ADVERTISEMENT
home / লাইফস্টাইল
বাবার প্রশ্নে পাঁচ বছরের খুদে মেয়েটির উত্তরে হেসে কুটোপাটি সব্বাই! ভিডিয়ো ভাইরাল টুইটারে

বাবার প্রশ্নে পাঁচ বছরের খুদে মেয়েটির উত্তরে হেসে কুটোপাটি সব্বাই! ভিডিয়ো ভাইরাল টুইটারে

একটুও বাড়িয়ে বলছি না, এই মেয়ে (daughter) বড় হয়ে সাঙ্ঘাতিক কিছু একটা করবেই! বাচ্চাদের হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়া যে কী কঠিন ব্যাপার, সেটা যাঁদের বাড়িতে ছোট শিশু আছে, তাঁরা বিলক্ষণ জানেন। শুনেছি একটি তিন বছরের বাচ্চা প্রতিদিন গড়ে হাজারটা প্রশ্ন করে! ভাবতে পারছেন? যে মেয়েটির কথা বলছি তার সঙ্গে আলাপ করে নেওয়া যাক। কমেডি লেখক জেমস ব্রেকওয়েল এই ঘটনাগুলো শেয়ার করেছেন টুইটারে। তিনি চার কন্যার পিতা (dad)। তিনি আর তাঁর পাঁচ বছরের খুদে মেয়ের কথোপকথনের মজাদার (funny) অংশ তিনি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। উত্তরগুলো পড়ে দেখুন একবার। বলতে বাধ্য হবেন, বাপ রে কী ডানপিটে মেয়ে! 

twitter

#চিটচ্যাট ১

ADVERTISEMENT

বাবা: আজ তুমি স্কুলে কী শিখলে?

খুদে: ড্রাগনদের বিষয়ে। 

বাবা:  তোমাদের স্কুলে ড্রাগন নিয়ে পড়ায়? 

খুদে: না তো। ওরা অন্য কিছু পড়ছিল, আর আমি ড্রাগন নিয়ে! 

ADVERTISEMENT

 

#চিটচ্যাট ২ 

খুদে  মহাশূন্যে ভাসমান! 

বাবা: মানে? 

ADVERTISEMENT

খুদে: একটা ক্যাঙ্গারু যদি ট্রামপোলিনে লাফায় কী হবে? 

বাবা: মহাশূন্যে ভাসমান! 

খুদে: তাই তো বললাম। 

 

ADVERTISEMENT

#চিটচ্যাট ৩ 

খুদে: মা কেন মেকআপ করে? 

বাবা: দেখতে ভাল লাগবে বলে।

খুদে: কিন্তু মাকে তো এমনিতেই দেখতে ভাল। 

ADVERTISEMENT

বাবা: ঠিক! 

খুদে: তা হলে মেকআপ তো তোমার করা উচিত! 

#চিটচ্যাট  ৪ 

তিন বছরের খুদে: ছেলেদের কি ফ্রোজেন ছবিটা ভাল লাগে? 

ADVERTISEMENT

খুদে: এই পৃথিবীতে কেউ কেয়ার করে না যে একটা ছেলেদের কী ভাল লাগে।  

 

#চিটচ্যাট  ৫

খুদে: আমার কাছে অনেক-অনেক ডলার থাকলে ভাল হত। 

ADVERTISEMENT

বাবা: তাতে অর্থনীতি ধ্বংস হয়ে যেত। 

খুদে: আমি তো… 

বাবা: চুপ একদম। যতদিন না মুদ্রাস্ফীতি বুঝতে পারছ একদম চুপ। 

#চিটচ্যাট  ৬

ADVERTISEMENT

খুদে: আমার মনে হয় ওই ছেলেটা আমায় পছন্দ করে। ও আমায় একটা ডাইনোসর এনে দিয়েছে। 

বাবা: এর অনেক রকম মানে হতে পারে। 

খুদে: ওটা আলাদা ছিল বাবা। ওর মাথায় টুপি ছিল।

বাবা: হে ভগবান। 

ADVERTISEMENT

#চিটচ্যাট  ৭  

খুদে: আমি ব্রেকফাস্টে কাপ কেক খাব। 

বাবা: কাপ কেক মোটেও ব্রেকফাস্টে খাওয়ার জিনিস নয়। 

খুদে: হ্যাঁ জানি, ওটা লাঞ্চ আর ডিনারে খাওয়ার জিনিস! 

ADVERTISEMENT

#চিটচ্যাট  ৮

খুদে: আজ বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না।

বাবা: প্রতিদিন এক বিষয় নিয়ে লড়তে আমার ভাল লাগে না। 

খুদে: তা হলে আমি নিজেকে বিজয়ী বলে ধরে নিলাম! 

ADVERTISEMENT

#চিটচ্যাট  ৯

খুদে: আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কি আমায় নিজের নাম পাল্টে দিতে হবে? 

বাবা: যদি তুমি চাও পাল্টে দিতে পার। 

খুদে: বেশ। তা হলে আজ থেকে তুমি আমায় মিসেস শ্রেডার বলে ডাকতে পারো! 

ADVERTISEMENT

#চিটচ্যাট  ১০ 

খুদে: লেপ্রেশনদের বিষয়ে তুমি কি জানো?

বাবা: সেটা আবার কী? 

খুদে: ওরা এক রকমের পরি।

ADVERTISEMENT

বাবা: আমি জানতাম না। 

খুদে: ওঃ, আমি তো জানতাম তুমি কলেজেও গেছ একসময়। 

কী বুঝছেন? খবরদার খুদেদের আন্ডার এস্টিমেট করবেন না! প্রেস্টিজে যে-কোনও সময় চুনকালি মাখিয়ে দিতে এরা ওস্তাদ! 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

02 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT