বিনোদন

হাসতে-হাসতে পেটে খিল: কান নিয়ে এই মিমগুলো লাফটার থেরাপির জন্য পারফেক্ট!

Debapriya Bhattacharyya  |  May 20, 2019
হাসতে-হাসতে পেটে খিল: কান নিয়ে এই  মিমগুলো লাফটার থেরাপির জন্য পারফেক্ট!

কান ফিল্ম ফেস্টিভ্যালের (Cannes 2019) রেড কার্পেটে গ্র্যান্ড এন্ট্রি নিয়ে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন আমাদের বলিউডের কন্যেরা! আজ্ঞে, মিসেস জোনাস থেকে শুরু করে মিসেস ভাবনানি তো ছিলেনই, সঙ্গে জুড়েছেন বচ্চন বাড়ির বউমা, মায় ছোট্ট বাচ্চা আরাধ্যাও! তার উপরে এবারে আবার ডায়না পেন্টি আর হিনা খানও গিয়েছেন ‘কান’ (Cannes 2019) কাঁপাতে! এক-একজনের আবাপ এক-একরকম সাজ! সে এক বিশাল ব্যাপার! মিসেস প্রিয়ঙ্কা নিক জোনাসের ‘প্রিন্সেস ডায়ানা’ লুক থেকে শুরু করে মিসেস দীপিকা ভাবনানির সাদা-চকোলেট বো ড্রেস; আবার ঐশ্বর্যা রাই বচ্চনের ‘সোনালি জলপরি’ লুক থেকে শুরু করে পুঁচকে মেয়ে আরাধ্যার ‘হলুদ গোলাপ’ লুক – সব ছবিই সোশ্যাল মিডিয়াতে এতক্ষণে দাবানলের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়েছে। ওদিকে আবার ‘মণিকর্ণিকা’ ভাইব থেকে বেরতেই পারছেন না কঙ্গনা রানাওয়ত, তিনি সেই ‘যুদ্ধে’ যাওয়ার মতোই একটা আউটফিট পরেছিলেন।

আপনি নিশ্চই ভাবছেন যে, এসব গল্প তো আপনি জানেন, কিন্তু তা-ও কেন বলছি! আরে বাবা, কারণ আছে! নানা লুকের ছবি তো নয় আপনি সোশ্যাল মিডিয়ার দৌলতে ফট করে দেখে নিয়েছেন, খানিক প্রশংসা করেছেন আবার কারও লুক দেখে হয়তো একটুও পছন্দ হয়নি, সেটাও বলেছেন; অন্যদিকে আবার ফ্যাশনবোদ্ধারা আমাদের এই দেশি মেমসাহেবদের প্রতিটা লুক নিয়ে চুলচেরা বিচারও করতে বসে গেছেন, কিন্তু ওদিকে যে কত মিম (memes) তৈরি হয়ে গেল এসব নিয়ে, সে খবর রাখেন কি? সেজন্যই তো এত কথা বলা আমার! এক-একটা মিম (memes) দেখুন, কথা দিচ্ছি, সপ্তাহের প্রথম বোরিং দিনটা মজাদার হয়ে উঠবে!

১। মাথায় গোলাপ, গায়ে লুফা – বিয়ের সাইড-এফেক্ট!

২। দীপিকার ‘লাইম-গ্রিন’ ড্রেস নিয়ে টুইটারে মিমের খেলা আর বন্ধই হচ্ছে না 

৩। যখন বন্ধুর জন্মদিনে উপহার নিয়ে যেতে ভুলে যান 

৪। সামার লুকে টোটাল ফেল ডায়না পেন্টি 

৫। দীপিকার এই মিমটি বিরিয়ানি প্রেমীদের মনে ধরবে  

৬। গ্রিনটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী, দীপিকা আবারও প্রমাণ করলেন তা 

৭। প্রিয়ঙ্কার এই এক্সপ্রেশনটি খুব রিলেটেবল নয় কি? 😉 

৮। যাঁদের মনে ‘মিসেস জোনাসের বিয়ের ওড়না এত লম্বা কেন’ এই প্রশ্ন ছিল, এটা শুধুমাত্র তাঁদের জন্য 😛 

৯। দেবেন নাকি গেম অফ থ্রোনস স্পয়েলার! 

১০। ও দাদা, রাসবিহারি যাবেন? 

১১। কঙ্গনার ‘দ্বৈত স্বত্তা’! 

১২। মাল্টি-টাস্কিং আজকের যুগে বড্ড জরুরি, তবে এভাবে??? 

১৩। ‘সোচ কী শুরুয়াত শৌচালয় মেঁ’

১৪। অ্যাভেঞ্জার্স-এর লকি এবং কানে কঙ্গনা, যেন কুম্ভ মেলায় ‘বিছড়া হুয়া’ ভাই-বোন! 

১৫। পাশের বাড়ির কাকিমা যখন মায়ের সঙ্গে গসিপ করেন 

হাসতে-হাসতে আমাদের তো পেটে খিল ধরে গেছে! আপনিও হাসুন আর সকলের সঙ্গে এই মিমগুলো শেয়ার করুন, আরে বাবা কথায় আছে না, “শেয়ারিং ইজ কেয়ারিং!”

১৬। দর্জির কাছে যখন কাপড় বেশি থাকে এবং সেটা সে নিজের কাছে রাখতে চায় না…

 

ছবি সৌজন্যে – ইনস্টাগ্রাম এবং টুইটার 

POPxo এখন ৬টি ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি এবং বাংলাতেও! 

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু! 

Read More From বিনোদন