আমন্ড বাদাম শুধু ড্রাই ফ্রুট হিসেবেই ব্যবহার হয় না, আমাদের সৌন্দর্য রক্ষাতেও (hair care benefits of almond oil) এর ভূমিকা অনেক। চুল এবং ত্বক থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষা পর্যন্ত করে আমন্ড বাদাম এবং সেখান থেকে নিঃসৃত তেল। এতে আছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম আর ম্যাগনেশিয়ামের মতো উপাদান আর প্রয়োজনীয় খনিজ। এই বাদাম ও তেলের এত গুণ আছে যে বলে শেষ করা যাবে না। ত্বকের জন্য আমন্ড তেল খুবই ভালো। চুলের নানা সমস্যা সমাধানে ও চুলে জেল্লা আনতে নিয়মিত ব্যবহার করা উচিৎ আমন্ড তেল। তবে তার আগে আমন্ড অয়েল সম্পর্কে কিছু কথা জেনে নিন
আমন্ড অয়েল কী?
আমন্ড অয়েল আর কিছুই না, আমন্ড বাদাম থেকে পিষে এই তেল বের করা হয়। মিষ্টি আমন্ড বাদামকে কোল্ড প্রেস করে এই তেল বের হয়। বাদাম খাওয়ার থেকে আমন্ড তেলের উপযোগিতা অনেক বেশি।অনেকেই আছেন যারা এই তেলের গুনাগুণ জানেন। তবে জানেন না তাদের জন্য এই লেখায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কী কী নিউট্রিয়েন্টস রয়েছে
বাদামে আছে শক্তির উৎস। বুদ্ধির বিকাশ হোক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হোক বা কোলেসটোরল নিয়ন্ত্রণে রাখা হোক, সবেতেই কাজ দেয় বাদাম। আমন্ড তেলকে (hair care benefits of almond oil) বলে রোগান বাদাম তেল। যা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বের করা হয় ফলে এর গুণ অনেক বেশি। এই তেলে থাকে ভিটামিন এ, ডি ও ই। এক্সপার্টরা বলেন এই তেল মহিলাদের জন্য খুব কার্যকরী।
খুশকি দূর করতে সাহায্য করতে সাহায্য করে
স্ক্যাল্পের মৃত কোষ দূর করে খুস্কি রোধ করে এই তেল। শুধু চুল নয় স্ক্যাল্পের স্বাস্থ্য রক্ষাতেও আমন্ড তেল দুর্দান্ত কাজে দেয়।
চুল ঘন হয়
চুলের যত্নে বাদাম তেল জাদুর মতো কাজ করে। এটা চুলে মাসাজ করলে চুল পড়া বন্ধ হয়। তাছাড়া চুলের কোয়ালিটিও অনেক ভালো হয়ে যায়। এতে আছে ম্যাগনেশিয়াম যা চুলের জন্য খুব ভালো। যাদের খুব চুল পড়ার সমস্যা আছে বা যাদের চুল নানা কারণে পাতলা হয়ে গেছে তারা চোখ বুঝে এই তেল ব্যবহার করতে পারেন। এই তেল সপ্তাহে এক বা দু দিন মাসাজ করলে চুলের ভলিউম বাড়বে এবং চুল পড়াও বন্ধ হবে।
লম্বা চুলের স্বপনপূরণ
শুধু লম্বা আর ঘন চুল নয় চুলের স্বাস্থ্য রক্ষাতেও (hair care benefits of almond oil) এই তেলের জুড়ি নেই। যদি চুলের দ্রুত বৃদ্ধি চান তাহলে দু চামচ আমন্ড তেল আর দু চামচ তিলের তেল মিশিয়ে সপ্তাহে দুবার মাসাজ করুন। দেখবেন চুলের বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হচ্ছে।
স্প্লিট এন্ডস সারাতে
বর্তমান লাইফস্টাইল আর দূষণ আমাদের চুল দ্রুত হারে নষ্ট করে দিচ্ছে। আমন্ড তেলের সঙ্গে অলিভ আর ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার চুলে লাগান। এতে শুধু স্প্লিট এন্ডের সমস্যাই দূর হবে না চুলের গোড়াও মজবুত হবে। সত্যি বলতে কী স্প্লিট এন্ড আর খুশকি চুলের এই দুটি প্রধান সমস্যার জন্য একবার আমন্ড তেল অবশ্যই ব্যবহার করে দেখুন। হাতে নাতে ফল পাবেন।সপ্তাহে দু বার এই তেল মাথার চুল ও স্ক্যাল্পে মালিশ করবেন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!