড়শিতে (শ্যামল মিত্র)
৯| দোলে দোদুল দোলে ঝুলনা (মানবেন্দ্র মুখোপাধ্যায়)
১০| ওই উজ্জ্বল দিন ( সুবীর সেন)
১১| ও দয়াল বিচার করো ( অখিলবন্ধু ঘোষ)
১২| যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বোলে (অখিলবন্ধু ঘোষ)
১৩| চলো রিনা (তরুণ বন্দ্যোপাধ্যায়)
১৪| মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে (ধনঞ্জয় ভট্টাচার্য)
১৫| সজল সজল মেঘ করেছে (দ্বিজেন মুখোপাধ্যায়)
জনপ্রিয় গায়িকার কণ্ঠে কয়েকটি সেরা বাংলা গান
১| কী মিষ্টি দেখো মিষ্টি কী মিষ্টি এই সকাল (সন্ধ্যা মুখোপাধ্যায়)
২| এ গানে প্রজাপতি পাখায় পাখায় রঙ ছড়ায় (সন্ধ্যা মুখোপাধ্যায়)
৩| উজ্বল এক ঝাঁক পায়রা (সন্ধ্যা মুখোপাধ্যায়)
৪| মধুমালতি ডাকে আয় (সন্ধ্যা মুখোপাধ্যায়)
৫| না বলে এসেছি তাবলে ভেব না না বোলে বিদায় নেব (আরতি মুখোপাধ্যায়)
৬| মাধবী মধুপে হল মিতালি (আরতি মুখোপাধ্যায়)
৭| তখন তোমার একুশ বছর বোধহয় (আরতি মুখোপাধ্যায়)
৮| বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না (গীতা দত্ত)
৯| কাচের চুড়ি ছটায় (গীতা দত্ত)
১০| এই মায়াবী তিথি (গীতা দত্ত)
১১| বউ কথা কও (আরতি মুখোপাধ্যায়)
১২| এ শুধু গানের দিন (সন্ধ্যা মুখোপাধ্যায়)
১৩| কৃষ্ণনগর থেকে আমি (গীতা দত্ত)
১৪| এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে (নির্মলা মিশ্র)
১৫| আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম (বনশ্রী সেনগুপ্ত)
ছোটদের জন্য সেরা কয়েকটি বাংলা গান
১) লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না (ছবির নাম : বাদশা, রানু মুখোপাধ্যায়)
২) বুলবুল পাখি ময়না টিয়ে, আয়না জানা গান শুনিয়ে ( অন্তরা চৌধুরী)
৩) আমাদের ছুটি ছুটি জল নেব লুটি ( ছবির নাম : জয় জয়ন্তী, সন্ধ্যা মুখোপাধ্যায়)
৪) এক যে ছিল বাঘ গায়ে ডোরা ডোরা দাগ, কেউ বকে না কেউ মারে না একটুও নেই রাগ (চৈতি রায়)
৫) নাচো তো দেখি আমার পুতুল সোনা ( অন্তরা মুখোপাধ্যায়)
৬) সাত ভাই চম্পা জাগো রে জাগো রে ( ছবির নাম : সাত ভাই চম্পা, লতা মঙ্গেশকর)
৭) টগবগ টগবগ টগবগ টগবগ ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল নিশান উড়িয়ে (অমল মুখোপাধ্যায়)
৮) পায়ে পড়ি বাঘমামা ( ছবির নাম : হীরক রাজার দেশে, অনুপ ঘোষাল)
৯) ভূতের রাজা দিল বর (ছবির নাম : গুপী গায়েন বাঘা বায়েন, অনুপ ঘোষাল)
১০) চুপ চুপ লক্ষ্মীটি শুনবে যদি গল্পটি, এক যে ছিল ঘোড়ায় চড়া সত্যি রাজকুমার ( অমল মুখোপাধ্যায়)
আরও পড়ুনঃ হোলির গান দিয়ে রঙিন হোক আপনার দোল উৎসব
সেরা বাংলা লোকগীতি
শুধু সিনেমা বা আধুনিক গানে নয়, বাংলা ভাষায় আছে অসংখ্য লোকগীতি বা ফোক সংও। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় আলাদা আলাদা গানের ধারা প্রচলিত আছে। তার মধ্যে থেকে কয়েকটি গান তুলে ধরা হল আপনাদের জন্য।
১) বনমালী তুমি পর জনমে হইয়ো রাধা
২) পিন্দা রে পলাশের বন
৩) তু লালপাহাড়ির দেশে যা
৪) যে জন প্রেমের ভাব জানে না
৫) তোমায় হৃদমাঝারে রাখব
৬) সাধের লাউ বানাইলা মোরে বৈরাগী
৭) বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না
৮) সব লোকে কয় লালন কী জাত সংসারে
৯)কলঙ্কিনী রাধা
১০) দয়াল বাবা ক্যাবলা খাবা
সেরা নন ফিল্মি বাংলা গান
বাংলা গানের ভাণ্ডার বিভিন্ন ধারায় পরিপূর্ণ। এখানে সিনেমার গান যতটা জনপ্রিয় হয়েছে, ঠিক ততটাই জনপ্রিয় হয়েছে কবীর সুমন, নচিকেতা ও অঞ্জন দত্তের গান। তার সঙ্গে জনপ্রিয় বাংলা ব্যান্ডের অবদানও ভুলে গেলে চলবে না।
নন ফিল্মি সিঙ্গল
১) তোমাকে চাই (কবীর সুমন)
২) সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ( নচিকেতা)
৩) বেলা বোস তুমি পারছ কি শুনতে ? (অঞ্জন দত্ত)
৪) খাদের ধারে রেলিংটা (অঞ্জন দত্ত)
৫) এই তুমি কি আমায় ভালবাস (নচিকেতা)
৬) একবার বল নেই তোর কেউ নেই (অনুপম রায়)
৭) নীল রঙ ছিল ভীষণ প্রিয় ( রূপম ইসলাম)
৮) আমার কালো মেম মেরি অ্যান মেরি (অঞ্জন দত্ত)
৯) রঞ্জনা আমি আর আসব না (অঞ্জন দত্ত)
১০) বাজল ছুটির ঘণ্টা (শিলাজিত)
বাংলা ব্যান্ডের গান
১) তোমার দেখা নাই (ব্যান্ড: ভূমি)
২) দুনিয়া ডট কম (ব্যান্ড: চন্দ্রবিন্দু)
৩) একলা ঘর (ব্যান্ড: ফসিলস)
৪) কেয়ার করিনা (ব্যান্ড: লক্ষ্মীছাড়া)
৫) হলুদ পাখি (ব্যান্ড: ক্যাকটাস)
৬) তুমিও বোঝো আমিও বুঝি (ব্যান্ড: ক্যাকটাস)
৭) বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলায় (ব্যান্ড: চন্দ্রবিন্দু)
৮)ঝিকো ঝিকো কড়ি রে (ব্যান্ড: ক্রসউইন্ডজ)
৯) পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর বোকাবাক্সতে বন্দী ( ব্যান্ড: মহিনের ঘোড়াগুলি)
১০) ঘরে ফেরার গান (ব্যান্ড: মহিনের ঘোড়াগুলি)
চিরস্মরণীয় সেরা কয়েকটি বাংলা গান
কিছু গান আছে যা আজও বাঙালির মুখে মুখে ঘোরে। সেসব গান আমাদের সবার মনের মণিকোঠায় উজ্জ্বল। আসুন দেখে নেওয়া যাক সেইসব গান।
১) এই পথ যদি না শেষ হয় (ছবির নাম : সপ্তপদী)
২) কাহারবা নয় দাদরা বাজাও (ছবির নাম : সন্ন্যাসী রাজা)
৩) আমাকে আমার মতো থাকতে দাও (ছবির নাম : অটোগ্রাফ)
৪)তুমি যে আমার (ছবির নাম : হারানো সুর)
৫) এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় (ছবির নাম : হসপিটাল)
৬)কে তুমি নন্দিনী (ছবির নাম : তিন ভুবনের পারে)
৭) আজ সবাই এসেছে শুধু তুমি এলেনা (ছবির নাম : ত্রয়ী)
৮)এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ (ছবির নাম : ওগো বধূ সুন্দরী)
৯)বোবা টানেল (ছবির নাম : চতুষ্কোণ)
১০) আমি যামিনী তুমি শশী হে ( ছবির নাম : অ্যান্টনি ফিরিঙ্গি)
লতা মঙ্গেশকরের গাওয়া সেরা কয়েকটি বাংলা গান
লতা মঙ্গেশকরের অপূর্ব কণ্ঠে লালিত হয়েছে এমন কয়েকটি বাংলা গান যা শুধু জনপ্রিয়ই হয়নি, এখনও তা প্রতি অনুষ্ঠানে গেয়ে থাকেন অন্য শিল্পীরা। তিনি শুধু বাংলা ছবিতেই গান গেয়েছেন তা নয়, গেয়েছেন অসংখ্য হিট নন ফিল্মি গানও।
১) আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
২) বুঝবে না কেউ বুঝবে না
৩) আষাঢ় শ্রাবণ মানে না যে মন
৪) ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি
৫) নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা
৬) প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো
৭) হায় রে পোড়া বাঁশি
৮) তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা
৯)আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
১০) আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে
আশা ভোঁসলের গাওয়া সেরা কয়েকটি বাংলা গান
দিদির গানের ভাণ্ডার যদি ঈর্ষা করার মতো হয়, তাহলে তাঁর অপার গুণী বোনও কিছু কম যান না। তিনিও বাংলা ভাষায় গেয়েছেন অসংখ্য মন জয় করা গান।
১) মাছের কাঁটা, খোঁপার কাঁটা
২) তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি
৩)ফিরে এলাম দূরে গিয়ে আমি তোমার অনুরাধা
৪) ও পাখি উড়ে আয় উড়ে আয়
৫) সন্ধা বেলায় তুমি আমি বসে আছি একেলা
৬) যেতে দাও আমায় ডেকো না
৭) কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
৮) চিরদিনি তুমি যে আমার
৯) এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়
১০) হায় রে কালা একি জ্বালা
বলিউড গায়ক/গায়িকাদের গাওয়া সেরা কয়েকটি বাংলা গান
এমন অনেক গায়ক গায়িকা আছেন যারা মূলত হিন্দি ভাষায় গান করেন। এদের মধ্যে কেউ কেউ আছেন যারা প্রবাসী বাঙালি যেমন অভিজিৎ ভট্টাচার্য, শ্রেয়া ঘোষাল। আবার কেউ কেউ আছেন যারা বাঙালি না হয়েও বাংলা ভাষায় অনেক জনপ্রিয় গান গেয়েছেন।
১| গানের তালে কোমর দোলে (অভিজিৎ ভট্টাচার্য)
২| যাও পাখি বলো (শ্রেয়া ঘোষাল)
৩| মেঘের পালক চাঁদের নোলক (শ্রেয়া ঘোষাল)
৪| ওরে মনওয়া রে (আকৃতি কক্কর)
৫| যতই ঘুড়ি ওড়াও ছাতে (আকৃতি কক্কর)
৬| আমি কলকাতার রসগোল্লা (কবিতা কৃষ্ণমূর্তি)
৭| পাগলু থোড়া সা করলে রোম্যান্স (মিকা সিংহ)
৮| দেখো আলোয় আলোয় আকাশ (অরিজিৎ সিংহ)
৯| বোঝে না সে বোঝে না (অরিজিৎ সিংহ)
১০| উরি উরি বাবা (ঊষা উত্থুপ)
বাংলা ছবিতে বহুল ব্যবহৃত সেরা কয়েকটি রবীন্দ্রসঙ্গীত
রবীন্দ্রনাথের গান বাদ দিয়ে গান নিয়ে কোনও আলোচনাই সম্পূর্ণ হয় না। বহুবার বহু ছবিতে বিভিন্ন পরিস্থিতির গুরুত্ব বোঝাতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছে।
১| আয় তবে সহচরী
২| আমার পরাণ যাহা চায়
৩| তুমি রবে নীরবে
৪| পাগলা হাওয়ার বাদল দিনে
৫| যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
৬| তোমার খোলা হাওয়া
৭| আমার মুক্তি
৮| বিপুল তরঙ্গ রে
৯| দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে
১০| জীবন মরণের সীমানা ছাড়ায়ে
জনপ্রিয় কিছু বাংলা গান যা হিন্দিতেও গাওয়া হয়েছে
এমন কিছু বাংলা গান আছে যার সুর ব্যবহার করা হয়েছে হিন্দি ছবিতেও। আবার উল্টোটাও হয়েছে। অর্থাৎ হিন্দি গানের জনপ্রিয়তা দেখে সেই গানের সুর বাংলায় ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব পাবেন সুরকার সলিল চৌধুরী। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দি ও বাংলা গানের জন্যে একটিই সুর নির্মাণ করতেন। এভাবে কাজ করেছেন বাপি লাহিড়ী ও আর ডি বর্মণও।সম্প্রতি সুরকার জিৎ গাঙ্গুলিও একই ভাবে কাজ করেছেন কিছু গানে। আর আশ্চর্যভাবে এঁদের হিন্দি ও বাংলা দুটি ভারসানই সুপারহিট হয়েছে।
১| হিন্দি – মেরে স্বপনো কি রানি
বাংলা – মোর স্বপ্নেরি সাথী তুমি আসো না তো
২| হিন্দি – ইয়ে শাম মস্তানি
বাংলা – আকাশ কেন ডাকে
৩| হিন্দি – দিল মে হো তুম
বাংলা – চিরদিনই তুমি যে আমার
৪| হিন্দি – শুনো না সঙ্গ মর্মর
বাংলা – কী করে তোকে বলব
৫| হিন্দি – প্যায়ার বিনা চ্যান কাহা রে
বাংলা – যে জন প্রেমের ভাব জানে না
৬| হিন্দি – ইয়ে নয়ন ডরে ডরে
বাংলা – এই রাত তোমার আমার
৭| হিন্দি – কায়ি বার ইহু ভি দেখা হ্যায়
বাংলা – আমি চলতে চলতে থেমে গেছি
৮| হিন্দি – কহি দূর যব দিন ঢল যায়ে
বাংলা – আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
৯| হিন্দি – ঘড়ি ঘড়ি মেরা দিল ধড়কে
বাংলা – হলুদ গাঁদার ফুল দে এনে দে
১০| হিন্দি – মেরি ভিগি ভিগি সি
বাংলা – মনে পড়ে রুবি রায়
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
প্রেমে ব্যর্থ হওয়া মনের জন্য ৩০টি ব্রেকআপ সং
বলিউডের ১৫ টি গান যা ককটেল পার্টির জন্য সেরা
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!