আচ্ছা, সেক্স (sex) শব্দটা কি খারাপ? সেটাকে খুব সাজিয়েগুছিয়ে ভাষার মোড়কে যৌনতা বললে কি শব্দের অর্থ পাল্টে যায়? যায় না তো? তা হলে এই শব্দটা নিয়ে এত ট্যাবু এখনও কেন রয়ে গেছে কে জানে! একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কেউ কুশ্রী মন্তব্য করে সেটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। তবে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা বয়ফ্রেন্ডের (boyfriend) সঙ্গে একটুআধটু ‘সেক্স’ বা যৌনতার গন্ধমাখা ঠাট্টা-ইয়ার্কি (jokes) করাটা একটুও দোষের নয়। এসব জোকস (jokes) যা চট করে সকলের সামনে সহজ হয়ে বলা যায় না, সেগুলো তো ঘনিষ্ঠ জনকেই বলা যায়, নাকি? আমরা এরকম ১১টি বাংলা জোকস (jokes) নিয়ে এসেছি আপনার জন্য। বয়ফ্রেন্ডের (boyfriend) সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করুন আর প্রাণখুলে হাসুন।
১) বানান সম্ভলকে বস!
পুরো ডি কোম্পানি কেস! আলাদা করে বলতে হবে? আপনি বুঝতে পেরেছেন আশা করি!
২) কী বলছেন? “নো সেক্স?”
ডাক্তারদেরও ছেড়ে কথা বলা হয়নি দেখছি! দেখুন একবার। বেচারা দাঁতের ডাক্তার!
৩) ডিপ ডিপ টিপ!
যাঃ! যা-তা একেবারে! সামান্য চা নিয়েও যাকে বলে…
৪) ইশ, মরে যাই, মরে যাই!
একদম ঠিক কথা। সকলের সঙ্গে ‘ইয়ে’ করলে এরকমই তো অবস্থা হওয়া স্বাভাবিক!
৫) গন্ধ শুঁকে মরতে হবে এ আবার কী আহ্লাদ!
এ বাবা! সোজা প্রশ্নের কীরকম বাঁকা উত্তর দেখুন একবার। তবে মজা কিন্তু ষোলো আনা, কী বলেন?
৬) ছায়া নয়, কায়া চাই
বোঝো কাণ্ড! আর অত বোঝাবুঝির কী দরকার। ছায়ারাই বেশি মজা করলে প্রেমিকার মনে তো এই দরকারি প্রশ্ন আসবেই নাকি!
৭) স্পিন মি বেবি!
ফিজেট স্পিনার তো নেহাতই একটা শিশুদের খেলনা। আর সেটা নিয়েও… হে হে হে! এটাও কি আর বর্ণনা করে বলতে হবে? ছবিটি তো নিজেই সব বলে দিচ্ছে নাকি? আর সমঝদারদের জন্য যে ইশারাই কাফি ডিয়ার!
৮) বলব না, যাও!
ছি ছি! উঁহু, এতটাও ছি-ছি করার কিছু নেই। গির্জায় গিয়ে আপনার দুষ্টু মনে যে এসব ‘ইয়ে’মার্কা কথা আসবে না, তার কি কোনও গ্যারান্টি আছে? ওই দ্যাখো, ফিক-ফিক হাসিই উত্তরটা বলে দিচ্ছে। তা বাপু, নীচে যে মহান ব্যক্তি খুব ভালমানুষের মতো বলেছেন, আমি শুধু পেরেক পুঁতে দিতে বা ঠুকে দিতে চাই, তারও কি সাদা মনে কাদা আছে? ওই দ্যাখো, আবার হাসে!
৯) ছলা-কলা
বেচারা কলা! একদম সরল, সাদাসিধে ফল একটা। কিন্তু এই নিষ্ঠুর সমাজ তাকে সারা জীবন কলাই দেখিয়ে গেল। বেচারা জানলই না, তাকে নিয়ে কী-কী ধরনের জোক তৈরি করা হয়। দেখুন একবার এই ছবিটা। এখানেও নিরীহ, অসহায় এই কলা জানেই না, কেন, কেন, কেন তার এই দশা? বাই দ্য ওয়ে, আপনি জানেন তো ব্যাপারটা?
১০) আজ মৌসম…
কাণ্ডটা একবার দেখুন! প্রেমিকা কতটা হট হতে পারে, উনি জানতেনই না! এই পর্যন্ত তো তা-ও ঠিক আছে। এদিকে প্রেমিকা হট হলে যে আবহাওয়া আবার কনকনে ঠান্ডা হতে পারে, সেটাও উনি জানতেন না! এমন মানুষের সঙ্গে বিছানায় যাওয়া যায়? সে নাই বা গেলেন, এই জোকটা শেয়ার করতে দোষ কোথায়?
১১) কোনও তাড়া নেই!
নীচের ছবিটি দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে, আদতে কী বলতে চাওয়া হয়েছে? আহা, সানস্ক্রিন লাগানোর সময় এত বাছ-বিচার যে সেটা কতক্ষণ টিকবে আর বিছানায় আগুন জ্বলে ওঠার আগেই যদি ফুস করে নিভে যায়, ভাল লাগে বুঝি?
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
ট্রাই করুন এই সেরা ৫ টি Sex Position
মহিলারা Sex করার সময় অজান্তেই এই ভুল গুলো করে থাকেন
পুরুষদের সেক্সের ব্যাপারে এই ৭টি ফ্যান্টাসি