ADVERTISEMENT
home / নাইটলাইফ এবং ফুড
কলকাতায় বসেই স্বাদ নিন খাঁটি বাংলাদেশি রান্নার! রইল সেরা কয়েকটি রেস্তরাঁর সন্ধান

কলকাতায় বসেই স্বাদ নিন খাঁটি বাংলাদেশি রান্নার! রইল সেরা কয়েকটি রেস্তরাঁর সন্ধান

খাই-খাই করো কেন? এসো বস আহারে! সুকুমার রায়ের এই কথা যুগ-যুগ ধরে বাঙালি মেনে এসেছে। আর যত্ন করে থালা সাজিয়ে হরেক রকম সুস্বাদু পদ রেঁধে বেড়ে আন্তরিকতা দিয়ে পরিবেশন করায় বাংলাদেশের জুড়ি নেই। বাংলাদেশের হৃদয় যতটা বড়, তার চেয়েও বড় এখানকার সুস্বাদু পদের তালিকা। বাংলাদেশের (Bangladeshi) প্রতিটা জেলার রান্না আলাদা। আর বাঙাল রান্না মানেই সেটা অসম্ভব ঝাল পদ নয়। কোনও-কোনও জেলায় মিষ্টি রান্নাও হয়। আর এই সবরকম পদ বহু বছর ধরে আপামর কলকাতাবাসীকে পরিবেশন করে আসছে এই বাংলাদেশি রেস্তরাঁগুলি (Restaurants)। চিনে, জাপানি আর মোগলাই তো অনেক হল। এবার একটু স্বাদ বদল হোক তা হলে। কী বললেন? আপনি এখনও কলকাতার এই রেস্তরাঁ (Restaurants) গুলোতে বাংলাদেশি (Bangladeshi) খাবারের স্বাদ নিতে যাননি? দেরি করবেন না। এই উইকএন্ডেই চলে যান আর উপভোগ করুন এক টুকরো বাংলাদেশ!

আরও পড়ুনঃ কলকাতার সেরা রুফটপ রেস্তোরাঁর হদিশ

কস্তুরি

Afsaris Kitchen

ADVERTISEMENT

বাংলাদেশি রেস্তরাঁর খোঁজ করলেই সবার প্রথমে আসবে এই নাম। যদিও দক্ষিণ কলকাতায় (যাদবপুরে ও সাউথ পয়েন্ট স্কুলের কাছে) এদের আরও দু’টি শাখা আছে তবে এটি সবচেয়ে পুরনো আর জনপ্রিয়। খাঁটি বাংলাদেশি রান্নার স্বাদ পাবেন এখানে। বিশেষত বর্ষার সময় এখানে আসে খাস পদ্মার ইলিশ।

চেখে দেখতে ভুলবেন না

বাটা মাংস (চিকেন ও পাঁঠা দুই মিলবে) এবং কচু চিংড়ির ঝাল।

দু’জনের জন্য খরচ

ADVERTISEMENT

১০০০ টাকা

ঠিকানা

৭ এ, যদুনাথ সার্বভৌম লেন, কলকাতা ১৬

ফোন

ADVERTISEMENT

৮৩৩৪৯ ২২২২৫

ঢাকাই হাণ্ডি

Afsaris Kitchen

নামের সঙ্গে জুতসই খাবার মিলবে এখানে। খাস ঢাকাই খাবার তো আছেই, এ ছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার পদও পাবেন এখানে।

ADVERTISEMENT

চেখে দেখতে ভুলবেন না

ঢাকাই দম পোলাও

দু’জনের জন্য খরচ

৭০০ টাকা

ADVERTISEMENT

ঠিকানা

১২৪ কালীচরণ ঘোষ রোড, সিঁথি, কলকাতা ৫০, (প্রয়োজনী রিটেল স্টোরের কাছে)

ফোন    

৮১০০২৪৪৫৫১

ADVERTISEMENT

রাঙামাটি

_taanjina_

কী সুন্দর নাম এই রেস্তরাঁর। যেন মনে হয়, চোখের সামনে বাংলাদেশের ছবি ফুটে উঠেছে। একদম খাঁটি বাঙাল রান্না পাবেন এখানে। তবে হ্যাঁ, ঝাঁ চকচকে গ্ল্যামার এখানে নেই। ছোট্ট ছিমছাম একটি রেস্তরাঁ। রেস্তরাঁটি মুকুন্দপুরের হাসপাতাল কমপ্লেক্স অঞ্চল অর্থাৎ যেখানে নানা নামী-দামি হাসপাতাল আছে সেখানে অবস্থিত, তাই মূলত রোগীর আত্মীয়স্বজন, বিশেষ করে বাংলাদেশ থেকে আগত মানুষদের জন্য এটি তৈরি করা হয়েছে।

চেখে দেখতে ভুলবেন না

ADVERTISEMENT

মাংস ও মাছের পদ

দু’জনের জন্য খরচ

৫০০ থেকে ৬০০ টাকা

ঠিকানা

ADVERTISEMENT

শপ ৪, মুকুন্দপুর, কলকাতা ৯৯ (দেবী শেট্টি হাসপাতালের কাছে)

ফোন নম্বর

৯৮৩৬ ৯২০১৫০

দুই পার বাংলা

ADVERTISEMENT

Sharias_Apron

নাম শুনেই বুঝতে পারছেন, এখানে এপারওপার দুই বাংলার রান্নাই পাওয়া যায়। অর্থাৎ আপনি বাঙাল হন বা ঘটি কবজি ডুবিয়ে খেতে কোনও অসুবিধে হবে না।

চেখে দেখতে ভুলবেন না

পোলাও, বিরিয়ানি আর মটন ডাকবাংলো, ইলিশ ঝাল

ADVERTISEMENT

দু’জনের জন্য খরচ

৭০০ থেকে ১০০০ টাকা

ঠিকানা

বিএমসি/১২/১১/ এন/৭৩ , ব্লক মণ্ডল গাঁঠি, ভিআইপি রোড, মল রোড, কলকাতা ৮০, (ওটু হোটেলের সন্নিকটে, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিপরীতে)।

ADVERTISEMENT

ফোন নম্বর

৯০৮৮৯২ ৯২৯২ , ৯০৮৮৮৬ ৮৬৮৬  

 

মূল ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম ও ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

 

ADVERTISEMENT

 

20 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT