আপনি আর আপনার পার্টনার বিছানায় এনারজেটিক থাকতে পারেন আবার শান্তও থাকতে পারেন, কিন্তু উভয়ক্ষেত্রেই আপনাদের সেক্সুয়াল লাইফ কখনও ডায়ানামিক হতে পারে আবার কখনও ডমিনেটেড হতে পারে। যারা কোনও সম্পর্কে সদ্য জড়িয়েছেন তাঁদের পক্ষে একে অন্যের পছন্দ বা অপছন্দ জানাটা সম্ভব না, কারণ এখনও তাঁরা একে অপরকে প্রতিদিন নতুন করে আবিস্কার করে চলেছেন, কিন্তু যারা বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন, তাঁদের নিজের পার্টনারের পছন্দ এবং অপছন্দ – দুটি ব্যাপারেই একটা ধারণা থাকার কথা। পছন্দ বা অপছন্দ বলতে আমি সেক্সুয়াল লাইফের ভালো লাগা বা খারাপ লাগার কথাই বলছি।
সবার সেক্স ড্রাইভ বা সেক্সুয়াল ডিজায়ার যে একরকম হবে তার কোনও মানে নেই। ধরুন, আপনার যখন সেক্স করার ইচ্ছে হচ্ছে, হতেই পারে যে আপনার পার্টনারের সেই সময়ে মুড নেই; আবার উলটোটাও হতে পারে, অর্থাৎ আপনার পার্টনারের ইচ্ছে আছে কিন্তু আপনার সেসময়ে ইচ্ছে করছে না বা ক্লান্ত লাগছে। এরকম অনেক ছোট ছোট ব্যাপার কিন্তু বিছানায় যাবার আগে খেয়াল রাখতে হয়।
আরো পড়ুনঃ পর্নোগ্রাফির নেশা থেকে মুক্তির উপায়
আবার অনেকেই আছেন যারা সেক্সের সময়ে কোনও কথা বলেন না, অর্থাৎ দুটো মানুষের শরীরের মধ্যে কম্যুনিকেশন হলেও ভারবাল কম্যুনিকেশন হয় না। অন্যদিকে অনেক কাপল আছেন যারা একে অন্যের শরীর ছোঁয়ার সময়ে কথা বলতে ভালোবাসেন, যাতে সেক্সুয়াল লাইফে আরও বেশি করে ক্রিয়েটিভিটি আনা যায়।
অনেক সময়ে কি হয়, সেক্সুয়াল লাইফে এক্সাইটমেন্ট আনতে গিয়ে আমরা অনেক কিছুই করে ফেলি যেগুলো করতে হয়তো আমরা স্বচ্ছন্দ নই, যেমন সেক্সের সময়ে কথা বলা। কথা বলুন, অবশ্যই জানতে চান যে আপনার পার্টনার ঠিকভাবে উপভোগ করছেন কি না, অথবা আপনি ঠিক কিরকমভাবে ব্যাপারটা এনজয় করতে চান; কিন্তু আলটপকা এমন কিছু বলবেন না যাতে আপনাদের সেক্সুয়াল মোমেন্টটা নষ্ট হয়ে যায় বা সম্পর্কের মধ্যে তার কোনও প্রভাব পড়ে।
Sex-এর সময়ে এই কথাগুলো কিন্তু ‘সেই বিশেষ Moment’ নষ্ট করে দেবার জন্য যথেষ্ট
১। আমি তো ফীলই করতে পারছি না
২। আমাকে তুমি এজন্য ওঠালে?
৩। মনে হয় কিছু পুড়ছে
৪। একটু এসির রিমোটটা দাও না প্লিজ
৫। আমার মেকআপ নষ্ট করবে না কিন্তু
৬। জানো, আমার এক্সও না এভাবে করত
৭। জানো, আমার এক্সের না এটা খুব পছন্দ ছিল
৮। আজ কিস করবো না প্লিজ।
৯। ভালো লাগছে না
১০। আর ইউ ইন? 😉
১১। এবাবা! অনেক দেরি হয়ে গেল! আমাকে এবারে যেতে হবে
১২। আচ্ছা, তুমি একটু রেসপন্ড তো করতে পারো? সবই তো আমি করছি!
১৩। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা কথা বলব, আসলে…
১৫। আচ্ছা, এর আগে আর কতজনের সাথে… মানে তুমি… মানে আমিই কি তোমার প্রথম নাকি আগেও কারও সাথে তোমার সেক্সুয়াল সম্পর্ক হয়েছে?
১৬। আচ্ছা তোমার বাবা-মায়ের সাথে কবে দেখা করাচ্ছ?
১৭। তুমি কি আসছ?
১৮। একটু থামবে প্লিজ? আমাকে বাথরুমে যেতে হবে L
১৯। আচ্ছা, এবারে ইলেকশনে কোন দোল জিতবে বলে তোমার মনে হয়?
২০। আমার সেক্স লাইফটা এতো বোরিং যে কি বলব!
যখন আপনি আর আপনার পার্টনার শরীরী মিলনে ব্যস্ত, তখন যদি কোনও কথা বলতেই হয় তাহলে সেটা ভালোবাসার কথা হোক, এমন কোনও কথা কিন্তু বলা উচিত না যাতে সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যায়। আর যদি বুঝতে না পারেন যে কি কথা বলবেন, তাহলে চুপ করে মুহূর্তটাকে উপভোগ করুন!
গ্রাফিক্স সৌজন্যেঃ Giphy
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
ট্রাই করুন এই সেরা ৫ টি Sex Position
মহিলারা Sex করার সময় অজান্তেই এই ভুল গুলো করে থাকেন
পুরুষদের সেক্সের ব্যাপারে এই ৭টি ফ্যান্টাসি
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA