মেনোপজের (menopause) আগ দিয়ে অনেক মহিলারই (women) সেক্সের (sex) ইচ্ছে (desire) চলে যায় এবং সত্যি কথা বলতে কি এর কোন চিকিৎসা এখনো পর্যন্ত নেই। এর ফলে অনেকসময়েই স্বামি-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যায়। তবে আপনাকে একটা ভালো খবর আমি দিতে পারি যাতে আপনি এরকম কোন সমস্যা হলে তার মোকাবিলা করতে পারেন। যে সমস্ত মাঝবয়সি মহিলার (women) মধ্যে সেক্সে (sex) অনিহা দেখা যায়, তাদের জন্য এসে গেছে ‘অ্যাডি পিল’ (addyi) অথবা ‘ফিমেল ভায়াগ্রা’ (Female Viagra), আর এই পিল (pill) আপনি পেয়ে যাবেন অনলাইনে।
অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রায় বছর তিনেক আগে এই পিল (pill) তৈরি করেছিলেন সেসব মহিলাদের কথা মাথায় রেখে, যাদের সেক্সের প্রতি সেরকম আর আগ্রহ (desire) নেই। সেই সময়ে অবশ্য তা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল এবং কোম্পানিটি এই পিলের ম্যানুফাকচারিং বন্ধ করে দিয়েছিল; ফলে অ্যাডি (addyi) পিলের বিক্রি-বাটা খুব একটা হয়নি এবং খুব বেশি মহিলার কাছে এর খবরও পৌঁছয়নি। কিন্তু গত বছর আবার এই ফিমেল ভায়াগ্রা (Female Viagra) বাজারে লঞ্চ হয়েছে এবং অনলাইন শপিং সাইটে পাওয়াও যাচ্ছে। তবে সবার জন্য কিন্তু এই পিল নয়! এই পিল সেসব মহিলাদেরই (women) ব্যাবহার করা উচিত যাদের এখন মেনোপজ (menopause) আরম্ভ হয়নি এবং হাইপো-অ্যাক্টিভ সেক্স ডিজায়ার ডিসরডারে ভুগছেন।
অ্যাডি আসলে কি?
যদিও ফিমেল ভায়াগ্রা (Female Viagra) নামেই বেশি পরিচিত, কিন্তু অ্যাডি (addyi) আসলে ভায়াগ্রা নয়। ভায়াগ্রার কাজ হল শরীরে রক্তচাপ বাড়িয়ে পুরুষদের মধ্যে এমন একটা উত্তেজনা সৃষ্টি করা যাতে সেক্সের (sex) সময়ে কোনরকম আসুবিধে না হয়। আবার অন্যদিকে মহিলাদের (women) জন্য যে ভায়াগ্রা রয়েছে, তার কাজ হল মহিলাদের পক্ষে সেক্সুয়াল (sexual) অ্যাক্টিভিটি সহজ করে দেওয়া কিম্বা ল্যুব সৃষ্টি করা যাতে সেক্সের সময়ে ব্যাথা না লাগে। কিন্তু এই পিল এগুলোর থেকে আলাদা। এটি আসলে একটি অ্যান্টি-ডিপ্রেস্যান্ট যা সরাসরি মহিলাদের নার্ভ স্যুদ করতে সাহায্য করে এবং সেক্সের ইচ্ছে (desire) জাগিয়ে তোলে।
অ্যাডি ব্যাবহার করার সময় যা যা মাথায় রাখা উচিত
মহিলাদের মধ্যে সেক্সুয়াল (sexual) ডিজায়ার (desire) বাড়াতে সাহায্যকারী এই পিল (pill) ব্যাবহার করার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রক্তচাপ কমে গেছে অর্থাৎ ব্লাড প্রেশার লো হয়ে গেছে, আবার অনেকের মধ্যে অজ্ঞান হয়ে যাবার প্রবনতাও দেখা গেছে। তবে সেগুলো খুবই কম ক্ষেত্রে এবং ভুল পদ্ধতিতে এই পিল ব্যাবহার করার ফলে। তাই অ্যাডি (addyi) ব্যাবহার করার সময় বেশ কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখা ভীষণ প্রয়োজন –
- সেক্স ডিজায়ার পিল অ্যাডি ব্যাবহার করতে চাইলে কিন্তু একেবারেই অ্যালকোহল নেওয়া চলবে না।
- যখন আপনি এই ওষুধটি (medicine) খাবেন, সেই সময় অন্য কোন রকমের ওষুধ (medicine) খাওয়া চলবে না, অর্থাৎ আপনার যদি এরকম স্বভাব থাকে যে একটু জ্বর বা সরদি-কাশি হলে মুঠো মুঠো ওষুধ (medicine) খেয়ে নেন, তাহলে সেটি বাদ দিতে হবে। নতুন কোন ওষুধ খেতে হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন।
- লিভারের সমস্যা থাকলে কিন্তু অ্যাডি খেতে পারবেন না।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
Sex-এর সময় মহিলারা যে ভুল গুলো অজান্তেই করে থাকেন