ভালবাসার দিনটি হল ভ্যালেন্টাইনস ডে (Valentines Day)! ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ খুব ঘটা করে এই দিনটি পালন করা হয় সন্ত ভ্যালেন্টাইনের নামে। তবে সেই সাধু আর তাঁর রাজকুমারী প্রেমিকার প্রেমকাহিনি ছিল খুব দুঃখের। বলাই বাহুল্য মধুর মিলনের সুখ তাঁরা পাননি। তাতে কী? তাই বলে তো আর প্রেম ব্যর্থ হয়ে যায় না। যে কারণে চোদ্দ তারিখ ছাড়াও জীবনের প্রতিটা দিনই যেন ভালবাসার দিন। তবে স্পেশ্যাল দিনে একটু কিছু স্পেশ্যাল (Bengali Love Quotes) করতেই হয়। সুতরাং প্রেম দিবসে মনের মানুষকে এবং কাছের মানুষকে পাঠিয়ে দিন ভালবাসার বার্তা (Valentines Day Wishes In Bengali)। পাল্টে দিন নিজের সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস। সবার কাছে যেন ভালাবসার এই দিনটি উদযাপনের অর্থ পরিষ্কার ভাবে ধরা দেয়।
ভালোবাসা দিবস কলকাতায় সেলিব্রেট করার কিছু স্পেশাল আইডিয়া
মনের মানুষের জন্য সেরার সেরা প্রেমের বার্তা (Bengali Love Quotes for Valentine’s Day)
প্রেমিক যে সব সময় স্বামী হয়ে উঠবেন সেটা কিন্তু নয়। তবে প্রেমিক হন বা স্বামী, প্রেমের জোয়ারে ভেসে বেড়াতে দোষ কোথায়? আর যার সঙ্গে একসময় এখানে সেখানে হাত ধরে ঘুরেছেন, তাঁর গলাতেই যদি মালা দিতে হয়, তাহলে তো কেয়া বাত! আর তাই প্রথমেই আপনার প্রেমিক হোক বা স্বামী, বা যিনিই আপনার মনের মানুষ, তাঁর জন্য কিছু দারুণ কোটস বা শুভেচ্ছা বার্তা (Bengali Love Quotes) আমরা নিয়ে এসেছি।
ভ্যালেন্টাইন্স ডে তে প্রেমিককে দেওয়ার রোম্যান্টিক গিফট আইডিয়াস
১| প্রেম যখন উন্মাদনা নয়, তখন তা প্রেমই নয়!
২| অন্য সবাই আমাকে ভুলে গেলেও ক্ষতি নেই। তুমি আমাকে মনে রাখলে সেটাই আমার জন্য যথেষ্ট!
৩| যখন অন্য কারও ভাল থাকাটা তোমার নিজের ভাল থাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, জানবে, তাকেই তুমি ভালবাসো!
৪| যে-কোনও প্রেমের গান শুনলেই যদি মনটা খুশিতে ভরে ওঠে, তার মানে তুমি প্রেমে পড়েছ!
৫| দুজনে মিলে একসঙ্গে দেদার বোকামি করার মানেটাই হল ভালবাসা (প্রেমের কোটস)!
৬| আত্মা যা দিয়েই তৈরি হোক না কেন, তোমার আর আমারটা একদম এক!
৭| আমাদের প্রেম কাহিনিটা (Bengali Love Quotes) কিন্তু আমার বেশ পছন্দের! হ্যাঁ, আমরা অনেক গুবলেট করেছি মাঝে-সাঝে, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু টুকটুক করে এতটা পথ পেরিয়ে গিয়েছি!
৮| ভালবাসাকে ইনফিনিটি দিয়ে গুণ করো, তারপর তাতে যোগ দাও ফরএভার…তারপরও বুঝতে পারবে না যে আমি তোমাকে কত্তটা ভালবাসি!
৯| ভবিষ্যতটা ঠিক কেমন, তা তো আমরা কেউই জানি না। কিন্তু আমার ভবিষ্যতে যে আমি তোমাকে চাই, এটা এক্কেবারে পাক্কা!
১০| আশা করি, তুমি আমাকে যতটা ভালবাসো, আমিও তোমাকে ঠিক ততটাই ভালবাসতে পারব!
১১| যখন আপনি বার বার আপনার স্বামীরই প্রেমে পড়বেন, তখনই বুঝবেন আপনাদের গাঁটছড়া বাঁধাটা সার্থক হয়েছে!
১২| ভালবাসা অন্ধ! কিন্তু ভালবেসে বিয়ে করার পর কিন্তু চোখ খুলে যেতে বাধ্য!
১৩| আগে সকলে উপদেশ দিতেন, নিজের চেয়ে বয়সে বড় কাউকে বিয়ে করাটাই নাকি উচিত! কারণ, তাঁরা অনেক বেশি ম্যাচিওর হন! কিন্তু ইদানীং ব্যাপারটা বদলে গিয়েছে! দেখুন, পুরুষেরা কখনও যথেষ্ট ম্যাচিওরড হন না। কাজেই বয়সে ছোট কাউকেও আরামসে বিয়ে করা যেতে পারে!
১৪| বিয়ের সময়ই আমি স্বামীকে স্পষ্ট বলে দিয়েছিলাম যে, যদি বাই চান্স কোনওদিন আমাকে ছেড়ে (প্রেমের কোটস) যাওয়ার কথা ভাব, তা হলে কিন্তু আমিও লোটা-কম্বল নিয়ে তোমার পিছু নেব! বিশ্বাস করুন, সে কোনওদিন আমাকে ছেড়ে যায়নি!
১৫| বিয়ের আগে যে লোকটা আমার কথা শেষ না হওয়া পর্যন্ত চোখের পলকটাও ফেলতে না, বিয়ের পরে সে-ই আমার কথা শেষ হওয়ার আগেই নাক ডাকতে শুরু করে (Valentines Day Wishes In Bengali)!
১৬| সুখী দাম্পত্য জীবনের রহস্য? ওটা এখনও রহস্যই থেকে গিয়েছে!
১৭| বিয়ে নামক গাবদা বইটির প্রথম অধ্যায়টি কবিতা দিয়ে লেখা। আর তারপর থেকে সবকটি অধ্য়ায়ই গদ্যধর্মী!
১৮| আপনাদের দুজনের মধ্যে কতটা মিল, তাতে কিচ্ছু যায় আসে না! আপনারা নিজেদের অমিলগুলো কতটা ভাল ভাবে সামলাতে পারছেন, সেটাই বিয়ের আসল পরীক্ষা!
১৯| বিয়ে হল দুজন মানুষের মধ্যে একটি বন্ধন (Bengali Love Quotes), যেখানে একজন সব সময় জন্মদিন-অ্যানিভার্সারি ভুলে যায় আর অন্যজন তাকে সেগুলো সর্বদা মনে করিয়ে দেয়!
২০| লাভ, লাফটার অ্যান্ড হ্যাপিলি এভার আফটার! এটুকু হলেই সেই বিয়ে সার্থক!
সদ্য বিবাহিতদের জন্য বাছাই করা ভ্যালেন্টাইনস কোটস ও শুভেচ্ছা বার্তা (Valentine’s Day Quotes & Wishes for Newly Married Couple)
যারা জাস্ট ম্যারেড মানে যাঁদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, তাঁদের জন্য এই দিনটির বিশেষ মাহাত্ম্য আছে। অনেকে তো আবার আহ্লাদের চোটে ওই বিশেষ তারিখেই বিয়ে করার আবদার করেন বাড়ির লোকেদের কাছে। সে অর্থে ভ্যালেন্টাইনস ডে’ অনেকের কাছে বিবাহবার্ষিকীও বটে। সুতরাং এই দিনটি আসার মাত্র কিছুদিন আগেই যাঁদের বিয়ে হয়েছে বা যারা প্রথম বিবাহবার্ষিকী (Bangla Romantic SMS) পালন করছেন তাঁদের জন্য রইল কিছু স্পেশ্যাল লাভ কোটস।
১| সবাই বলে জীবন শুরু করা উচিত ভাল কিছু দিয়ে। তুমি আমার জীবনে এসেছ, এর চেয়ে ভাল আর কী হতে পারে।
২| আমায় আজ অপরূপ সুন্দরী লাগছে, কারণ তুমি আমায় ছুঁয়ে দিয়েছ, তাই তো আমি এত সুন্দর হতে পেরেছি।
৩| শুধু আমি তোমায় ভালবাসি এই তিনটে শব্দ বলে আমার প্রেমের গভীরতা (Bangla Romantic SMS) তোমায় বোঝাতে পারব না। এর জন্য তোমাকে আমার মনের সমুদ্রে ঝাঁপ দিতে হবে।
৪| আমরা দুজনে মিলে একটা পরিবার শুরু করেছি। এমন একটা পরিবার যার ভিত দাঁড়িয়ে আছে ভালবাসার উপরে।
৫| তুমি আমাকে অনেক দায়িত্ব দিয়েছ একটা পরিবারকে সুখী রাখার জন্য। কিন্তু আমি নিশ্চিন্তে আছি যে আমার দায়িত্ব তুমি নিজে নিয়েছ আর দারুণভাবে সেটা পালন করছ। আমি সত্যিই সৌভাগ্যবতী।
আরও পড়ুনঃ স্ত্রীর জন্মদিনের স্পেশাল শুভেচ্ছা বার্তা
৬| সবে জীবন শুরু করেছি তোমার সঙ্গে। ভয় হয়, যদি জীবনে কোনও বাধা আসে। কিন্তু তাঁর পরেই মনে হয় আমাদের কাছে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে, তার নাম ভালাবাসা (প্রেমের কোটস)। আর সেই অস্ত্র দিয়েই সব বাধা দূর করব আমরা।
৭| প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে, কী অপূর্ব এই অনুভূতি। কিন্তু একা একা কি আর এই প্রেম উদযাপন করা যায়। তুমি শক্ত করে সারাজীবন আমার হাত ধরে থাকো।
৮| বিয়ের পর এই পবিত্র বন্ধনের অর্থ (Bangla Romantic SMS) বুঝতে পারছি। আগুনের মতো উজ্জ্বল ভালাবাসাই এর শক্তি।
৯| আসল ভালাবসা বা প্রেমকে নাকি অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। আমি জানি তুমি পাশে থাকলে আমি এরকম অনেক পরীক্ষায় পাশ করে যাব খুব সহজে।
১০| কখনও ভেবে দেখিনি কিন্তু আজ বুঝতে পারছি যে আমাদের শরীরটাই শুধু আলাদা, মনে মনে আমরা একদম এক হয়ে গেছি। আর আমাদের কেউ আলাদা করতে পারবেনা।
বন্ধুদের উদ্দেশ্যে ভালবাসার বার্তা (Happy Valentine’s Day Wishes for Friends)
বন্ধুদের ছাড়া জীবন চলে না। সুখে দুঃখে বিপদে, আপদে তাঁরাই আপনার পাশে দাঁড়ান। তার মাণে কিন্তু এই নয় যে বন্ধুকে প্রেমিক বা প্রেমিকা (Valentines Day Quotes In Bengali) হতেই হবে। তবে ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে। বন্ধুত্ব দিয়েও তো অনেক প্রেমের কাহিনি শুরু হয়। তাই আপনার প্রিয় বন্ধুদের জন্য রইল কিছু মেসেজ –
১| প্রকৃস সুখ কাকে বলে জানো? যখন তুমি যাকে ভালবাসো সেই বন্ধুও তোমাকে প্রাণভরে ভালবাসে! আর সেই ভালবাসা খাঁটি সোনার মতো হয়। সেখানে কোনও খাদ থাকে না।
২| ভ্যালেন্টাইনস ডে-তে বিশ্বের সব কবিদের ছুটি! কারণ, প্রেম নিয়ে কবিতা c তো তাঁরা ইতিমধ্যেই লিখে ফেলেছে!
৩| যে তোমাকে সত্যিই ভালবাসে, তাঁর চোখে তোমার কোনও খামতিই ধরা পড়বে না!যেমন আমার প্রিয় বন্ধুদের অনেক বদমায়েশি আমি মেনে নিয়েছি হাসিমুখে। ওরাও অবশ্য আমার অনেক আবদার হাসি মুখে মেনে নিয়েছে।
৪| ভালবাসার আসল মানে হল, লেগে থাকা, ভালবাসার মানুষটির উপর থেকে বিশ্বাস (Valentines Day Quotes In Bengali) না হারানো! আর যে বন্ধুরা আমায় সব সময় ঘিরে থাকে তাঁদের চেয়ে বড় ভালবাসার মানুষ আর কে আছে।
৫| আসল প্রেমিক-প্রেমিকা কোথাও দেখা করতে যায় না! কারণ, তারা একে-অন্যের হৃদয়ে থাকে!
৬| জীবনের সেরা রিফ্রেশমেন্টের নামই হল ভালবাসা!
৭| কাউকে ভালবাসলে নিজেকে আর একা লাগে না!
৮| এস্কিমোরা নাকি বরফকে দুশোটা নামে ডাকে! কারণ, বরফ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ! আপনিও তা হলে এবার থেকে ভালবাসার দুশোটা নাম ঠিক করতে শুরু করুন!
৯| যেখানে ভালবাসা আছে, সেখানেই একমাত্র প্রাণভরে শ্বাস নেওয়া সম্ভব।
১০| ভালবাসা জীবনের সব সমস্যাকে তুড়ি মেরে সরিয়ে দেয় না। কিন্তু তার মোকাবিলা করার সাহস জোগায়! সেটাই বা কম কীসের?
সোশ্যাল মিডিয়ায় ভ্যালেনন্টাইনস ডে’র স্ট্যাটাস আপডেট (Bangla Valentine’s Day Status)
ছবি সৌজন্যে: পিক্সাবে
সময়ের সাথে সাথে পাল্টে গেছে প্রেমের সংজ্ঞা। এখন আর ব্রেকআপ হলে কেউ দেবদাস হয়না। বরং আজকের প্রজন্ম জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করে। সেটা গভীর দুঃখের মুহূর্ত হলেও। আর তাই তো এখন চল হয়েছে এই বিশেষ দিনগুলোতে সোশ্যাল মিডিয়ায় ভালবাসার স্ট্যাটাস আপডেট দেওয়ার। কখনও সেই স্ট্যাটাসে থাকে দেদার মজা, আবার কখনও থাকে হাল্কা দুঃখের ছোঁয়া। তবে সেটা মোড়া থাকে ভালবাসার মোড়কে। আসুন সেরকম কয়েকটা স্ট্যাটাস আপডেট দেখে নেওয়া যাক।
১| সিঙ্গল আছি কিন্তু এখনই মিঙ্গল করার কোনও ইচ্ছে নেই। তাই আজকের দিনটা আমায় নিজের মতো করে কাটাতে দাও প্লিজ।
২| হয়ে আছি রাজি, হয়ে আছি একা, নেই শুধু তোমার দেখা। কেউ কি আছ, যে আজ আমার মনের কথা খুব মন দিয়ে শুনবে?
৩| এস দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই আবেশে থাকব সারাদিন। আজ প্রেমের দিনে সেই মনের মানুষকে আমি যে এটাই বলতে চাই। সে কি আদৌ বুঝতে পারছে আমার কথা।
৪| ভালবাসতে তো ইচ্ছে করে খুব, কিন্তু আমার আবার ব্র্যান্ডেড জিনিস ছাড়া চলে না (ভালবাসার স্ট্যাটাস)। তাই কোটিপতি না হলে আমার প্রেমিক হওয়ার আবেদন করবেন না প্লিজ। জাস্ট জোকিং। শুভ প্রেম দিবস।
৫| হিংসা আর দ্বেষ ভুলে সবার মধ্যে প্রেমের বার্তা ছড়িয়ে দিন। তবেই আজকের দিনটি সার্থক হবে।
৬| আমার কাছে প্রতিটা দিনই ভ্যালেন্টাইনস ডে (Happy Valentine’s day)। কারণ ভালবাসার কোনও নির্দিষ্ট দিন হয়না। এটা প্রতি মুহূর্তে উদযাপন করতে হয় (ভালবাসার স্ট্যাটাস)।
৭| আমার মা, আমার সমস্ত ভালবাসার উৎস। তাই এই দিনটা আমি তাঁকেই উৎসর্গ করলাম।
৮| আমার পরিবার, আমার বন্ধু বান্ধব আর সমস্ত কাছের মানুষ যারা এতদিন আমার এত অন্যায় আবদার মুখ বুজে সহ্য করে এসেছেন তাঁদের জানাই শুভ প্রেম দিবস।
৯| আমি নাকি খুব কুঁড়ে তাই নাকি আমার প্রেম হয়না। তাই কি? কিন্তু আমি আমাকে নিয়ে দিব্যি আছি। আজ জমিয়ে সেলিব্রেট করব। সব বন্ধুদের বলছি যে যেখানে আছিস আমার বাড়ি চলে আয়।
১০| আজ ডায়েট ভুলে প্রচুর চকোলেট খাব। আজ যে মিষ্টি প্রেমের দিন। আজ জমিয়ে সেলিব্রেট করা উচিত।
ভ্যালেন্টাইনস ডে’র জন্য বাছাই করা কিছু মিম (10 Funny Valentine’s Day Memes)
মিম কাকে বলে আর কেন ব্যবহার হয়, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি জেনে নিয়েছেন। এখন তো আমাদের হাসি, কান্না থেকে শুরু করে সব রকমের অনুভূতি এই মিমের সাহায্যেই আমরা প্রকাশ করি। সব যখন হচ্ছে তাহলে প্রেম দিবসই বা বাদ যায় কেন। তাই আমরা সেরার সেরা দশটা ভ্যালেন্টাইন স্পেশ্যাল মিম নিয়ে এসেছি আপনাদের জন্য।
ছবি সৌজন্যে: ফেসবুক
দেখুন একবার এই খুদে প্রেমিককে। অমন দাঁত মুখ খিঁচিয়ে ঘুষি দেখিয়ে যদি কেউ প্রেমিকা চায়? তাহলে কি কেউ আসবে? তবে ছোকরার অ্যাটি আছে মানতে হবে! আপনারা কী বলেন?
ছবি সৌজন্যে: ফেসবুক
হ্যাঁ, প্রেম দিবস মানে কিন্তু এই শব্দগুলোই বারবার আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। চকোলেট, এক গোছা গোলাপ, টেডি বিয়ার। আপনার পছন্দ না হলেও এগুলো প্রেম দিবসের সঙ্গে জড়িত।
ছবি সৌজন্যে: ফেসবুক
এটা কিন্তু একটা দারুণ মিম। তাই না? এমনটাই কিন্তু অনেকে করে থাকেন। এঁরা প্রেম করার জন্য ব্যাকুল থাকেন। অথচ সবার সামনে দেখান যে তাঁরা এই দিনটা মোটেই পছন্দ করেন না।
ছবি সৌজন্যে: ফেসবুক
এই রে ভয়ানক খেপে গেছেন ইনি। রীতিমতো বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছেন। তিনি ছাড়া আর কেউ প্রেম দিবসে একা আছেন কিনা জানতে চাইছেন। চিল ম্যান!
ছবি সৌজন্যে: ফেসবুক
হা হা হা! এটা শুনে পেট গুলিয়ে হাসি এল। আজকের দিনে মুখ ভার করে থাকার কোনও মানে হয়না। কারণ বছরের বাকি দিনগুলোতেও আপনাকে কেউ ভালবাসেনা।
ছবি সৌজন্যে: ফেসবুক
অনেকেই কিন্তু এটাকে প্রেম দিবস নয়,অন্যান্য ছুটির দিনের মতো একটা ছুটির দিন বলে মনে করেন। তাঁদের প্রেমিক আছে না নেই সেই তোয়াক্কা না করে তাঁরা শুধু ঘুমিয়ে কাটান।
ছবি সৌজন্যে: ফেসবুক
বাবা, ইনি তো খুব গম্ভীর মানুষ। লাভ ইজ ইন দি এয়ার শুনে ভারী রেগে গেছেন। বাতাসে নাকি মোটেও ভালবাসা থাকে না। থাকে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। রক্কে করো রগুবীর!
ছবি সৌজন্যে: ফেসবুক
একদম মনের কথা জানেন তো! এটা এক্কেরে আমার মনের কথা। কত কী ভেবে রাখি, আর আপিসে ঘাড় গুঁজে কাজ করতেই দিন কেটে যায়।
ছবি সৌজন্যে: ফেসবুক
আদিম যুগে বুঝি এভাবেই প্রেম ট্রেম নিবেদন করা হত। আমার এখন নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে আমি ওই যুগে জন্মায়নি বলে।
ছবি সৌজন্যে: ফেসবুক
বাবারে! উনি প্রেম করতে বলছেন না হুমকি দিচ্ছেন বোঝা দায়। অমন চোখের দিকে তাকালে যে পিলে চমকে যাবে মশাই। একটু হাসুন না! দাঁতে পোকা নাকি?
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়।
Image Source: Instagram, Pixabay, Facebook