ADVERTISEMENT
home / Care
লম্বা চুল চান? ভাতের ফ্যান ফেলে না দিয়ে চুলে মেখে নিন

লম্বা চুল চান? ভাতের ফ্যান ফেলে না দিয়ে চুলে মেখে নিন

এই বৃষ্টিভেজা পরিবেশে একটু গল্প শোনাই বরং আপনাদের। দক্ষিণ চিনের এক গ্রামের নাম হুয়াংলুও সেখানে এখনও থাকে রূপকথার সেই একঢাল চুলের রাপুনজেল! বিশ্বাস হচ্ছে না তো? এদিকে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড এই গ্রামকে ঘোষণা করেছে পৃথিবীর সবথেকে দীর্ঘ চুলের গ্রাম হিসেবে (how to use rice water for hair growth)। এখানকার প্রতিটি মহিলার চুল ৬ ফিট লম্বা!! আর আশি বছর বয়সেও এখানকার মহিলাদের চুলের রঙ কুচকুচে কালো। এ যেন সত্যিই কুঁচবরণ কন্যাদের মেঘবরণ চুলের গল্প।

চুলের গোপন রহস্যটি কী?

সংগৃহীত

আপনি ভাবছেন এই ঘন, লম্বা আর কালো চুলের রহস্যটি কী? এই প্রশ্ন নিয়ে অনেকেই গিয়েছিলেন সেই গ্রামে আর খোঁজখবর নিয়ে কি জানা গেছে বলুন তো? তাদের এই চুলের রহস্যের পিছনে আছে চাল ধোয়া জল।

চাল ধোয়া জলের গুরুত্ব

সামান্য চাল ধোয়া জলে এমন কি গুণ আছে যার জন্য চুল এত ভাল থাকে ভাবছেন? আসলে এই জলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি আর প্রোটিন। যা আমাদের চুলকে ভেতর থেকে স্বাস্থ্যকর করে তোলে আর উজ্জ্বল দেখায়। (how to use rice water for hair growth)

ADVERTISEMENT

কিভাবে বানাবেন চাল ধোয়া জল

তিন ভাবে তৈরি করা যায় এই জল

প্রথম পদ্ধতি

  • দু-তিন মুঠো চাল একটি পাত্রে রাখুন।
  • ভাল করে চাল থেকে ধুলো বের করে ফেলুন।
  • তারপর দুকাপ জলে চাল ভিজিয়ে রাখুন।
  • ১৫-২০ মিনিট পরে চাল ছেঁকে জলটি আলাদা জায়গায় সংরক্ষণ করুন।
  • আপনার চাল ধোয়া জল তৈরি।

দ্বিতীয় পদ্ধতি

ADVERTISEMENT
  • ওপরের পদ্ধতিতেই জল বানিয়ে ফেলুন।
  • সেই জলটিকে একটা বোতলে ভরে কিছুদিন রেখে দিন।
  • যখন টোকো গন্ধ ছাড়বে জল থেকে তখন ফ্রিজে রেখে দিন। (how to use rice water for hair growth)
  • একে বলে ফার্মান্টেড রাইস ওয়াটার যা ফ্রিজে রাখার একদিনের মধ্যেই ব্যবহার করে ফেলতে হয়।

তৃতীয় পদ্ধতি

  • যেভাবে ভাত করেন তেমনভাবেই জলে চাল ফোটান।
  • জল দুকাপ বেশি নেবেন যাতে বাড়তি থাকে।
  • ভাত ছেঁকে মাড়টি রেখে দিন একটি আলাদা পাত্রে।
  • ঠান্ডা হয়ে গেলেই আপনার চাল ধোয়া জল তৈরি।

কিভাবে ব্যবহার করবেন

  • শ্যাম্পু করার পরে এই জল দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। কিছুক্ষণ রেখে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন। চাল ধোয়া জল প্রি-কন্ডিশনারের কাজ করে। এটি স্ক্যাল্পের তেলতেলে ভাব দূর করে।
  • স্নানের পরে এই জল দিয়ে চুল ওপর থেকে নিচ অব্দি ভাল করে ধুয়ে নিন তারপর ৫ মিনিট ধরে ম্যাসাজ করুন। হেয়ার মাস্ক হিসেবে রাইস ওয়াটার খুবই উপকারী। চুলের ডগা ফাটলে অবশ্যই ব্যবহার করুন। (how to use rice water for hair growth)
  • চাল ধোয়া জলের সাথে শিকাকাই গুঁড়ো আর বেবি শ্যাম্পু মিশিয়ে একটি পাত্রে রেখে তিন-চারদিন সেটিকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন। চুল পড়া বন্ধ হয়ে যাবে পুরোপুরি।

গল্পও শোনালাম তার সাথে রাপুনজেল হওয়ার গোপন সূত্রটাও জানিয়ে দিলাম। এবার আপনি জানাবেন চাল ধোয়া জল চুলে ব্যবহার করে কতটা উপকার পেলেন।


POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App

30 Jun 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT