ADVERTISEMENT
home / লাইফস্টাইল
গৌতম বুদ্ধের বাণী যা আপনার বাস্তব জীবনে কাজে লাগতে পারে (Goutam Buddha Bani In Bengali)

গৌতম বুদ্ধের বাণী যা আপনার বাস্তব জীবনে কাজে লাগতে পারে (Goutam Buddha Bani In Bengali)

গৌতম বুদ্ধের কথা আমরা সকলেই জানি। ইতিহাসের পাতায় তাঁর জীবনের কথা হয়তো অনেকেই পড়েছেন। কিন্তু গৌতম বুদ্ধের বাণী আমরা নিজেদের জীবনে কতটা মেনে চলার চেষ্টা করি, এই প্রশ্নটা করে দেখতে পারেন নিজেকেই। গৌতম বুদ্ধের অহিংসার বাণী আটকে আছে এখনও ইতিহাস বইতে। বুদ্ধের বাণী যদি জীবন চর্চায় নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো বাঁচাটা অন্যরকম হবে। চেষ্টা করতে ক্ষতি কী?

গৌতম বুদ্ধের বাণী যা আপনার জীবন বদলে দেবে (Gautam Buddha Quotes on Life)

গৌতম বুদ্ধের বাণী - Gautam Buddha Bani In Bengali - Gautam Buddha Quotes on Life - বুদ্ধের বাণী

ছবি সৌজন্যে: ক্যানভা

গৌতম বুদ্ধের এমন অনেক বাণী রয়েছে যেগুলো অনুপ্রেরণা আমাদের জীবনে (Gautam Buddha Quotes In Bengali)। দেখে নেওয়া যাক জীবনের জন্য তিনি কী বলেছেন –

ADVERTISEMENT

১| প্রত্যেকটা দিনের গুরত্বকে বুঝুন, প্রত্যেকদিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই কারণেই একদিনের গুরত্বকে বোঝার চেষ্টা করুন।

২| প্রত্যেক মানুষের অধিকার আছে, তার নিজের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়ার।

৩| প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখতে পারি।

৪| আমরা যখন কথা বলি, তখন আমাদের শব্দ গুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত। কারণ এর ফলে শ্রোতার উপর ভাল কিংবা খারাপ প্রভাব পরতে পারে।

ADVERTISEMENT

৫| হাজারও খালি শব্দের থেকে ভাল সেই শব্দ, যা শান্তি নিয়ে আসে (গৌতম বুদ্ধের বাণী)।

৬| শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না।

৭| সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক (Gautam Buddha Quotes)। এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভাল বন্ধুত্ব ও ভাল সম্পর্কে ধ্বংস করে দেয়।

৮| যে ব্যক্তি মানুষকে ভালবাসে, সে দুঃখের দ্বারা ঘিরে থাকে এবং যে কাউকে ভালবাসে না, তার  কোনও সংকট নেই।

ADVERTISEMENT

৯| আমি কখনও দেখি না যে কী কী চলে গিয়েছে, আমি সর্বদা দেখি আর কী করা বাকি আছে।

১০| লক্ষ্য বা গন্তব্যে পৌঁছনোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালভাবে পূরণ করা।

ভালবাসা বিষয়ক গৌতম বুদ্ধের বাণী (Gautam Buddha Quotes on Love)

গৌতম বুদ্ধের বাণী - Gautam Buddha Bani In Bengali - Gautam Buddha Quotes on Love - Gautam Buddha Quotes In Bengali

ADVERTISEMENT

ছবি সৌজন্যে: ক্যানভা

বুদ্ধের বাণী তো অনেক রকমের। ভালবাসা নিয়ে তিনি কী বলেছেন দেখে নেওয়া যাক।

১| অতীত নিয়ে বিভ্রান্ত হয়ে লাভ নেই,, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও।| এটাই ভালো থাকার একমাত্র উপায়

২| পা তখনই অন্য পাকে অনুভব করে, যখন সেটা মাটিকে ছোঁয়। ভালবাসায় থাকতে হবে।

ADVERTISEMENT

৩| পরমাত্মা প্রত্যেকেই একই রকম করেছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভিতরে। প্রেমের ক্ষেত্রেও সেটা মনে রাখতে হবে।

৪| নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা। কঠোর পরিশ্রমই ভাল জীবনের রাস্তা হতে পারে। প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরুর সময়ও সেটা মনেে রাখতে হবে।

৫| নির্বোধ মানুষরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষরা কঠোর পরিশ্রমী হয়। এটা প্রেমের পথেও মনে রাখতে হবে (Gautam Buddha Quotes)।

৬| নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে, সেই শান্তি পেয়ে থাকে।

ADVERTISEMENT

৭| যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না।

৮| ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনও শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালবাসার দিয়েই শেষ করা যেতে পারে। আর এটা একটা প্রাকৃতিক সত্য।

৯| চলে যাওয়া সময় কখনও ফিরে আসবে না। 

১০| আমরা অনেক সময় এটা ভাবি যে (Gautam Buddha Quotes In Bengali), আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে | কিন্তু বাস্তবে যেই সময় একবার চলে যায় সেটা আর কোনও দিনও আসবে না।

ADVERTISEMENT

আরও পড়ুনঃ সেরা ১০টি অক্ষয় তৃতীয়ার মেসেজ

শান্তির জন্য বুদ্ধের বাণী (Buddha Quotes on Peace)

গৌতম বুদ্ধের বাণী - Gautam Buddha Bani In Bengali - Buddha Quotes on Peace - বুদ্ধের বাণী

ছবি সৌজন্যে: ক্যানভা

ADVERTISEMENT

গৌতম বুদ্ধের অহিংসার বাণী যা শান্তি স্থাপন করতে পারে, দেখে নেওয়া যাক এক নজরে।

১| সুখের কোনো উপায় নেই, সুখী থাকাই হচ্ছে এর একমাত্র উপায় (Gautam Buddha Bani In Bengali)।

২| রেগে যাওয়া কোনও জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোঁড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান।| এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে।

৩| জীবনে হাজার লড়াই জেতার থেকে ভাল, তুমি নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেল। তখন সর্বদা তোমারই জয় হবে। আর সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না।

ADVERTISEMENT

৪| সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে – এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনওদিন চেষ্টাই করবে না।

৫| জীবনে যতই ভাল বই পড় কিংবা ভাল উপদেশ শোনো না কেন, যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ পর্যন্ত সেই সবের কোনও মূল্য নেই।

৬| রাগের বশে হাজারও শব্দকে খারাপভাবে বলার থেকে ভাল মৌনতা। এটা এমন একটা শব্দ, যেটা জীবনে শান্তি নিয়ে আসে।

৭| যে কোনও অবস্থাতেই এই তিনটে জিনিসকে লুকনো কখনও সম্ভব নয়। সেটা হল, সূর্য,চন্দ্র এবং সত্য (Gautam Buddha Bani In Bengali)।

ADVERTISEMENT

৮| একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনও কমে যায় না | ঠিক সেইভাবেই খুশিকে সবার সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না।

৯| তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে।

১০| যে ভাল ভাবে জীবন কাটিয়েছে, সে মৃত্যুকেও ভয় পায় না। 

আনন্দের জন্য বুদ্ধের বাণী (Buddha Quotes on Happiness)

গৌতম বুদ্ধের বাণী - Goutam Buddha Bani In Bengali - Gautam Buddha Quotes In Bengali - Buddha Quotes on Happiness

ADVERTISEMENT

ছবি সৌজন্যে: ক্যানভা

আনন্দের জন্য গৌতম বুদ্ধের কী কী বাণী রয়েছে দেখে নেওয়া যাক। 

১| কোনও খারাপ জিনিস, কোনও খারপ চিন্তা থেকেই আসে।

২| একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয় (Gautam Buddha Quotes In Bengali)।

ADVERTISEMENT

৩| কোনও পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের উপর নিয়ন্ত্রণ।

৪| যদি কোনও ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে।

৫| একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবন যাপন করার জন্য একজন ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না, এই ভাবনা রাখতে হবে।

৬| তোমার কাছে যা কিছু আছে, সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না। 

ADVERTISEMENT

৭| কখনও অন্যকে দেখে ঈর্ষা করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে, সে কখনও মানসিকভাবে শান্তি পাবে না (Gautam Buddha Bani In Bengali)।

৮| বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হল, আমাদের অসত্যবাদী হয়ে থাকা।

৯| কোনও হিংস্র পশু অপেক্ষা কোনও শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত। কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে।

১০| স্বাস্থ্য ছাড়া জীবন, সত্যিকারের জীবন নয়। এটা বেদনার একটা স্থিতি আর মৃত্যুর একটা রূপ।

ADVERTISEMENT

কাজের জন্য গৌতম বুদ্ধের বাণী (Gautam Buddha Quotes on Karma)

গৌতম বুদ্ধের বাণী - Gautam Buddha Quotes on Karma - Goutam Buddha Bani In Bengali -  গৌতম বুদ্ধের অহিংসার বাণী

ছবি সৌজন্যে: ক্যানভা

কর্মক্ষেত্রে গৌতম বুদ্ধের কোন কোন বাণী (গৌতম বুদ্ধের বাণী) কাজে লাগতে পারে দেখুন।

ADVERTISEMENT

১| মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হল, অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা।

২| বুদ্ধি ও সৎভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করাই উচিত (Gautam Buddha Quotes)।

৩| তুমি কতটা ভালবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে- এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪| সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা।

ADVERTISEMENT

৫| তুমি যদি সত্যিই নিজেকে ভালবাসো, তাহলে তুমি কখনও অন্যকে আঘাত দিতে পারবে না।

৬| যা আপনি চিন্তা করবেন, তাই আপনি হবেন (Gautam Buddha Bani In Bengali)।

৭| প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়। তাই আজ আমরা কী করছি, সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়।

৮| পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে। কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না।

ADVERTISEMENT

৯| সত্যিকারের ভালবাসা বোঝার থেকেই হয়। তাই নিজের কর্ম করে যাও। অন্য কিছুর প্রত্যাশা করো না।

১০| নিজেকে বিজয়প্রাপ্ত করা, অন্যের উপর বিজয়প্রাপ্ত করার থেকে বড় কাজ হয়।

জীবনে সাফল্যের জন্য গৌতম বুদ্ধের বাণী (Buddha Quotes on Success)

গৌতম বুদ্ধের বাণী - Goutam Buddha Bani In Bengali - Buddha Quotes on Success -  গৌতম বুদ্ধের অহিংসার বাণী

ADVERTISEMENT

ছবি সৌজন্যে: ক্যানভা

বুদ্ধের বাণী কীভাবে সাফল্য পেতে সাহায্য করে দেখে নেওয়া যাক।

১| যদি আপনার দয়া আপনাকে সম্মিলিত করতে না পারে, তাহলে সেটা অসম্পূর্ণ হয়।

২| সব কিছুকে বোঝার অর্থ সব কিছুকে ক্ষমা করে দেওয়া (Goutam Buddha Bani In Bengali)।

ADVERTISEMENT

৩| ধৈর্য হল গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে, একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়।

৪| প্রত্যেক মানুষ তার স্বাস্থের কিংবা রোগের সৃষ্টিকর্তা নিজেই।

৫| চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বেরোও এবং প্রকাশিত হয়ে ওঠো।

৬| রণক্ষেত্রে সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ।

ADVERTISEMENT

৭| চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে (গৌতম বুদ্ধের বাণী)। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরণ করে।

৮| জগতে মাতা ও পিতার সেবা সুখকর (Gautam Buddha Quotes In Bengali)। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখ দায়ক। 

৯| বার্ধক্য পর্যন্ত নীতি পালন সুখকর। শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখদায়ক। প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ।

১০| যিনি অস্থিরচিত্ত, যিনি সত্যধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনও প্রাজ্ঞ হতে পারেন না।

ADVERTISEMENT

বন্ধুত্বের জন্য বুদ্ধের বাণী (Buddha Quotes on Friendship)

গৌতম বুদ্ধের বাণী - Goutam Buddha Bani In Bengali - Buddha Quotes on Friendship - Gautam Buddha Quotes In Bengali

ছবি সৌজন্যে: ক্যানভা

বন্ধুত্বের জন্য গৌতম বুদ্ধের বাণী দেখে নিন এক নজরে।

১| কাউকে কটু কথা বলবে না। কারণ সে-ও কটু প্রতু্ত্তর দিতে পারে। 

ADVERTISEMENT

২| উত্তপ্ত বাক্যবিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে।

৩| অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়।

৪| মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে (Goutam Buddha Bani In Bengali)। 

৫| ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে।

ADVERTISEMENT

৬| পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে।

৭| জগতে শত্রুতার দ্বারা কখনও শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়।

৮| চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে (Gautam Buddha Quotes)। 

৯| কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মত অনুসরণ করে।

ADVERTISEMENT

১০| জগতে মাতা ও পিতার সেবা সুখকর। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখ দায়ক। 

গৌতম বুদ্ধের বাণী ও চিন্তাধারা (Gautam Buddha Bani and Thoughts In Bengali)

গৌতম বুদ্ধের বাণী - Gautam Buddha Quotes In Bengali - বুদ্ধের বাণী - Gautam Buddha Bani and Thoughts In Bengali

ছবি সৌজন্যে: ক্যানভা

বুদ্ধের বাণী ও চিন্তা (Gautam Buddha Bani) এক নজরে দেখে নেওয়া যাক –

ADVERTISEMENT

১| প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ।

২| রণক্ষেত্রে সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ।

৩| কোনও পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভান্ড পূর্ণ করে ফেলে।

৪| বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করব, মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।

ADVERTISEMENT

৫| প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না (Gautam Buddha Quotes In Bengali)।

৬| মূর্খরা ‘আমার পুত্র, আমার অর্থ, আমার ধন’ এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে। যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কীভাবে?

৭| ভাল কাজ সবসময় কর, বারবার কর। মনকে সব সময় ভাল কাজে নিমগ্ন রাখ। সদাচরণই স্বর্গসুখের পথ।

৮| যিনি অস্থিরচিত্ত, যিনি সত্যধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনও প্রাজ্ঞ হতে পারেন না।

ADVERTISEMENT

৯| কাউকে কটু কথা বলবে না (Gautam Buddha Bani)। কারণ সে-ও কটু প্রতু্ত্তর দিতে পারে। 

১০| উত্তপ্ত বাক্যবিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে।

মেডিটেশনের জন্য বুদ্ধের বাণী (Buddha Quotes on Meditation)

গৌতম বুদ্ধের বাণী - Gautam Buddha Quotes In Bengali - বুদ্ধের বাণী

ছবি সৌজন্যে: ক্যানভা

ADVERTISEMENT

মেডিটেশন করতে বুদ্ধের কোন কোন বাণী কাজে লাগতে পারে দেখুন।

১| নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর (Gautam Buddha Bani)। 

২| নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।

৩| যিনি যত অধিক ভাষণ করুন না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না। 

ADVERTISEMENT

৪| যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন তিনিই প্রকৃত ধর্মধর (Gautam Buddha Quotes In Bengali)।

৫| অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়।

৬| আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে।

৭| অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাব।

ADVERTISEMENT

৮| সব কিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও। আগে ভাবো তুমি কী হতে চাও।

৯| আনন্দ হল বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে। তাহলে সুখের দিশা তুমি পাবেই।

১০| তুমিই কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়।

ADVERTISEMENT

গৌতম বুদ্ধের অনুপ্রেরণা মূলক বাণী (Inspirational Quotes of Gautam Buddha)

গৌতম বুদ্ধের বাণী - বুদ্ধের বাণী - Gautam Buddha Quotes In Bengali - Inspirational Quotes of Gautam Buddha

ছবি সৌজন্যে: ক্যানভা

আপনার বাস্তব জীবনে কাজে লাগতে পারে এমন কিছু বুদ্ধের বাণী দেখে নিন।

১| জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটিই সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও।

ADVERTISEMENT

২| অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে (Gautam Buddha Bani)।

৩| তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততই উপভোগ করতে পারবে জীবনকে।

৪| আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দেই। কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছ। সুতরাং, এবার থামো।

৫| সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনও বাইরের কোনও উৎস থেকে আসে না।

ADVERTISEMENT

৬| অন্যের জন্য ভাল কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

৭| জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে (Gautam Buddha Bani In Bengali)। তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ কর।

৮| সুখ কখনও আবিষ্কার করা যায় না। এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে।

৯| সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো।

ADVERTISEMENT

১০| জীবনে ব্যাথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখ।

আরও পড়ুন – 

Gautam Buddha Thoughts in Hindi

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

২০২০ শুরু করুন আমাদের দারুণ দারুণ প্ল্যানার আর স্টেটমেন্ট সোয়েটশার্ট দিয়ে। এগুলো সবকটাই আপনারই মতো একশ শতাংশ মজার এবং অসাধারণ! ওহ হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও। দেরি কিসের আর, এখনই POPxo.com/shop থেকে কেনাকাটা সেরে ফেলুন আর নিজেকে আরেকটু পপ আপ করে ফেলুন!

Image Source: Canva, Pexels

18 Mar 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT