ভালবাসি, ভালবাসি তুমি কম আমি বেশি! একসময় দারুণ জনপ্রিয় হয়েছিল এই গানটি। আচ্ছা ভালবাসার কম বেশি কি ওইভাবে মাপা যায় বলুন তো? আপনাকে কেউ ভালবাসি তোমায় (Love You Too SMS) বললে আপনার যদি তাঁকে ভাল লাগে আপনাকেও তো সেটা বলতে হবে, এই তো নিয়ম। কিন্তু সেটা যদি একটু কিউটভাবে বা মিষ্টি করে বলা যায় তো ভালবাসার জেল্লা আরও বেড়ে যায়। ভালবাসার মরসুম বলে আলাদা করে কিছু হয় কি? না বোধহয়। কারণ প্রতিটা মুহূর্তই তো ভালবাসার। আর আপানকে যদি এই প্রেমের জোয়ারে কেউ ইতিমধ্যেই ভাসিয়ে নিয়ে যায় আর বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি (I Love You Too Quotes), তাহলে তাঁকে আপনি আরও মিষ্টি করে এই কথাটাই বলুন। কীভাবে বলবেন তার জন্য আপনাকে গাইড করতে হাজির হয়েছি আমরা।
ভালোবাসার কোটস
ভালবাসি তোমায় বলার জন্য অনেক সুন্দর সুন্দর কোটস আছে (Love You Too Quotes)। সেগুলো দেখলে যেন মনে হ্যাঁ, এগুলো তো আমার মনের কথা ভেবেই লেখা হয়েছে। তাই সেই সব মনের কথা আপনার মনের মানুষের কাছে তুলে ধরার জন্য নিয়ে এসেছি আমরা।
১) এই বিশ্বে সবচেয়ে সুন্দর অনুভূতি হল যখন তোমায় কেউ চাঁদের এপিঠ ওপিঠ ভালবেসে বলে আমিও ভালবাসি তোমায়।
২) বোকা কোথাকার, এতদিনেও বুঝলে না যে আমিও তোমায় ভালবাসি।
৩) তুমি আমার বন্ধু, আমার সখা, আমার প্রেমিক, আমার মনের সব গোপন কথা লিখে রাখার একান্ত গোপন ডায়েরি। তাই তো বলছি আমিও তোমাকে খুব ভালবাসি।
৪) এখন আমার মনে হচ্ছে যে আমার যদি একশটা হৃদয় থাকত তাহলে সেগুলো দিয়ে আমি বলতাম আমিও তোমাকে ভালবাসি।
৫) যখন জানতে পারলাম তুমি আমাকে ভালবাসো, তখন আমারও গলা ছেড়ে বলতে ইচ্ছে হল আমিও তোমাকে ভালবাসি (I Love You Too Quotes)।
৬) তুমি আমার গোলুমোলু, হ্যাঁ, হ্যাঁ আমিও তোমাকে ভালবাসি।
৭) হয়তো একটু তাড়াতাড়িই বলে দিচ্ছি, কিন্তু এই মুহূর্ত যে আর আসবে না। তাই বলছি আমিও তোমাকে ভালবাসি।
৮) আচ্ছা আই লাভ ইউ টুঁ, আগে বলা যায় না। ইস, তুমি বলার আগেই আমি বলে দিলাম।
৯) আই লাভ ইউ টু আমার হানি বানি।
১০) আমার সমস্যা হচ্ছে তোমাকে বার বার আই লাভ ইউ টু বলতে ইচ্ছে করে। কী করা যায় বলতো?
আরও পড়ুনঃ ইন্সটাগ্রামে আপলোড করার ফটো ক্যাপশন
মেসেজে ভালোবাসা প্রকাশ করুন
মেসেজ বা বার্তা, সে আপনি যেভাবে চান সেভাবেই দিতে পারেন। ছোট্ট একটা চিরকুটে লিখে দিলেন বা পাঠালেন কোনও গ্রিটিংস কার্ড। হাজার হোক সে তো আপনার মনের মানুষ আর তাঁকে আই লাভ ইউ টু (Cute Ways To Say I Love You Too) বলার জন্য শুধু দরকার আপনার সহযোগিতা।
১) ভালবাসি তোমায় একটা দারুণ কথা, কিন্তু আমিও ভালবাসি তোমায় এটা বিশ্বের সেরা কথা।
২) ভালবাসা যেন একটা স্টেজের নাটকের মতো। যেখানে সেরা সংলাপ হল আমিও তোমাকে ভালবাসি।
৩) ভালবাসা একটি অতি দুর্লভ বস্তু। যে এটা পেয়েছে সে যেন পরশ পাথর পেয়েছে।
৪) ভালবাসার আশীর্বাদ পেয়েছি, তাই আই লাভ অউ টু বলতে দেরি করতে চাইনা।
৫) ভালবাসা নাকি একটা যুদ্ধ! আমি ভালবেসেই সেই লড়াই জিতেছি তাই তো বলছি আই লাভ ইউ টু।
৬) কাল রাতে একটা তারা খসে পড়ছিল। আমি বললাম আমিও ভালবাসি তোমায়।
৭) শুধু আমি তোমাকে ভালোবাসি বললে এই কথা যে সম্পূর্ণ হয় না। তুমি যে আমার গোটা জীবন।
৮) আমার চিন্তার প্রতিটি স্তরে তুমি আছ, আলাদা করে আর আই লাভ ইউ টু বলার দরকার নেই।
৯) তোমায় ভালবাসতে ইচ্ছে করে প্রতি মুহূর্তে। আমি নির্দ্বিধায় বলছি আমিও ভালবাসি তোমায় (I Love You Too Message)।
১০) আমাদের ভালবাসা যেন এক তরতাজা লাল গোলাপের মতো। এর আশেপাশে বিরাজ করে চির বসন্ত।
রোম্যান্টিক প্রেমের এস এম এস
বাংলা ভাষাটাও যেন প্রেমের মতো মিষ্টি। তাছাড়া নিজের মাতৃ ভাষায় নিজের মনের কথা বলার মজাটাই আলাদা। আমরাও চাই আপনি রোম্যান্টিক বাংলা এস এম এস (Bangla Romantic Love SMS) মনের মানুষকে পাঠিয়ে টুক করে নিজের ভালবাসার কথা জানিয়ে দিন।
১) আমার জীবনের সেরা প্রাপ্তি তুমি। হ্যাঁ, আমিও তোমায় ভালবাসি।
২) একটা সুন্দর প্রেমের গানে তুমি হলে শব্দ আর আমি হলাম সুর। আমাদের কেউ আলাদা করতে পারবে না।
৩) সূর্যের উজ্জ্বল আলোর মতো আমাদের প্রেম। আই লাভ ইউ টু।
৪) সবাই বলে প্রেম একবারই হয়। আমি তো বারবার তোমার চোখের দিকে তাকিয়ে আই লাভ ইউ টু বলতে চাই।
৫) আমার হৃদয়ের সবচেয়ে গভীরে আছ তুমি। আমিও তোমায় ভালবাসি।
৬) আমি যখন ই তোমায় বলি আই লাভ ইউ টু, আমার হৃদস্পন্দন বেড়ে যায়।
৭) জীবনের ছোট ছোট আনন্দগুলো আমাদের একসঙ্গে বেঁধে রেখেছে। আই লাভ ইউ টু হানি।
৮) তোমাকে খুশি দেখার জন্য আমি হাজার মাইল হাঁটতে পারি। তোমাকে খুশি রাখার জন্য আমি বারবার বলতে পারি আমিও তোমায় ভালবাসি (I Love You Too Quotes)।
৯) তোমার সঙ্গে দেখা হওয়া আমার সৌভাগ্য ছিল। তাকে আরও রাঙিয়ে দিলাম আই লাভ ইউ টু বলে।
১০) যা স্বপ্ন দেখেছিলাম তাই হল সত্যি। তাই তো আই লাভ অউ টু বলতে দেরি করতে চাইনা।
হোয়াটসঅ্যাপে পাঠান ভালোবাসার মেসেজ
হোয়াটসঅ্যাপ আসার পর থেকে কথা বার্তা চালানো খুব সহজ হয়ে গেছে। আপনিও বা কেন পিছিয়ে থাকবেন। সারাক্ষণ তো তাঁর সঙ্গে এই মাধ্যমেই কথা বলে চলেছেন। তাই গভীর রাতে, হয়তো তিনি তখন সব কাজ সেরে শুতে যাচ্ছেন আর ক্ষয়িষ্ণু চাঁদ আস্তে আস্তে আরও আবছা হচ্ছে। এই তো সময়। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ (Whatsapp Love Messages) করেই দিন।
১) হোয়াটসঅ্যাপে বলছি বলে রাগ করো না কিন্তু। আমি সত্যি সত্যি সত্যি তোমায় ভালবাসি।
২) তুমি যেমন আমি তোমাকে তেমনই ভালবাসি। তুমি নিজেকে পাল্টে দিও না। আমি তোমায় ভালবাসি।
৩) তিনটি অপরূপ শব্দ, আমি তোমায় ভালবাসি, যা আমি সব সময় বলতে চাই।
৪) ভালবাসা শ্বাশত হয় তখন যখন দুটো মানুষের প্রাণে একই গানের সুর বাজে। তাই বলছি আমি তোমায় ভালবাসি।
৫) তোমায় ছাড়া জীবন ভাবতে পারিনা। তাই রোজ বলতে চাই আমি তোমায় ভালবাসি।
৬) একদিন সূর্য না উঠলে যেমন পৃথিবী অন্ধকার তেমনই তোমায় একদিন না দেখলে আমার জীবন অন্ধকার।
৭) সবাই বলত যে একদিন আমার জীবনে স্পেশাল কেউ আসবে। আজ যখন সে এল আর বলল আমায় ভালবাসে তখন তাকে আই লাভ ইউ টু (I Love You Too Message) না বলে থাকি কেমন করে?
৮) তুমিই হচ্ছ সেই মানুষ যাকে আমি সারাজীবন ধরে বলতে চাই আমি তোমায় ভালবাসি।
৯) বারবার তোমাকে দেখি আর ভালবাসার স্পর্শ আমার জীবনে যোগ হয়। আমি যে তোমায় ভালবাসি।
১০) ভালবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ তাই আমি তোমায় ভালবাসি না বললে সব কথাও অসম্পূর্ণ।
দুজনে মিলে কাছে পিঠে বেড়িয়ে আসুন
ছোট্ট একটা এসএমএস (Love You Too SMS) কিন্তু অনেক দূরত্ব খুব সহজে ঘুচিয়ে দেয়। আজকের এই আধুনিক যুগেও তাই এসএমএসের গুরুত্ব কম নয়। এখানে যে শব্দ সংখ্যা বাঁধা থাকে। তাই ছোট্ট করে গুছিয়ে মনের কথা বলা যায়।
১) একটা এসএমএস পাল্টে দিতে পারে দুটো জীবন, তাই তোমায় বলছি ভালবাসি তোমায়।
২) ভালবাসা খুঁজে পেয়েছি আমরা, আর কিছু চাইনা।
৩) তোমার মধ্যে যদি কিছু খুঁত থাকে সেটুকু নিয়েই তোমায় ভালবাসি।
৪) খাঁটি ভালবাসা পেতে গোটা জীবন কেটে যায়, আমি লাকি যে আমি তোমায় খুঁজে পেয়েছি।
৫) আমি মন থেকে বলছি ভালবাসি তোমায়, আমার এই মন ভেঙে দিওনা।
৬) আমি হয়তো মুখে বলিনি (Cute Ways To Say I Love You Too) কিন্তু আমার চোখ বলছে আমি ভালবাসি তোমায়।
৭) যেই মুহূর্তে বুঝতে পারলাম তোমায় ভালবাসি বলতে আর দেরি না করে এই এসএমএস পাঠালাম।
৮) আমরা দুজনে একটা বইয়ের দুটো পাশাপাশি পাতা, একটা পড়লে আরেকটায় যেতেই হবে।
৯) ভালবাসি তোমায়, দুটো ছোট্ট শব্দ আমার জীবন পাল্টে দিল।
১০) এত সহজ ছিল ভালবাসি তোমায় বলা? তাহলে অনেক আগেই বলে দিতাম।
একসঙ্গে সময় কাটান
ফোনে এর আগে কত না কথা বলেছেন। কিন্তু আসল কথা বলতে গিয়েই গলা শুকিয়ে কাঠ। এবার আর দেরি করবেন না, দেখতে দেখতে সময় না বয়ে যায়। একটা কল করুন আর মনের কথা উজাড় করে বলে দিন।
১) তোর আমায় মনে পড়লে তুই দে না মিস কল!
২) হ্যাঁ, আমিও তোমার সঙ্গে সাড়া জীবন সুখে দুঃখে কাটাতে চাই।
৩) আই লাভ ইউ টু নয়, থ্রি, ফোর থেকে এক লক্ষ, মানে কোনও সীমা নেই।
৪) ফোনটা শেষে করেই ফেললাম, নাহলে কীভাবে বলতাম আই লাভ ইউ টু।
৫) আমি যদি চুপ করেও থাকি তোমার মন বুঝে নেবে আমি কী বলতে চাই।
৬) এটা আমার শেষ কল! ভয় পেয়না। আজকের পর থেকে আমরা যে এক হয়ে যাব।
৭) তুমি আমায় ভালবাস এটা জানার পর আমিও তোমায় বলতে চাই ভালবাসি।
৮) মুখোমুখি বলার সাহস পাচ্ছিনা, গলা শুকিয়ে যাচ্ছে। তাই তো ফোনেই বলছি আই লাভ ইউ টু।
৯) কবে থেকে ভাবছি তোমার নাম্বার ডায়াল করি। আজ শেষমেশ বলে দিতে চাই আই লাভ ইউ টু।
১০) তুমি তো আমার ছিলেই আজ থেকে আমি তোমার হলাম।
আপনি ভালবেসেছেন, আপনি একজন বিজয়িনী। তাই লুকিয়ে চুরিয়ে মনের কথা কেন বলবেন। নিঃসঙ্কোচে বলুন হ্যাঁ, আমিও ভালবাসি তোমায় (Cute Ways To Say I Love You Too)। আর সেটা বলুন তাঁকে নিজের সামনে বসিয়ে।
১) তোমায় আজ কেন ডেকেছি, বুঝতে পারছ কী? আই লাভ ইউ টু বলতে।
২) হ্যাঁ, এই কথাটা তোমার চোখের দিকে তাকিয়ে বলার সাহস আছে আমার। আই লাভ ইউ টু।
৩) আমি তোমাকে ভালোবাসি। না, একটুও লজ্জা লাগছে না বলতে।
৪) তুমি তো দিব্যি আমায় জয় করে নিলে, আবার আমার পালা। ভালবাসি তোমায়।
৫) এক সঙ্গে থাকতে চাই সারাজীবন। মানেটা কী বুঝলে?
৬) আজ মুখোমুখি না হলে, অধরা থাকত এক সুন্দর মুহূর্ত। ভালবাসি তোমায়।
৭) অ্যাই, আমার বলতে লজ্জা করছে। আমিও… ধ্যাত।
৮) ডেকেছি যখন তখন আর তোমায় ফিরে যেতে দেব না। অ্যাই লাভ ইউ টু।
৯) এই হৃদয়ের সিংহাসন এতদিন শূন্য ছিল, আজ সেখানে তোমায় বসালাম।
১০) আমরা দুজনেই দুজনের জন্য। এসো তোমার হাত ধরি।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!
All Image Credits: Pixabay, Shutterstock, Instagram