logo
ADVERTISEMENT
home / Uncategorized
বিবাহ বার্ষিকীতে পাঠান এইরকম সেরা ৬০টি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও মেসেজ (Bengali Anniversary Quotes)

বিবাহ বার্ষিকীতে পাঠান এইরকম সেরা ৬০টি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও মেসেজ (Bengali Anniversary Quotes)

বাংলায় প্রবাদ আছে, লাখ কথার পর বিয়ে হয়। তা সে কথা অক্ষরে-অক্ষরে সত্যি। লাখ কেন, মাঝে-মাঝে তো কোটি-কোটি কথাও হয়ে থাকে! আর সাত পাকে বাঁধা পড়ে বিয়ের অনুষ্ঠান যেমন দেখতে-দেখতে শেষ হয়ে যায়, ঠিক তেমনই চোখের পলক ফেলতে না-ফেলতে টুক করে একটা বছর পারও হয়ে যায়। বিয়ের অ্যালবামের পাতা উল্টে দেখতে-দেখতে মনে হয়, আরে, এই তো সেদিনের ব্যাপার, এর মধ্যে এক বছর পার হয়ে গেল? কোনও-কোনও দম্পতি তো পঁচিশ-তিরিশ বছরও পার করে ফেলেন অনায়াসে। আর এই সময় তাদের আপনার জন বা খুব কাছের মানুষ যদি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (Anniversary Wishes In Bengali) বার্তা পাঠায়, তা হলে খুশিতে মন ভরে ওঠে। একটা কথা বলুন তো? ধরে নিন, স্বীকারোক্তি করতেই বলছি। আপনার জীবনের বিশেষ এই দিনটিতে ফরওয়ার্ড করা বা ইন্টারনেট থেকে টুক করে তুলে নেওয়া বিবাহ বার্ষিকী মেসেজ পেতে ভাল লাগে? হ্যাঁ, তাতে হয়তো সৌজন্য রক্ষা হয়, কিন্তু আন্তরিকতার ছোঁয়া থাকে কি? উঁহু, একদমই থাকে না।  সেই জন্যই আমরা নিয়ে এসেছি এমন কিছু বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও মেসেজ যা আপনি ইন্টারনেটে পাবেন না। এ একদম আপনার নিজস্ব, আন্তরিকতায় পরিপূর্ণ শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা (Marriage Anniversary Wishes In Bengali), যা আপনি আপনার পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধুবান্ধব, সকলের বিবাহ বার্ষিকী তে পাঠাতে পারবেন।

আরো পড়ুনঃ জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা

পরিবারের বাইরে পরিচিতদের জন্য বিবাহ বার্ষিকী মেসেজ

সময়ের ভিত্তিতে বিবাহ বার্ষিকী মেসেজ

ADVERTISEMENT

পরিবারের লোকজনের জন্য বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (Anniversary Wishes In Bengali)

Marriage-Anniversary-Wishes-In-Bengali

পরিবারের লোকজনের বিবাহ বার্ষিকী পালন করার মজাই আলাদা। পেট ভরে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন যেমন থাকে, ঠিক তেমনই আপনার বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তায় (Bengali Anniversary Quotes) তাদের মনেও লাগে খুশির ছোঁয়া।

বউকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (Anniversary Wishes for Wife In Bengali)

১| যদি তুমি আমায় জিজ্ঞেস কর যে আমি এখনও তোমায় আগের মতন ভালবাসি কিনা, আমি বলব, হ্যাঁ…যতই সময় যাক, অথবা বয়স বাড়ুক, শেষ দিন পর্যন্ত ভালবাসব তোমায়…তুমি আমার কাছে চির নতুন। শুভ বিবাহবার্ষিকী।

২| যদি আমাদের আগে দেখা না হয়ে আগামিকাল হত, তবে আমি আবার তোমায় আমার মন দিয়ে দিতাম। কারণ আমরা পরষ্পরের পরিপূরক, শুভ বিবাহবার্ষিকী

ADVERTISEMENT

৩| আমি সেই দিনটা কখনও ভুলব না, যেদিন আমি তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। কারণ সেই দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম, কারও জন্য চিন্তা কাকে বলে। কাউকে বারবার দেখার ইচ্ছে কাকে বলে। বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালবাসা কাকে বলে। শুভ বিবাহবার্ষিকী।

৪| আমার সবটুকু ভালবাসা তোমার জন্য (Marriage Anniversary Wishes In Bengali)। তোমাকে জানাই শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।

৫| আমার মনের সব অনুভূতি সেদিন যেন হঠাৎ করে তাদের চেতনা ফিরে পেল, যেদিন আমি পেলাম তোমায় আমার করে। শুভ বিবাহবার্ষিকী।

৬| আমার জীবনে হয়তো অনেক না-পাওয়া আছে। কিন্তু তা সত্ত্বেও আমি খুশি এবং সুখী। কারণ আমার জীবনের সেরা পাওয়া তো আমি তোমাকে পেয়েই পেয়ে গিয়েছি। শুভ বিবাহবার্ষিকী।

ADVERTISEMENT

৭| আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সঙ্গে জুড়ে নেই, আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সঙ্গে। কারণ আমরা শুধু স্বামী-স্ত্রী নই। আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু। শুভ বিবাহবার্ষিকী।

৮| আজ সেই বিশেষ দিন আমাদের জীবনে আবার ফিরে এসেছে। যেদিন আমরা সাত পাকে বাঁধা পড়েছিলাম। তুমি আমার কাছে এখনও তেমন বিশেষ জায়গাতেই আছ। আর চিরকাল থাকবেও। শুভ বিবাহবার্ষিকী।

৯| তুমি কোনো কিছু ছাড়া তখনি থাকতে পারবে যখন তোমার কাছে বাঁচার অন্য কোনো সাধন থাকবে…. শুভ বিবাহবার্ষিকী…

১০| যেমনভাবে আমরা একসাথে সব সমস্যার সমাধান করতে করতে আমরা এগিয়ে চলেছি, তেমনভাবেই যেন চিরকাল আমরা এভাবেই এগিয়ে চলি। শুভ বিবাহবার্ষিকী।

ADVERTISEMENT

বাংলা শুভ রাত্রি এস এম এস ও গুড নাইট মেসেজ

স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (Anniversary Wishes for Husband In Bengali) 

Anniversary-Wishes-for-Wife-In-Bengali

১| আজ থেকে অনেক বছর পর এই ছোট্ট মেসেজটার হয়তো আর অস্তিত্বও থাকবে না। শুধু থাকবে আমাদের ভালবাসা, আজকের মতই। শুভ বিবাহবার্ষিকী।

২| যেদিন থেকে আমরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই দিন থেকে আমাদের একার আর কিছু নেই। সব কিছু দুজনের। শুভ বিবাহবার্ষিকী।

ADVERTISEMENT

৩| জীবনের আমায় দেওয়া সবচেয়ে ভাল উপহার হল, তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ। সেই মুহূর্তটার আজ বছর সম্পূর্ণ হল। শুভ বিবাহবার্ষিকী।

৪| শুভ হোক সব কিছু। শুভ হোক আগামী। তুমি ঠিক এভাবেই আমার পাশে থেকো। আমিও থাকব তোমার পাশে।

৫| আদরে, আহ্লাদে, আবদারে ঠিক এমনই ছেলেমানুষ থাক আজীবন। শুভ বিবাহবার্ষিকী।

৬| আবার একবার মনে করিয়ে দিচ্ছি, মালাবদল করেছিলাম আজকের দিনেই। উফ…, সে কি প্রেম! শুভ বিবাহবার্ষিকী।

ADVERTISEMENT

৭| শুভ বিবাহবার্ষিকী। মেসেজ তো সকালেই পাঠিয়ে দিলাম (Marriage Anniversary Wishes In Bengali)। এবার কিন্তু তোমার গিফট দেওয়ার পালা। সেটা ভুলে যেও না।

৮| আমি কিন্তু আগে উইশ করেছি, শুভ বিবাহবার্ষিকী। এবার আমার কি পাওনা বল?

৯| এবার কিন্তু বেড়াতে যাব আমরা। শহরের বাইরে কোথাও সেলিব্রেট করব আমাদের স্পেশ্যাল দিন। একে অপরকে বলে উঠব, শুভ বিবাহবার্ষিকী।

১০| ঝগড়া যেমন চলছে, তেমনই চলুক। আরও এক বছর ঝগড়ার বয়স বাড়ল। শুভ বিবাহবার্ষিকী।

ADVERTISEMENT

ভালোবাসার মানুষের জন্য আদরের ডাক নাম

বাবা-মায়ের জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা (Anniversary Wishes for Parents):

১| শুভ বিবাহ বার্ষিকী বাবা-মা। তোমরা এভাবেই দুজনে দুজনের সঙ্গে ঝগড়া করতে থাকো আরও একশ বছর !

২| আর কতদিন আমি রেফারির কাজ করব তোমাদের হয়ে? আজ ভাব করে নাও দুজনে। শুভ বিবাহ বার্ষিকী।

৩| তোমাদের মতো বাবা-মা পেয়ে আমি গর্বিত। যদিও তোমাদের রোজ দেখে মনে হয় কোনও রোম্যান্টিক কমেডি দেখছি। বিবাহ বার্ষিকীর অনেক-অনেক শুভেচ্ছা।

ADVERTISEMENT

৪| হ্যাপি অ্যানিভার্সারি (শুভ বিবাহ বার্ষিকী) ড্যাডি কুল আর মাম্মি ডিয়ার। তোমাদের জন্য  Goa-র  টিকিট কেটে রেখেছি। চুপি-চুপি ভাব করে নিও ওখানে গিয়ে। 

৫| তোমাদের এই মিষ্টি ভালবাসার গল্প যেন কোনওদিন শেষ না হয়। শুভ বিবাহ বার্ষিকী।

দিদি বা বোনের বিবাহ বার্ষিকী মেসেজ (Anniversary Wishes for Sister):

Marriage-Anniversary-Quotes-In-Bengali-1

১| তোদের মতো মিষ্টি কাপল দেখে সবাই হিংসেতে জ্বলে-পুড়ে যাচ্ছে। পুড়ুক গে, তাদের দিকে তাকাস না। শুভ বিবাহ বার্ষিকী।

ADVERTISEMENT

২| আমার ছোট্ট বোনের খেয়াল রাখার জন্য একজন এত ভাল মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছ বলে অনেক, অনেক ধন্যবাদ ভগবান। দুজনে খুব খুব ভাল থাকিস। শুভ বিবাহ বার্ষিকী।

৩| জামাইবাবু, জেনে রাখবেন যে, আপনি বুনো ওল হলে আমার দিদিও কিন্তু বাঘা তেঁতুল! এভাবেই আপনাদের টক, ঝাল, মিষ্টি সম্পর্ক এগিয়ে চলুক। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা (Marriage Anniversary Wishes In Bengali)।

৪| তোর চোখে জল নয় হাসি দেখতে চাই, একদম ঝগড়া করবি না। শুভ বিবাহ বার্ষিকী (বিবাহ বার্ষিকী মেসেজ)।

৫| তোমাদের সব আশা আকাঙ্খা পূর্ণ হোক। বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।

ADVERTISEMENT

দাদা বা ভাই এর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা (Wedding Anniversary Wishes for Brother):

১| আমার ভাইটার কী হবে সেই নিয়ে কত্ত চিন্তা ছিল! এই মিষ্টি মেয়েটার হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলাম। শুভ বিবাহ বার্ষিকী।

২| দাদা-বউদি শোনো, আমাকে রেস্তরাঁয় গিয়ে না খাওয়ালে আমি কিন্তু তোমাদের গিফট দেব না। জাস্ট জোকিং! লাভ ইউ বোথ! শুভ বিবাহ বার্ষিকী (বিবাহ বার্ষিকী স্ট্যাটাস)।

৩| কোনও সন্দেহ আর দ্বিধা ছাড়াই সুখে থাকো তোমরা। বিবাহ বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

৪| আমার ছোট্ট ভাইয়ের জীবনে আজ একটা বিশেষ দিন। এই ভাবেই সারা জীবন পরস্পরের পাশে দাঁড়িও তোমরা। অনেক ভালবাসা রইল (ম্যারেজ ডে উইশ)।

ADVERTISEMENT

৫| দেখতে-দেখতে আরও একটা বছর একসঙ্গে পার করে ফেললে তোমরা। আশা রাখি, আগামী একশ বছরও হাতে হাত রেখে এগিয়ে যাবে। শুভ বিবাহ বার্ষিকী।

পরিবারের বাইরে পরিচিতদের জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা (Marriage Anniversary Quotes In Bengali)

বিবাহ-বার্ষিকী-শুভেচ্ছা

পরিবার কি শুধু মা বাবা, স্বামী- স্ত্রী আর ভাই বোনকে নিয়ে গড়ে ওঠে? পরিবারের বাইরেও এক বৃহৎ পরিবার থাকে। আপনি যেখানে চাকরি করেন, সেখানকার সহকর্মী, বস থেকে শুরু করে আপনার ছোটবেলার বন্ধু তারাও তো পরিবার। তাদের আনন্দে সামিল হবেন না বুঝি? তাদেরকে ও জানান বিবাহ বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন (শুভ বিবাহ বার্ষিকী SMS)।

আরো পড়ুনঃ ৮৫টি পজিটিভ বানী যা বদলে দেবে আপনার জীবন

ADVERTISEMENT

প্রিয় বন্ধু বা বান্ধবীর জন্য বিবাহ বার্ষিকী মেসেজ (Anniversary Messages for Friends):

১| বিয়ের মেনুটা আর একবার  রিপিট করবি প্লিজ! হ্যাপি অ্যানিভার্সারি! (Happy Anniversary In Bengali)

২| তোর মতো নামকরা বিচ্ছুকে যে এতদিন সামলে রেখেছে, তাকে হ্যাটস অফ বস! শুভ বিবাহ বার্ষিকী।

৩| আমরা সেই নার্সারি থেকে একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম। স্কুল, কলেজের গণ্ডি পেরিয়ে বিয়েও হয়ে গেল (ম্যারেজ ডে উইশ)। আর দ্যাখ তোর বিবাহ বার্ষিকী ও কেমন দুম করে চলে এল। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোদের (Marriage Anniversary Wishes In Bengali)।

৪| আমার বন্ধু বেস্ট। আর তাই তাদের বিয়েও বেস্ট আর বিবাহ বার্ষিকী তো যাকে বলে সুপার ডুপার হিট (Anniversary Quotes In Bengali)

ADVERTISEMENT

৫| সব বন্ধুর চেয়ে শুধু তোকেই ভালোবাসি, তাই তো তোর মুখে শুধু দেখতে চাই হাসি। আজকের দিনে তোদের কি আমি ভুলে থাকতে পারি, অন্তর থেকে জানাই শুভ বিবাহ বার্ষিকী (বিবাহ বার্ষিকী এস এম এস)।

অফিসের বসের জন্য বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (Anniversary Wishes for Boss):

১| আপনি হলেন অফিসে বস, আর বাড়িতে বউদি! বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা স্যার (Happy Anniversary Sir)।

২| বস নয় একজন বড় দিদির মতো সামলে রেখেছেন আমাদের। আজ এই স্পেশ্যাল দিনে আমরা সবাই আমাদের অন্তরের শুভেচ্ছা জানাই। বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।

৩| আজ হাফ ডে নিয়ে নিন স্যার, না হলে বউদি হেব্বি খেপে যাবে! শুভ বিবাহ বার্ষিকী।

ADVERTISEMENT

৪| হ্যাপি ম্যারেজ ডে বস। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন (বিবাহ বার্ষিকী পোস্ট)।

৫| আমরা জানি, আপনি অফিসে যেভাবে আমাদের সকলের খেয়াল রাখেন, বাড়িতেও আপনি ততটাই দায়িত্বশীল। আপনার এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে উঠুক ভালবাসা আর আনন্দে। Happy Anniversary!

সহকর্মীর জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা (Wedding Anniversary Wishes for Colleagues):

বিবাহ-বার্ষিকী-শুভেচ্ছা-মেসেজ

১| অফিসে যেমন তুমি সব দায়িত্ব সুন্দর করে পালন করো, আশা করি তোমার জীবনসঙ্গী/ সঙ্গিনীর প্রতিও সেভাবে দায়িত্ব পালন করবে এভাবেই। বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।

ADVERTISEMENT

২| পার্টি চাই বুঝলে, পার্টি! শুভ বিবাহ বার্ষিকী।

৩| বউদির হাতের রান্না, আর প্রোমোশন না পেলে তোমার কান্না, দুটোই হিট।শুভ বিবাহ বার্ষিকী।

৪| আমরা সবাই মানে গোটা অফিস তোর বাড়িতে আসছি, এক্ষুনি!

৫| খুব-খুব ভাল থাকিস। আর অফিসের চিন্তা আজ আর করিস না। আমরা আছি তো। শুভ বিবাহ বার্ষিকী (Happy Wedding Anniversary In Bengali)

ADVERTISEMENT

প্রিয় শিক্ষক বা শিক্ষিকার জন্য বিবাহ বার্ষিকী মেসেজ (Anniversary Wishes for Teacher):

১| আমার জীবনের ভিত গড়ে দিয়েছেন আপনি, তাই আজ এই বিশেষ দিনটা আমি কোনওদিন ভুলতে পারব না। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন স্যার (বিবাহ বার্ষিকী নিয়ে উক্তি)।

২| আপনি আর ম্যাডাম আমাকে সন্তানের মতো স্নেহ করতেন, আপনাদের বিয়ের তারিখ ভুলে যাব? হতেই পারে না। শুভ বিবাহ বার্ষিকী (বিবাহ বার্ষিকী এস এম এস)।

৩| স্যার, আজ আপনার বাড়িতে শুধু মাংস-ভাত খেতে আসব! পড়া ধরবেন না কিন্তু! শুভ বিবাহ বার্ষিকী।

৪| যেভাবে ছাত্রছাত্রীদের আপনি আগলে রেখেছেন, সেভাবে পরস্পরের পাশে সারাজীবন সাপোর্ট সিস্টেম হয়ে থাকুন। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা (Anniversary Quotes In Bengali)।

ADVERTISEMENT

৫| আপনি আমার জীবনে মহীরুহ হয়ে সারাজীবন আমায় ঝড়-বৃষ্টি থেকে বাঁচিয়ে রেখেছেন। আজ আপনার জীবনের এই বিশেষ দিন সার্থক হয়ে উঠুক। শুভ বিবাহ বার্ষিকী।

ছোটবেলার বন্ধু বা বান্ধবীর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (Anniversary Wishes for Childhood Friend):

Marriage-Anniversary-Wishes-In-Bengali-4

১| আমার ছোটবেলার বন্ধুর বাঁদরামি সহ্য করার জন্য Thank you very much। শুভ বিবাহ বার্ষিকী (বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা)।

২| কত ছোট্টবেলার সাথী তুই আমার। আজ তোর জীবনের স্পেশ্যাল দিনে আমি প্রার্থনা করি তোর সব আশা পূর্ণ হোক।

ADVERTISEMENT

৩| বন্ধু আমার সাথী আমার তোকে বাসি ভাল/ তোর জীবনে জ্বলতে থাকুক ভালবাসার আলো। শুভ বিবাহ বার্ষিকী।

৪| এই যে আমার বন্ধু তোর ম্যারেজ লাইফ চলতে থাকুক, হয় না যেন এর এন্ড। তোদের জানাই শুভ বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা (বিবাহ বার্ষিকী মেসেজ)।

৫| যখন প্রেম করতিস দু’জনে তখন থেকে তোদের ঝগড়া থামাতে থামাতে আমার মাথার সব চুল পড়ে গেছে। এবার একটু ক্ষান্ত দে! অনেক ভালোবাসা তোদের জন্য, যদিও আমার তাতে কোনও লাভ নেই! শুভ বিবাহ বার্ষিকী।

সময়ের ভিত্তিতে বিবাহ বার্ষিকী মেসেজ (Marriage Anniversary SMS Bangla)

শুভ-বিবাহ-বার্ষিকী-এস-এম-এস

ADVERTISEMENT

আপনার বিয়ের ঠিক কত বছর আপনি হেসে খেলে পার করলেন, তার উপরেও নির্ভর করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা (শুভ বিবাহ বার্ষিকী এস এম এস) কেমন হবে। বিয়ের প্রথম বছরের পর ২৫ বছরে হয় সিলভার জুবিলি (Silver Jubilee), ৪০ বছরে হয় রুবি জুবিলি (Ruby Jubilee), ৫০ বছরে গোল্ডেন জুবিলি (Golden Jubilee), ৬০ বছরে ডায়মন্ড জুবিলি (Diamond Jubilee) এবং ৭০ বছরে হয় প্ল্যাটিনাম জুবিলি (Platinum Jubilee)।

প্রথম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস (1st Wedding Anniversary Wishes):

১| সাত পাকেতে বাঁধা পড়ে দিলাম বেঁধে গিঁট/ একটা বছর পার হল যে বিয়ে সুপারহিট। Happy 1st Anniversary!

২| একটা বছর হেসে-খেলে যেভাবে পার করলে (বিবাহ বার্ষিকী মেসেজ) এভাবেই আগামী একশ বছর কাটিয়ে দাও।   

৩| হাতে হাত রেখে যে কথা দিয়েছিলে (Marriage Anniversary Wishes In Bengali), সারা জীবন সেই কথা রাখতে হবে কিন্তু। প্রথম বিবাহ বার্ষিকী সফল হোক।

ADVERTISEMENT

৪| কামনা করি এক-এর পরে হাজারখানেক শূন্য বসে বিবাহ বার্ষিকী জমজমাট করে দিক।

৫| একেই জ্বলে উঠুক এক হাজার ঝাড়বাতি! শুভ বিবাহ বার্ষিকী (প্রথম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস)।

রূপক জয়ন্তী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা (25th Wedding Anniversary Wishes):

যাদের বিয়ের ২৫ বছর হয়েছে –

১| রুপোর মতো ঝলমল করো দু’জনে এভাবেই সারা জীবন। শুভ বিবাহ বার্ষিকী।

ADVERTISEMENT

২| ভালবাসার বন্ধন হোক রুপোর মতো চকচকে, সারাজীবন থাক তার ঔজ্জ্বল্য। শুভ বিবাহ বার্ষিকী।

৩| পঁচিশ বছর এক নিমেষে করে দিলে পার/ আশা রাখি দিনটা ফিরে আসুক যে বারবার। বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা (Marriage Anniversary Wishes)।

৪| আগে জানতে চাই আজকের মেনু! তবেই Happy Anniversary বলব!

৫| খরস্রোতা নদীর মতো, অভ্রভেদী পাহাড়ের মতো, সবুজ বনানীর মতো অক্ষয় হোক ভালবাসা। বিবাহ বার্ষিকীর আন্তরিক অভিনন্দন (শুভ বিবাহ বার্ষিকী এস এম এস)।

ADVERTISEMENT

স্বর্ণ জয়ন্তী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা (50th Wedding Anniversary Wishes):

বিবাহ-বার্ষিকীর-শুভেচ্ছা

যাদের বিয়ের ৫০ বছর হয়েছে –

১| তুমি তো সোনা-ই আর তোমার সঙ্গে যে সারা জীবন দাঁড়িয়ে আছে সে যে সোনার চেয়েও দামী। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।

২| গুনে-গুনে পঞ্চাশটা রসগোল্লা চাই কিন্তু! (Happy Anniversary In Bengali)।

ADVERTISEMENT

৩| তোমাদের ভালবাসার যা বহর দেখছি, সরকার তো এর পর পুরো পচাশ হাজার ইনাম না রেখে পারবে না! Happy Anniversary Old Is Gold Couple।

৪| পঞ্চাশ? আমি তো একশ কবে হবে তার জন্য দিন গুনছি! বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন (বিবাহ বার্ষিকী মেসেজ)।

৫| গব্বর সিং থাকলে বলত, এখানে থেকে পঞ্চাশ ক্রোশ দূরের বাচ্চারাও জেনে গেছে তোমরা দু’জনে দু’জনকে কতটা ভালবাসো।

হীরক জয়ন্তী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা (60th Wedding Anniversary Wishes):

যাদের বিয়ের ৬০ বছর হয়েছে –

ADVERTISEMENT

১| হিরের মতো ঝকমক করুক আগামী বছরগুলো। Happy Anniversary।

২| ষাট বছর পার করা কি মুখের কথা? ভাবলেই দারুণ লাগছে। শুভ বিবাহ বার্ষিকী (Happy Anniversary)।

৩| ভালবাসা আর ঝগড়া দুই মিলিয়েই দিব্যি ষাট বছর পার করে দিলে তোমরা। বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।

৪| ষাট বছর বলে কথা, আর কী বলব, বালাই ষাট, কারও যেন নজর না লাগে (বিবাহ বার্ষিকী নিয়ে স্ট্যাটাস)।  

ADVERTISEMENT

৫| ষাট বছরের বিবাহ বার্ষিকী (বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস), ফাইভ স্টারে পার্টি না দিলে অনশন করব! শুভ বিবাহ বার্ষিকী।

প্ল্যাটিনাম জয়ন্তী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও মেসেজ (70th Wedding Anniversary Wishes):

Marriage-Anniversary-Wishes-In-Bengali-6

যাদের বিয়ের ৭০ বছর হয়েছে –

১| আইব্বাস! প্ল্যাটিনাম!!!! বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন (বিবাহ বার্ষিকী উইশ)।

ADVERTISEMENT

২| তোর বউকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বলছি… এই উজবুকটাকে এত বছর কী করে সহ্য করল? হাহাহা।

৩| সোনা, রুপো, হিরে, রুবি পেরিয়ে প্ল্যাটিনামে পৌঁছে গেল বিয়ের তারিখ! স্পেশ্যাল দিন তো স্পেশ্যাল করেই পালন করতে হবে। অনেক-অনেক অভিনন্দন। শুভ বিবাহ বার্ষিকী।

৪| উত্তম-সুচিত্রার জুটিকেও হার মানিয়ে দিলে তোমরা (বিবাহ বার্ষিকী স্ট্যাটাস)। বলছি যে ‘’এই পথ যদি না শেষ হয়’’ গোছের একটা ফটোশুট হবে নাকি? Happiest Marriage Anniversary।

৫| সুখে-দুঃখে, হাসি-কান্নায় এতগুলো বছর পার করা কি চাড্ডিখানি কথা? অন্তরের অভিনন্দন জানাই দু’জনকেই। শুভ হোক বিবাহ বার্ষিকী।

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

বিয়ের কনের জন্য মেহেন্দির ডিজাইন

প্রিয়জনকে পাঠান জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা

ADVERTISEMENT

ভালোবাসার মানুষটির জন্য রোম্যান্স ভরা গুড মর্নিং মেসেজ

কয়েকটি রোমান্টিক প্রেমের ধাঁধা

शादी के बधाई संदेश

स्वयं की शादी की सालगिरह (हैप्पी मैरिज एनिवर्सरी)

ADVERTISEMENT
06 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT